Tag: এমসিসি

  • এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

    এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

    ক্রিকেটে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) অবদান এতই বেশি যে, এই ক্লাবকে আখ্যায়িত করা হয় ক্রিকেটের আইনপ্রণেতা হিসেবে। বিখ্যাত এই ক্লাবটি এবার সম্মানিত করল বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি।

    এর আগে সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে জায়গা পেলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার এমসিসির আজীবন সদস্যপদ পেলেন। এর আগে এমসিসির আজীবন সদস্য হিসেবে মূল্যায়ন করা হয় বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, মাশরাফি ছাড়াও মোট ১৯ জন ক্রিকেট ব্যক্তিত্বকে এই আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে, যা সম্মানসূচক ভূষণ। মাশরাফি ছাড়াও এই খেতাব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও ঝুলন গোস্বামী, ইংল্যান্ডের জেনি গান, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার রাচায়েল হায়েন্স, ইংল্যান্ডের লোরা মার্শ, ইয়ন মরগান ও কেভিন পিটারসেন।

    এছাড়া এই তালিকায় আছেন ভারতের সুরেশ রায়না, যুবরাজ সিং ও মিতালি রাজ, নিউজিল্যান্ডের অ্যামি সাদারওয়েট, ইংল্যান্ডের এনিয়া শ্রাবসোল, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, নিউজিল্যান্ডের রস টেলর।

    মাশরাফিকে এমসিসি আখ্যায়িত করেছে বোলিং অলরাউন্ডার হিসেবে, যিনি দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ দলকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড় না হয়েও এই সম্মাননা পেয়েছেন চিকিৎসক জেন পাওয়েল, যিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিজ্যাবিলিটি পারফরম্যান্স ম্যানেজার হিসেবে গত বছর নিয়োগ পান।

  • এমসিসি থেকে পদত্যাগ করেছেন সাকিব

    এমসিসি থেকে পদত্যাগ করেছেন সাকিব

    ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিদের মেলর্বোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে।

    ২০১৭ সাল থেকে (ইতিহাসের একমাত্র বাংলাদেশি হিসেবে) এই কমিটির গর্বিত একজন সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

    বলা বাহুল্য, সাকিবের পদত্যাগের কারণ সম্প্রতি পাওয়া দুই বছরের নিষেধাজ্ঞা। বাজিকরের যোগাযোগের চেষ্টার বিষয়টি চেপে গিয়ে সাকিব পেয়েছেন শাস্তি। আপাতদৃষ্টিতে সাকিবের ভুলকে শাস্তির মত যথেষ্ট মনে না হলেও সাজা পেতে হয়েছে আইসিসির আইন অনুযায়ী। সামান্য ভুলে সাকিব নিজেও অনুতপ্ত।

    আর তাই তিনি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন।

    সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানায়, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

    ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ কিংবদন্তী মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

    ১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন এই ক্লাবের অধীনেই রয়েছে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানা। প্রতিষ্ঠার এক বছর পর, ১৭৮৮ সালে ক্রিকেটের আইন প্রণয়নের দায়িত্ব নেয় এমসিসি। এর পর থেকে আজ অবধি ক্রিকেট সংক্রান্ত সকল আইন-কানুন প্রণয়ন করে থাকে এই কমিটিই।