Tag: এমিরেটস এয়ারলাইন্স

  • দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: আগামী বছরের ১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে আরেকটি ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালিত হবে।

    দুবাইভিত্তিক এই এয়ারলাইন্সটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত এমিরেটসের নেটওয়ার্কভুক্ত ১৫০টির অধিক গন্তব্যে আরও সুবিধাজনক সংযোগ লাভ করবেন।

    বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, বাংলাদেশের সঙ্গে এমিরেটসের একটি বিশেষ বন্ধন রয়েছে; যা শুরু হয় ৩৩ বছর আগে। নতুন এই ফ্লাইটটি প্রমাণ করে যে এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ফ্লাইট চালু হলে ব্যবসা বা বিনোদনের জন্য ভ্রমণকারী যাত্রীরা ফ্লাইট নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি অপশন পাবেন।

    তিনি আরও বলেন, অবকাশ যাপন বা ব্যবসার কাজে ভ্রমণের জন্য ভায়া দুবাই, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অধিকতর সুবিধাজনক সংযোগ পাওয়া যাবে। নতুন ফ্লাইট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি ইন বাউন্ড ট্যুরিজম, ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।