Tag: এশিয়া

  • এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে

    এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে

    এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন দেশের প্রখ্যাত দেওয়ানি এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। এই ব্যারিস্টার বাবা ও মেয়েকে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

    সম্প্রতি এশিয়া ল’ নামে ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

    ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

    এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। সেরা ল’ ফার্মের তালিকায় স্থান পেয়েছে তাদের আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস। বাংলাদেশের ১০ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন। এ তালিকায় রয়েছেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মত আইনজীবীরা।

    সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।

    ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী। ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

  • এশিয়ার সেরা বক্সার বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা

    এশিয়ার সেরা বক্সার বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা

    প্রথমবারের মতো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা। শনিবার ঢাকায় অনুষ্ঠেও প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এই শিরোপা জিতেন সুর কৃষ্ণ চাকমা।

    পেশাদার বক্সিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য এই গৌরবোজ্জ্বল অর্জন নিয়ে এসেছেন সুর কৃষ্ণ চাকমা। এবারের আসরে লড়াইটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আট রাউন্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুর কৃষ্ণ এবং পৌঁছে যান সাফল্যের শিখরে। বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

    বাংলাদেশের কোনো পেশাদার বক্সারের জন্য সর্বোচ্চ এই অর্জন প্রসঙ্গে সুর বলেন, ‘বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন। সাউথ এশিয়া থেকে এবার এশিয়ার শীর্ষ অবস্থানে পৌঁছানোটা সেই স্বপ্নের কয়েকটি ধাপ অতিক্রম করা। এই জয়গুলো আমাকে সাহস দিচ্ছে, প্রেরণা যোগাচ্ছে। আগামীতে বিশ্ব বক্সিংয়ে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে পারবো বলে আমি আশাবাদী।’

    বিকাশের ব্র্যান্ড এনডোর্সার সুর কৃষ্ণ চাকমা। বিকাশ নির্মিত ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে প্রতীকীভাবে ফুটে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অদম্য শক্তির বিকাশ। দেশের মানুষদের উজ্জীবিত করতে অদম্য শক্তির প্রতীক হিসেবে ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানের ভিডিওর প্রধান চরিত্র হিসেবে অংশ নেন সুর কৃষ্ণ চাকমা।

  • এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনায় মৃত্যু

    এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনায় মৃত্যু

    ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে এশিয়ার সবচেয়ে বৃহত্তম বস্তি ধারাভিতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে এক ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

    বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের সিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই ব্যক্তিকে। কিন্তু বাঁচানো যায়নি। মৃত যে বাড়িতে থাকতেন তা সিল করা হয়েছে।

    সেখানকার সাত বাসিন্দাকে ইতিমধ্যেই কোয়রান্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    ধারাভি বস্তিতে সংক্রমণ ধরা পড়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল আগেই। আক্রান্ত ব্যক্তির মৃত্যুতে সেই আশঙ্কা বেশ কয়েক গুণ বেড়ে গেল। কারণ পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে থাকা ওই ধারাভি বস্তি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ সেখানে বাস করেন। ফলে সেখানে সংক্রমণ ও করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    ধারাভি ছাড়াও প্রশাসন মুম্বাইয়ের অন্যান্য এলাকা নিয়েও উদ্বিগ্ন। বুধবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) দক্ষিণ মুম্বাইয়ের ওরলি কোলিওয়াড়া এলাকা থেকে ৮৬ জনকে কোয়রান্টাইনে পাঠিয়েছে। ওরলির ওই এলাকায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছে বিএমসি।

  • এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

    এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

    এ বছর এশিয়ার সেরা যৌন আবেদনময়ী নারীর মুকুট উঠলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মাথায়। এ খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন মহেশ ভাটকন্যা। অন্যদিকে দশকের সেরা আবেদনময়ী হয়েছেন দীপিকা পাড়ুকোন।

    বুধবার লন্ডনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই অনলাইন ভোটিং-এর মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

    আলিয়ার পরেই যৌন আবেদনময়ী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন। চলতি বছরের জন্য দীপিকা দ্বিতীয় স্থানে থাকলেও গত এক দশকের জন্য সেরা আবেদনময়ী নির্বাচিত হয়েছেন তিনিই।

    ইস্টার্ন আই’র খবরে বলা হয়, ২০১৯ সাল আলিয়ার জন্য সেরা বছর। এ বছর বেশ কয়েকটি পুরস্কার বাগে এনেছেন তিনি। এছাড়া তার ‘গাল্লি বয়’ ২০২০- এর অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এটা আলিয়ার জন্য অত্যন্ত গর্বের এবং এটা আলিয়ার আগামীর ভালো কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে।

    উচ্ছ্বসিত আলিয়া ভাট জানান, এই সম্মানে তিনি অত্যন্ত খুশি। তবে তিনি এও বিশ্বাস করেন, শুধু চেহারায় যা প্রকাশ পায় তার থেকে প্রকৃত সৌন্দর্যের মূল্যমান আরও বেশি গুরুত্বপূর্ণ। বৃদ্ধ হয়ে গেলে চেহারার সৌন্দর্য হারিয়ে যাবে, কিন্তু ব্যক্তিত্বের গুণাবলী থেকে যায়।

    ২০১৮ সালে এশিয়ার সেরা যৌন আবেদনময়ী তালিকায় একেবারে শীর্ষে ছিলেন দীপকা। চলতি বছর তিনি এক ধাপ পিছিয়ে গেলেও গোটা দশকের সেরা আবেদনময়ীর স্বীকৃতি পেয়েছেন এই অভিনেত্রী।

    এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। চতুর্থ স্থানে রয়েছেন মাহিরা খান। এছাড়াও পাঁচ নম্বরে সুরভি চন্দনা, ছয়ে ক্যাটরিনা কাইফ, সাতে শিবাঙ্গী জোশি, আটে নিয়া শর্মা, নয়- এ মেহবিশ হায়াত এবং দশম স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।