Tag: এসএআরএম

  • ভাটিয়ারীর সীমা স্টিল লকডাউন, ১৫০ শ্রমিক হোম কোয়ারেন্টাইনে

    ভাটিয়ারীর সীমা স্টিল লকডাউন, ১৫০ শ্রমিক হোম কোয়ারেন্টাইনে

    ২৪ ঘন্টা ডট নিউজ;সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডের বানুরবাজারে সীমা স্টিল রি-রোলিং মিল লিমিটেডে (এসএআরএম) কর্মরত এক শ্রমিকের শরীরে করোনা শনাক্ত হওয়ার ঘটনায় কারখানাটি ৬ দিনের জন্য লকডাউন করেছে প্রশাসন। 

    ওই কারখানার ১৫০ জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১২ মে) দুপুর ১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী কারখানাটি লকডাউন করে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেয়।

    গত রোববার রাতে ওই শ্রমিকের শরীরে করোনা শনাক্ত হলে ফৌজদারহাট কলেজ রোড এলাকায় তার বাসস্থানটি লকডাউন করে সীতাকুণ্ড প্রশাসন।

    এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা করোনা বিস্তার রোধ ও প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, ‘জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমানের নেতৃত্বে একটি টিম সীমা স্টিল রি-রোলিং মিলস পরিদর্শন করেছে। আমরা কারখানাটি ৬ দিনের জন্য লকডাউন করেছি। সামনে ঈদ, শ্রমিকদের বেতনের একটি বিষয় আছে। যদি কাজ করতে হয়, কারখানার ভেতরে অবস্থানরত শ্রমিকদের দিয়ে স্বাস্থবিধি মেনে কাজ করাতে পারবে তারা। কোন অবস্থাতেই ভেতরের শ্রমিক বাইরের যেতে পারবে না, বাইরের শ্রমিক ভেতরে যেতে পারবে না।’

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু