Tag: এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ

  • কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল ও উইন্টার ফেস্টিভ্যাল উদযাপিত

    কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল ও উইন্টার ফেস্টিভ্যাল উদযাপিত

    কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল-এর দ্বিতীয় আসরের শিরোপা জয় করেছে “নাইন্টি’স মাস্টারমাইন্ড”। দিনের শেষ ভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উইন্টার ফেস্টিভ্যাল উদযাপন করা হয়।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গ্রীন ভিল আউটডোর’স মাঠে দিনব্যাপি এ আয়োজন অনুষ্ঠিত হয়

    ফুটসাল কার্নিভ্যালে দশটি দল নিয়ে রাউন্ড রবিন লীগ ফরম্যাটে আয়োজনটি সম্পন্ন হয়। ফাইনালে “নাইন্টি’স মাস্টারমাইন্ড” দল “টিম মাইটি সিক্সারস”-কে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করেন।

    আয়োজনের সেরা খেলায়াড়ের পুরস্কার পান “টিম মাইটি সিক্সারস”-এর ইফতেখার রাসেল এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পায় “নাইন্টি’স মাস্টারমাইন্ড”-এর সানোয়ার হোসেন বাবু।

    আয়োজনে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৪০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দল ২৫ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি গ্রহণ করেন।

    এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    ফুটসাল কার্নিভ্যালের টাইটেল স্পন্সর ছিলেন “রংপুর স্টিল” এবং কো-স্পন্সর ছিল “রোভার ট্রাভেলস”।

    ফুটসাল কার্নিভ্যালে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মনোমগ্ধু কর পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত সকলে নব্বই-এর দশকে ফিরে যায়।

    বিভিন্ন স্টলে শীতের পিঠা ও বাহারি খাবার পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে এসএসসি ২০০০ ব্যাচের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী ও স্বজন’রা উপস্থিত ছিল।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবকু গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের
    এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্ল্যাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করা। দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ফুটবল খেলার মাধ্যমে নিজেদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্য যে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ই নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৫০ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলছে। এই অনলাইন গ্রুপের মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ
    জুড়ে পরিছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটিকে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • এসএসসি ২০০০ ব্যাচ’র রিকলিং চট্টগ্রাম-২৩ সম্পন্ন

    এসএসসি ২০০০ ব্যাচ’র রিকলিং চট্টগ্রাম-২৩ সম্পন্ন

    আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে ‘রি কলিং চট্টগ্রাম ২০২৩’ শিরোনামে এসএসসি-২০০০ ব্যাচের মিলনমেলা সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নগরের দ্য কিং অফ চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো স্মারক-সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতি ভোজ মেজবান, সংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলথ ক্যাম্প।

    দিনব্যাপী মিলনমেলায় সংগঠনের প্রায় দেড় হাজার সদস্য স্মৃতি রোমন্থন, খোশপল্প, আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে তানসির তৈমুর মোরশেদ স্বাগত বক্তব্য রাখেন। পরে র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • চাটখিলে এসএসসি ২০০০ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত

    চাটখিলে এসএসসি ২০০০ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত

    নোয়াখালীর চাটখিলে উৎসবমুখর পরিবেশে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেয় এই মিলন মেলায়।

    উপজেলার হালিমা দিঘির পাড় সংলগ্ন হার্টল্যান্ড কমিউনিটি সেন্টারে শনিবার (২৪ ডিসেম্বর ) এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মুখর ছিল কমিউনিটি সেন্টার এরিয়া এতে অংশগ্রহণ করেন, শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশাজীবী উক্ত ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

    আলোচনা সভায় জানে আলম সবুজের সভাপতিত্বে ও
    রাফিক শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভিসি আনোয়ারুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুহাম্মদ সোহেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর ও সাধারণ সম্পাদক কামরুল কানন।

    এছাড়াও বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মাহমুদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

    শেষে স্টার অ্যাওয়ার্ড, সাধারণ অ্যাওয়ার্ড, রেফেল ড্র, খেলাধুলার অ্যাওয়ার্ড সহ সংগীতশিল্পী হিসেবে মঞ্চ মাতিয়েছেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৪ শিল্পী তারেক।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম, এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে আবেগাপ্লুত এবং ভীষণ আনন্দিত, এজন্য আমাদের ব্যাচের আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই।

     

  • ডিএমপিকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল ফেসবুক গ্রুপ লিজেন্ড

    ডিএমপিকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল ফেসবুক গ্রুপ লিজেন্ড

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শুধু মাত্র যোগাযোগই বাড়ায় না এর মাধ্যমে গড়ে তোলা যেতে পারে একটি সুন্দর মননশীল প্ল্যাটফর্ম। তাই প্রমাণ করলো বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ”।

    বুধবার (৮ এপ্রিল) করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার জন্য ৩০০ পিস ইমপোর্টেড এন৯৫ মাস্ক ও ৩০০ পেয়ার হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।

    ডিএমপি কমিশনার এর বিশেষ সহকারী এসপি রবিউল ইসলাম এগুলো গ্রহণ করেন।

    এই হস্তান্তর কার্যক্রম টি অনুষ্ঠিত হয় ডিএমপির প্রধান কার্যালয়ে।

    এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ বাংলাদেশ গ্রুপ এর পক্ষ থেকে আরফাদুর রহমান বান্টি এই সরঞ্জাম গুলো তুলে দেন এসপি রবিউল ইসলামকে সাথে ছিলেন রাজীব মোতালেব।

    ইতিপূর্বে করোনা মোকাবিলায় দেশের ৫ টি অঞ্চল যথা খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১০০০ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রুপটি।

    একটি পরিবার নিম্নে ২০ দিন চলার মতো চাল,ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

    লিজেন্ড গ্রুপের এডমিন শাহ্ মোয়াজ্জেম মিলন বলেন, করোনা মোকাবিলায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া ইতিপূর্ববে আমাদের লিজেন্ড গ্রুপের ডাক্তার বন্ধুদের উন্নতমানের পিপিই সেট হস্তান্তর করা হয়েছে।