Tag: এসএসসি ২০০০ ব্যাচ

  • বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সাথে পার্কভিউ হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

    বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সাথে পার্কভিউ হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

    বিশ্বমানের স্বাস্থ্য সেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটালের সাথে বন্ধুই শক্তি ক্লাব এসএসসি ২০০০ ব্যাচ এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর শনিবার পার্কভিউ হসপিটাল কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

    চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বন্ধুই শক্তি ক্লাব এসএসসি ২০০০ ব্যাচ এর পক্ষে উপস্থিত ছিলেন- গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন এ এম মুন্না চৌধুরী, প্রধান উপদেষ্টা লিয়াকত আলী, সাদেক এহতেশাম চৌধুরী, তরিকুল কালাম তুহিন, মঞ্জুর মোরশেদ রনী, ডা: আইয়ূব বিন সাগর, ডা: আরাফাত আজিম, ডা: হাবিব, ডা: জিলানি, ডা: ইফতেখার চৌধুরী, নিশান শাহ নোমান, শেখ মো: রাশেদুল আলম, রুবেল চৌধুরী, আবু জাফর, নিজাম উদ্দিন সুমনসহ গ্রুপের শতাধিক বন্ধু।

    পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যবস্থপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আ.ই ম.ন জাহাঙ্গীর সেলিম, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের ল্যাব মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স)
    ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী,  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যনেজার তালুকদার জিয়াউর রহমান শরিফ, অ্যাডমিনিস্ট্রেশন বিডি ম্যানেজার জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

    এই চুক্তির ফলে চট্টগ্রাম বিভাগের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধুদের পরিবারবর্গ পার্কভিউ হসপিটালের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।

  • এসএসসি ২০০০ চট্টগ্রাম ডিভিশন’র মিলনমেলা সম্পন্ন

    এসএসসি ২০০০ চট্টগ্রাম ডিভিশন’র মিলনমেলা সম্পন্ন

    “এসো মিলি উচ্ছ্বাসে প্রাণের আবেগে হৃদয়ে হৃদয় দিয়ে ভালোবাসার বন্ধনে।” বন্ধু শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপর ও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।

    হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারী স্কুল, দুষ্টমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও।

    প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান টা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে গড়ে ওঠে ০০/০২ ব্যাচের বন্ধু-বান্ধবদের নিয়ে SSC 2000 & HSC 2002 Chattogram Division যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা প্রায় চার হাজার।

    দূর দুরন্ত থেকে ছূটে আসা সহস্রাধিক বন্ধু-বান্ধবদের নিয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সুন্দর মনোরম পরিবেশ অফিসার্স ক্লাব চট্টগ্রামে ২০০০(এস.এস.সি.) এর দুই যুগ পূর্তি উৎযাপন উপলক্ষে গ্রুপের একটি গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

    টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয় সকাল ৯টা থেকে। যার বিবেচ্য বিষয় হিসেবে ছিল খিচুড়ি, শুভেচ্ছা বক্তব্য, ফটোসেশন, সম্মাননা, দুপুরের খাবার চুই ঝালের মেজবান, ডিজে, সাংস্কৃতিক পরিবেশনা, বিকালের নাস্তা, র‍্যাফেল ড্র এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প। ভবিষ্যৎ এ ভালো কোনো পরিকল্পনা,কাউকে স্বপ্ন দেখানো বা নিজে স্বপ্ন দেখা আর অজস্র স্মৃতিচারন, সব মিলিয়ে আজ আকাশে বাতাসে প্রানের সঞ্চালন যেন চট্টগ্রামে।

    মহামিলনের এই সন্ধিক্ষণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় সন্ধ্যা সাড়ে সাত টায়। গ্রুপটির মূল মন্ত্র “দেশব্যাপী ছড়ানো ছিটানো ব্যাচমেট করব সংঘবদ্ধ ব্যাচের জাগরণ সৃষ্টিতে হব মোরা ঐক্যবদ্ধ”।

    এসএসএস ২০০০ ও এইচএসসি ২০০০২ চট্টগ্রাম ডিভিশন ফেসবুক গ্রুপ পরিচালনা কমিটি এবং অনুষ্ঠান আয়োজক কমিটি উক্ত মিলনমেলায় আগত সকল বন্ধুদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেছে এবং অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল বন্ধুদের অনুরোধ করেছেন।

  • এসএসসি ২০০০ ব্যাচ চট্টগ্রাম ডিভিশনের বর্ষপূর্তি ১৬ ফেব্রুয়ারি

    এসএসসি ২০০০ ব্যাচ চট্টগ্রাম ডিভিশনের বর্ষপূর্তি ১৬ ফেব্রুয়ারি

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ ভিত্তিক ফেসবুক চট্টগ্রাম ডিভিশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন হবে ২০২৪ সনের ১৬ ফেব্রুয়ারি। সে উপলক্ষে অনুষ্ঠানের টিকিট উন্মোচন করেছেন ব্যাচ’র সদস্যবৃন্দ।

    শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তির মহেন্দক্ষণে ঐতিহাসিক সিআরবি শিরীষতলায় বন্ধুদের সমন্বয়ে টিকিট উন্মোচন করা হয়।

    বাংলার ৩০ লাখের বেশি শহিদ আর লাখো মায়ের সম্ভ্রমের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস, বিজয়ের আনন্দ। বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্বাধীনতা সংগ্রামে জড়িত সকল বীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করা হয়।

    চট্টগ্রাম অফিসার্স ক্লাবে আগামী বছর ফেব্রুয়ারির ১৬ তারিখ দিনব্যাপি পরিচালিত হবে গ্রুপের বর্ষপূর্তি আয়োজন। এবারের মূল আকর্ষণ থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানরর সাথে খুলনার বিখ্যাত চুইঝালের সংমিশ্রণ।

    গ্রুপের পক্ষ থেকে দলমত নির্বিশেষে ২০০০ ব্যাচ’র বন্ধুরদের উপস্থিতি কামনা করা হয়েছে। সবাই মিল সুন্দর একটি স্মৃতিমধুর দিন কাটানোই হবে মূল লক্ষ্য। 

    এ সময় চট্টগ্রাম ডিভিশন গ্রুপ এসএসসি ২০০০ ব্যাচ’র এডমিন, মডারেটর, পরিচালকসহ দেশের বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক বন্ধু উপস্থিত ছিল।