সীতাকুণ্ড প্রতিনিধি: মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের ৩য় বর্ষপূর্তি উদযাপন।
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য জাহানাবাদ ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রণি, খাদেমপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, সালেহ আহমদ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক মোঃ বেলাল, সালাউদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইমন। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ সাকিল,মোঃ ফয়সাল, মোঃ সাজ্জাদ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।