Tag: এস এম আল মামুন

  • চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে জয়ী এস এম আল মামুন

    চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে জয়ী এস এম আল মামুন

    সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) আসনে ১ লাখ ৪৩ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন।

    ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

    এ আসনে মোট ৭ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী দিদারুল কবির দিদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪৫ ভোট।

    চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

  • ভাটিয়ারীতে এস এম আল মামুনের নেতৃত্ব হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশ

    ভাটিয়ারীতে এস এম আল মামুনের নেতৃত্ব হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি: বিএনপি জামায়াতের লাগাতার হরতাল অবরোধের প্রতিবাদে চট্টগ্রামের ভাটিয়ারীতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার দুপুরে উপজেলার ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত। এর আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    ইউনিয়ন আ.লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এস এম আল মামুন।

    ইউনিয়ন আ.লীগের সদস্য সচিব সাব্বির আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উত্তর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সালাউদ্দিন আজিজ, মোঃ সাদাকাত উল্লাহ মিয়াজি, মোঃ মোরশেদ চৌধুরী, মনির আহমেদ, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা কৃষকলীগ সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক আবদুস সালাম, আ.লীগ নেতা গোলাম মহিউদ্দিন, মোঃ ওসমান চৌধুরীসহ উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃআবুল কালাম, মোঃ শাহরিয়ার আহমেদ চৌধুরী, মোঃ জানে আলম, মোঃ সেকান্দর মির্জা কানু, মোঃ আলমগীর, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম রনি, মোঃ মাসুম মোম্বার, মোঃ মাঈনুদ্দিন মোম্বার, মোঃ ইব্রাহিম, হাজী মোঃ লোকমান, মোঃ আবুল কালাম আবু, মোঃ আবুল কাশেম, মোঃ পারভেজ, মোঃ আশরাফ, মোঃ আবদুর রহমান মিন্টু, মোঃ ইফতেখার, মোঃ সাজ্জাদ চৌধুরী, মোঃ হারেছ, মোঃ আলী আক্কাস, মোঃ মিজানুর রহমান তুহিন, মোঃ শহীদ উল্লাহ সোহেল, মোঃ আরাফাত রুবেল, মোঃ সাইফুল আলম, মোঃ মাসুদ পারভেজ, মোঃ মাসুদ রানা, মোঃ ইয়াকুব বাবলু, মোঃ শওকত আকবর লিটন, মোঃ ইউসুফ খান, মোঃ বাবলু মোঃ রয়হান, মোঃ শিমুল, মোঃ মুন্না, মোঃ লিটন, মোঃ নাজিম, মোঃ আলম, মোঃ পারভেজ, মোঃ মুসলিম, মোঃ আসলাম,মোঃ আবু বয়ান, মোঃ নুরুল হক, মোঃ তসলিম (মেম্বার) মোঃ তসলিম (ক) মোঃ আনোয়ার পারভেজ, মোঃ ইমন, মোঃ সোহেল আরমান, দুর্জয় চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন সোহল, মোঃ শহিদুল ইসলাম শুভ, মোঃ শহিদুর জামান সাব্বির, মোঃ সাকিব, মোঃ সাকিল, মোঃ সাজ্জাদ, মোঃ নেজাম উদ্দিন রাকিব, মোঃ রাকিব, মোঃ মহসিন, মোঃ হিরে, মোঃ এমরন প্রমুখ।

  • উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ চেয়ে এস এম আল মামুনের চিঠি

    উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ চেয়ে এস এম আল মামুনের চিঠি

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নিন্মিত্তে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

    রোববার (৩০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকালে এস এম আল মামুন উপজেলা পরিষদ কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন করোনায় আক্রান্ত

    সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন করোনায় আক্রান্ত

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন করোনায় আক্রান্ত হয়েছেন।

    রবিবার (১৪ জুন) রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    বর্তমানে তিনি চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করে তার ছোট ভাই এস.এম আল নোমান বলেন, বড় ভাই চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আল্লাহর রহমতে তার শরীর সুস্থ আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

    সীতাকুণ্ডে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে “জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক” ২ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

    বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন।

    মেলায় উপজেলার মোট ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রকল্প উপস্থাপন করেন।

    উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ।

    উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।