বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যু হতো না। আগাম প্রস্তুতি না নিয়ে সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিনতিতে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোন পরিবর্তন হয়নি। সরকার পূর্বের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। বিএনপির পক্ষ থেকে সরকারকে বার বার বলা ঐক্যবদ্ধভাবে গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।কিন্তু সরকার সেদিকে কোন ভ্রুক্ষেপ করছেনা। তারা ব্যস্ত আছে গরিব মানুষের ত্রাণ আত্বসাতে।
তিনি আজ সোমবার (১৮ মে) বিকালে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড় বিএনপির উদ্যোগে চৌধুরী হাটে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। আজকে সরকার যদি উন্নয়নের বুলি না আওড়িয়ে ভালো ভালো হাসপাতাল তৈরি করতেন, ভেন্টিলেটরের ব্যবস্থা করতেন তাহলে এত মানুষ মারা যেত না। ভালো হাসপাতাল তৈরি করে করোনা মোকাবেলায় কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এটাই হচ্ছে দুর্ভাগ্য।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া,
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী জাফর আলম, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম রাশেদ, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সরওয়ার জাহান পুতুল, বিএনপি নেতা আব্দুর রহিম কোম্পানী, সেলিম উদ্দিন তালুকদার, সাবের আহমেদ, মোহাম্মদ সেলিম, নুরুল হক পুতু, মিনু আরা বেগম, মালা বেগম, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ ইলিয়াস, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান খাঁন, চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী এরশাদ উদ্দিন, সদস্য সচিব রায়হান উদ্দিন, যুবদল নেতা মোঃ আবুল হাসেম, মোহাম্মদ নুরুদ্দিন, ফোরকান হোসেন সুমন, নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ শামীম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি টিকলু তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, আবদুল মান্নান, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কে.এম মিনহাজ মাসুম বাবু, সহ সভাপতি গাজী মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আলম, যুগ্ম সম্পাদক কাউসার সাদমান, নুরুল হুদা হৃদয়, ইয়ামান মজুমদার, মোহাম্মদ জিসান, মোহাম্মদ রিজভী, মোহাম্মদ কায়েস প্রমূখ।
২৪ ঘণ্টা/এম আর