২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বহুতল ভবন এস এ টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ছয় তলা ভবনের নিচ তলার বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌণে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকানের মালামাল পুড়ে গিয়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।