হাটহাজারী প্রতিনিধি: বিগত কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামের সিএসসিআর হসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মো: ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহম্মদ শফী।
তবে হুজুরের বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল হওয়ায় উন্নত চিকিৎসা এবং শারীরিক অবস্থা চেক আপের জন্য ঢাকার আজগর আলী মেডিকেলে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম হতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল) ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফী মাথা ব্যাথা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা নিয়ে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এর আগেও কয়েক দফা অসুস্থ্য হয়ে তিনি ঐ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ।