Tag: এ বি এম ফজলে করিম চৌধুরী

  • রাউজানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ফজলে করিম চৌধুরী

    রাউজানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ফজলে করিম চৌধুরী

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগ  প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছে ৩ হাজার ১১৯ ভোট।

    এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শফিক উল আলম চৌধুরী নাঙল প্রতীক নিয়ে ২ হাজার ৬৫৪ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ইয়াহিয়া জিয়া চৌধুরী সোনালি আঁশ প্রতীকে ১ হাজার ১৪৯ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী স ম জাফর উল্ল্যাহ চেয়ার প্রতীকে ১ হাজার ৯৩৭ ভোট পেয়েছে।

    ফলাফল ঘোষনার পর রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটা চত্বরে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাউজান আসনে নৌকার মাঝি ফজলে করিম চৌধুরীকে।

    এ সময় তিনি রাউজানের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অতীতের ন্যায় কাজ করে রাউজানের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো সমুজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

    নির্বাচনে চট্টগ্রামের রাউজানের প্রতিটি এলাকায় উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকায় রাউজানের গহিরা কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাকে। অন্যান্য প্রার্থীগণ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেন। নির্বাচনে কনকনে শীত উপেক্ষা করে ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময়ের পূর্বে প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষের ভীড় চোখে পড়ে।

    নির্বাচনে রাউজানের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯৫টি ভোটকেন্দ্রে ছিল নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীরাও হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন। ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা।
    স্থানীয় ভোটাররা ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৯২০জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ২১৮জন। মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৭০২ জন।

  • নির্বাচনী প্রচারনায় সরগরম রাউজান

    নির্বাচনী প্রচারনায় সরগরম রাউজান

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পথসভা কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের আগামী ৭ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।

    এ সময় তিনি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

    এ সময় রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

    নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও প্রচার-প্রচারনায় আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিক নিয়ে প্রচারনা চালাচ্ছেন। বাকী তিন প্রার্থীর প্রচারনা এখনো চোখে পড়েনি।

    গত বুধবার সকালে নির্বাচনী প্রচারনায় রাউজান আসলে উপজেলার প্রবেশদ্বার সর্তাব্রীজ এলাকায় নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা সদৃশ্য ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা। এরপর গহিরাস্থ পিতা-মাতার কবর জিয়ারত শেষে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পথসভায় অংশ নেন। বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার উপজেলার বিনাজুরী ও গহিরা ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় অংশ নেন নৌকা প্রতীকের প্রার্থী ফজলে করিম চৌধুরী।

    বিনাজুরী ইউনিয়নের তিনটি পথসভায় অংশ নেন তিনি। দুপুরে বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে পথসভায় বক্তব্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা উপহার দেওয়ার আহবান জানান।

    এ সময় স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। প্রচারনার সময় বিনাজুরী কাগতিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, নবগ্রহ মন্দির পরিদর্শন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী।

  • হালদায় ৩’শ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ফজলে করিম চৌধুরী

    হালদায় ৩’শ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ফজলে করিম চৌধুরী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ৩ শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

    শনিবার (১৮ মার্চ) সকালে নদীর সর্তারঘাট এলাকায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পোনা অবমুক্ত করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

    এ সময় তিনি বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ।হালদা নদীর ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও সি.উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকরের সঞ্চালনায় পোনা অবমুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন,পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর আলমগীর আলী, সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ মামুন, আওয়ামী লীগ নেতা সাধন কুমার পালিত, কামাল উদ্দিন, ক্রীড়া সংগঠক সুমন দে, কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন, তছলিম উদ্দিন প্রমুখ।

    অবমুক্ত করা ৩শ কেজি কার্পজাতীয় মাছগুলো মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে হালদা পাড়ের রাউজান মোবারেকখীল হ্যাচারি কমপ্লেক্সে হালদা নদীর ডিম থেকে উৎপাদিত।

  • চমেক হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পাশে ফজলে করিম এমপি

    চমেক হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পাশে ফজলে করিম এমপি

    রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের পাশে দাঁড়িয়েছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম এমপি।

    বৃহস্পতিবার (৯ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অগ্নিদগ্ধ রোগীদের জন্য তিনি প্রয়োজনীয় ওষুধ, খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, শাহাজাহান ইকবাল, শ্যামল পালিত, প্রিয়তোষ চৌধুরী, আবদুল জব্বার সোহেল, সুমন দে, ম্যালকম চক্রবর্তী, আহসান হাবীব চৌধুরী হাসান, শফিউল আলম, মোঃ সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মইনুদ্দিন জামাল চিশতী, শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য প্রমুখ।

  • ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এম.পি) কে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গেলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি।

    এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন পারভেজ।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংসদ ফজলে করিম চৌধুরী সামরিক হাসপাতালে গিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁঁর সুস্থতা কামনা করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

    রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

    ১৭ আগস্ট (সোমবার) সাংসদ ফজলে করিমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ ও রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ সাংসদ ফজলে করিম চৌধুরীর করোনা পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।

    জমির উদ্দিন পারভেজ এ প্রতিনিধিকে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে ছড়িয়ে পড়ার পর জীবনের ঝুঁকি নিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরী বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে দিন-রাত জনগণের পাশে থেকেছেন। রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সাংসদের বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী আলোচিত হয়। সর্বশেষ ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত কোরআনখানি, দোয়া, মিলাদ, আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

    মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের ভালোবাসা ও দোয়ায় সাংসদ ফজলে করিম চৌধুরী করোনাকে জয় করে আবারো মানবিক কাজে সম্পৃক্ত হবেন।

    সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার বাদে এশা রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উল্লেখ্য রাউজানে সাংসদের নেতৃত্বে করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরীসহ বেশ কয়েকজন চেয়ারম্যান করোনায় আক্রান্ত হন। বর্তমানে আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে আবারো মানবিক কাজে সামিল হয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ গৃহীত হয়েছে।

    ১০ মে বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদে শোক প্রস্তাব

    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাসদের হাসানুল হক ইনু ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

    শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসাপাতালে ইন্তেকাল করেন এবিএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

    তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর ২য় পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।

    সংসদে বড় ভাইয়ের শোক প্রস্তাব আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/রাজীব প্রিন্স

  • রাউজানে ৬১৭টি মসজিদে প্রধানমন্ত্রী প্রদত্ত ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করলেন ফজলে করিম এমপি

    রাউজানে ৬১৭টি মসজিদে প্রধানমন্ত্রী প্রদত্ত ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করলেন ফজলে করিম এমপি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজান উপজেলার ৬শ ১৭টি মসজিদে প্রধানমন্ত্রী প্রদত্ত ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

    রবিবার (৭ জুন) সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে মসজিদ কমিটির সভাপতি ও খতিব, ইমামদের উপস্থিতিতে অনুদান তাদের হাতে তুলে দেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় রাজনৈতিক নেতৃবৃন্দ,ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের ৬শ ১৭টি মসজিদে সর্বমোট ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

    রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
    গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় রাউজান উপজেলার উচাইটিলা ও কুকুচান টিলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান শনিবার (১৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকসন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

    উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা তৌহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

    এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। সমাজে ওরা নিজ মেধা ও যোগ্যতায় দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজানের ইমাম-মোয়াজ্জিন,পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্যসামগ্রী উপহার দিলেন সাংসদ ফজলে করিম

    রাউজানের ইমাম-মোয়াজ্জিন,পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্যসামগ্রী উপহার দিলেন সাংসদ ফজলে করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
    দক্ষিণ রাউজানের নোয়াপাড়া শেখ কামাল কমপ্লেক্স প্রাঙ্গনে ইমাম মোয়াজ্জিন, মন্দিরের পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্য সামগ্রী উপহার দেয়ার অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন দেশের করোনা সংকট উত্তোরণে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদ্দেশনার আলোকে সকলকে ঘরের মধ্যে থাকতে হবে। শাররীক দুরুত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। মানুষকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভুমিকা রয়েছে।

    বুধবার সকালে তিনি সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় উপহার সামগ্রী দেয়ার এই অনুষ্ঠানে তিনি আরো বলেন এই দুর্যোগে রাউজানের কোনো মানুষ অনাহারে থাকবে না। এই পর্যন্ত এখানে ৬০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ফারাজ করিমের সংগঠন সেন্টাল বয়েজ অব রাউজান থেকে দেয়া হচ্ছে দুই কোটি টাকার সমমূল্যে ত্রাণ সামগ্রী দিচ্ছে। এই সংগঠন থেকে প্রতিদিন পাঠানো হচ্ছে মহানগরের বিভিন্ন চিকিৎসা সেবাদান কেন্দ্রের সেবাদানকারীদের জন্য রাতের চেহেরী। নিম্মবিত্ত পরিবারের পাশাপাশি রাউজানে মধ্যবিত্তরা যতেষ্ট পরিমান খাদ্য সামগ্রী পাচ্ছে। তিনি আশ্বস্থ করে বলেন রাউজানের কোনো মানুষ অনাহারে থাকতে হবে না।

    খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, এসি ল্যাণ্ড আবদুল্লাহ আলম মাহমুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভপাতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, চেয়ারম্যান দিদারুল আলম, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান লায়ন সাহবুদ্দিন আরিফ, চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা শাহজাহান ইকবাল, এডভোকেট দিপক কান্তি দত্ত, আহসান হাবীব চৌধুরী, সুমন দে, বাবুল মিয়া মেম্বার, মফজল হোসেন, জাহাঙ্গীর আলম,আহমদ সৈয়দ, মহিউদ্দিন ইমন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/রানা

  • ফজলে করিমের বাসায় নবনির্বাচিত সিইউজে নেতৃবৃন্দ

    ফজলে করিমের বাসায় নবনির্বাচিত সিইউজে নেতৃবৃন্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দরা রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সিইউজে নেতৃবৃন্দরা গতকাল ২৩ ফেব্রুয়ারি নগরীর পাথরঘাটাস্থ ফজলে করিমের বাসায় গেলে তিনি সাংবাদিক নেতৃবৃন্দদের অভিনন্দন জানান। 

    এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি জাতির সমৃদ্ধির পথে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সাংবাদিকরাই পারে একটি জাতিকে সঠিক পথে পথ দেখাতে। তিনি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

    সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম ও নির্বাহী সদস্য মহরম হোসাইন।

  • সিটি মেয়র নাছিরের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ ফজলে করিম

    সিটি মেয়র নাছিরের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ ফজলে করিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরের উদ্দিনের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ।

    রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম হাসপাতালে মেয়রের অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

    সাংসদ ফজলে করিম চৌধুরীর সাথে ছিলেন আন্দকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, রাউজান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নঈম খাঁন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্তী।