Tag: এ বি এম ফজলে করিম চৌধুরী

  • রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে-ফজলে করিম

    রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে-ফজলে করিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের প্রতিভা দেখে আমি অভিভূত। রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে আজ শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

    তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে আমি প্রতিটি স্কুল, কলেজের মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলেছি। আমি মনে করি শিক্ষার্থীরা যথাযথ সুযোগ-সুবিধা পেলে আরো বড় পরিসরে গিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি রাউজানের সুনাম বৃদ্ধি করবে।

    তিনি আজ ২৫ জানুয়ারি শনিবার বিকেলে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ বি এম ফজলে করিম চৌধুরী

    কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উৎপল কুমার চৌধুরী, আহমেদ হোসাইন ও সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এসিও এ এম হোসাইন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এসএম মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আবুল বশর বি কম, মাসদু হোসেন, এস এম মাহাবুব আলম কোম্পানী, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আহমদ।

    অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, এডভোকেট দিপক কান্তি দত্ত, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মফজল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক দিদারুল আলম, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম সোলেমান বাদশা, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান।

    উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মুহাম্মদ ইসমাইল, আয়েশা পারভিন, আহমদ হোসেন, অনুপ কুমার নাথ, পম্পি বিশ্বাস, মুহাম্মদ নুরুল ইসলাম, লালন কান্তি দাশ, কামরুন্নেছা হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আরিফ ইসলাম, সহ সম্পাদক রুবেল বৈদ্য।

    শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ করেন।

  • চুয়েট অত্যন্ত সুন্দর ক্যাম্পাস, সাজানো-গোছানো-পরিকল্পনা মন্ত্রী

    চুয়েট অত্যন্ত সুন্দর ক্যাম্পাস, সাজানো-গোছানো-পরিকল্পনা মন্ত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প পরিবার এ.কে. খান ফাউন্ডেশনের অর্থায়নে এবং চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় নবনির্মিত আবাসিক ছাত্রী হল ‘শামসেন নাহার খান হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান।

    ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে হল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম.এ. মান্নান,বলেছেন, “জাতির ইতিহাসে প্রথমবারের মত আমরা আমাদের কর্তৃত্ব আমাদের হাতে পেয়েছি। দেশটাকে আমাদের মত করেই গড়ে তোলার সুযোগ পেয়েছি। অবকাঠামোগত উন্নয়ন আমরা যদি এখন না করি তবে পরবর্তী প্রজন্ম ঠিকই করবে। কিন্তু দাস জাতি কোন মহৎ কাজ করতে পারবে না। আমাদের এখন উন্নত জাতি তৈরি করতে হবে।

    মন্ত্রী বলেন, গত ১৫ বছরে দেশের মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রেই আমাদের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে তৈরি করার মিশনে নেমেছেন।

    তিনি আরো বলেন আমাদের শিক্ষার্থীরা দেশের অগ্রগামী সৈনিক। তাদের হাতেই আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এক্ষেত্রে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

    তিনি বলেন, “চুয়েট অত্যন্ত সুন্দর ক্যাম্পাস। দারুণ সাজানো-গোছানো। শিক্ষার চমৎকার পরিবেশ। একে খান পারিবার যেভাবে আধুনিক স্থাপত্যশৈলীর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভবন তৈরি করে দিচ্ছে সেটা অভূতপূর্ব। তাদের এসব উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”

    চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে শামসেন নাহার খান হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী।

    বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের মধ্যে চট্টগ্রাম শহর থেকে রেললাইন চুয়েট হয়ে কাপ্তাই চলে যাবে। এছাড়া চুয়েট ক্যাম্পাসকে ঘিরে সিলিকন ভ্যালির আদলে একটা আইটি ভিলেজ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। পরে চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

    এছাড়াও চুয়েটের বর্ণাঢ্য এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, এমপি, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. জহিরুল আলম দোভাষ এবং এ.কে. ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাসেম খান।

    এতে স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

    নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ.কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. জিয়াউদ্দিন খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী।

    অনুষ্ঠানের শুরুতেই এ.কে. খান ও শামসেন নাহার খানের জীবনী তুলে ধরেন শামসেন নাহার খান হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুল জান্নাত ও ফাহমিদা হামিদ।চুয়েট

    উল্লেখ্য, প্রায় ১৮ কোটি ব্যয়ে এক লক্ষ বর্গফুট আয়তনের ৬ তলা বিশিষ্ট (বেইসমেন্টসহ) চারদিকে সবুজ ঘাসে ঘেরা হলটি যেন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। সর্বাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর প্রয়োগে নির্মিত হলটিতে প্রায় ৫০০ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে।

    অত্যাধুনিক ও পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী ও প্রযুক্তিতে নির্মিত এই আবাসিক ছাত্রী হলটির নকশা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি বিপ্লব কান্তি বিশ্বাস এবং স্থপতি সজীব পাল।

  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিআরবি গোল চত্বরে স্থাপন হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিআরবি গোল চত্বরে স্থাপন হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিনোদনের অন্যতম স্পট সিআরবি গোল চত্বর মোড়ে আকর্ষনীয় ডিজাইনের একটি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।

    সোমবার ১৩ জানয়ারি দুপুরে ম্যুরাল স্থাপনের জন্য জায়গা পরিদর্শণে গিয়ে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এ ঘোষণা দেন। বলেন, আকর্ষনীয় ম্যুরাল স্থাপনে যাবতীয় অর্থায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

    তিনি বলেন, নগরীর অন্যতম নৈস্বর্গিক সৌন্দর্য্যরে এ সিআরবিকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে চাই। সিআরবিকে সিঙ্গাপুরের মতো একটি সুন্দর পর্যটন এলাকায রূপান্তর করতে চাই।

    তাছাড়া এ সিআরবিতে আগত তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রয়াসেও থাকবে বিভিন্ন স্থাপনা। মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চট্টগ্রাম বাসীকে স্মরণ করিয়ে দিতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আকর্ষনীয় একটি বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হবে সিআরবির গোল চত্বরে।

    ম্যুরাল স্থাপনের জায়গা পরিদর্শণকালে এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে ছিলেন, রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী সবুক্তগীন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

    ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স : আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গেছেন নবনির্বাচিত সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

    রবিবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হন দায়িত্বপ্রাপ্ত এ দুই নেতা।

    এসময় উত্তর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং আগামী তিন বছরের ভবিষ্যত বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ফজলে করিমের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সালাম ও আতাউর। রাজনৈতিক সকল কর্মকাণ্ড ছাড়াও উত্তর জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে দলের পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

    সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামসহ সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

    এর আগের দিন শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। ২২৩ ভোট পেয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ পদে একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট।

    অন্যদিকে কাউন্সিলরদের ১৯৬ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

    গত ৯ মাস আগে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা গেলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    ভারপ্রাপ্ত সভাপতি হলেও ৯ মাসের দায়িত্ব পেয়ে তিনি দলীয় কার্যালয় সংস্কার ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে চার উপজেলায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বও উপহার দেন।

  • রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ১৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।

    স্থানীয় কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ ভট্টচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী,নাসিরুল হক চৌধুরী ,কাজী সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন জয়নাল, সাইফুল হক চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, ম্যালকম চক্রবতী, সেলিম উদ্দিন, পঙ্কজ ভট্টচার্য্য, ইউপি সদস্য মুরাদুল হক চৌধুরী, নাছির উদ্দিন , আলী আকবর, মোহাম্মদ রাশেদ, ইলিয়াছ মিয়া, আবু তৈয়ব চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল করিম, রণিকা ভট্টচার্য্য, জেনু বড়ুয়া,রাশেদা বেগম, মোহাম্মদ লোকমান প্রমুখ।

  • শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

    শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শনিবার রাউজান আসছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:)।

    রাউজান উপজেলা গাউসিয়া কমিটি (উত্তর) শাখা আয়োজিত রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন।

    উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম,পি।

    কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন শাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মা.জি.আ.)।

    এদিন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) মাগরিব ও এশার নামাজে ইমামতি করবেন।

    একইদিন আসরের নামাজের পর রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পূর্ণ পর্দা সহকারে মহিলাদের বায়াত করাবেন।

    রাহমাতুলল্লিল আলামিন সুন্নী কনফারেন্স প্রস্তুতি কমিটির পক্ষে চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান বলেন, রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সের আনুষ্ঠানিকতা বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হবে।

    কনফারেন্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ওলেমায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। কনফারেন্স উপলক্ষে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি। আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) আগমনকে ঘিরে সুন্নি জনতার মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ।

    এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান উপজেলা উত্তর ও দক্ষিণসহ প্রতিটি ইউনিট কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাউজান উপজেলা সদরে বিরাজ করছে সাজ সাজ রব। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে তৈরী করা হচ্ছে বিশাল স্টেজ ও প্যান্ডেল।

    রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে লাখো সুন্নি জনতার উপস্থিতি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।

  • রাউজানে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রাউজানে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার দুপুরে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

    যুবলীগের মনোগ্রাম সম্বলিত টি শার্ট আর ব্যনার, প্লাকার্ড হাতে যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মুন্সিরঘাটা-জলিল নগর হয়ে আবার কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, শাহ্ আলম চৌধুরী, কামরুল হোসেন বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন।

    এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, তছলিম উদ্দিন, রোকন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিন, মুছা আলম খান চোধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।

    এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, সুমন দে, জাহাঙ্গীর আলম, মোঃ নাছির, প্রকাশ শীল, যুগ্ন সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, তাজউদ্দীন খান সোলেয়মান, সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, মুহাম্মদ মনছুর আলম, মোঃ সেলিম, রাশেদুল আলম, প্রচার ও প্রকশনা সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক তপন দে, অর্থ সম্পাদক আবু জাফর রাশেদ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোঃ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সহ সভাপতি মামুন, আরিফুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগ নেতা জাবেদ রহিম, ফোরকান উদ্দিন টিপু, আসাদ হোসেন, জসিম উদ্দিন মুন্না, আকতার হোসেন, সাজেদুল করিম সাজু, আবদুল্লা আল মাসুদ, দেলোয়ার হোসেন, সুজন মল্লিক, মোঃ মনিরুল ইসলাম,আরমান হোসেন, জাহেদুল আলম জাহেদ, নাজিম উদ্দীন, মোঃ শাহাজান, মোঃ সায়েদুর রহমান মনসুর, মোঃ নাহিদ হোসেন, আনোয়ার হোসেন, সোলেমান বাদশা, সেকান্দর হোসেন, বেলাল উদ্দিন, লোকমান হোসেন, সেকান্দর হোসেন, ওয়াহেদ বাবলু, মোঃ ইসমাল হোসেন সোহেল, মোঃ টিপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকাদর, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    আলোচনা শেষে মধ্যহ্ন ভোজ, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

  • ফজলে করিম এমপি’র জন্মদিন : দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

    ফজলে করিম এমপি’র জন্মদিন : দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে রাউজানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম, গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীসহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ, রাউজান উপজেলা যুবলীগ,ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

    সোশ্যাল সার্সেস ইউনিয়ন অব রাউজানের পক্ষ থেকে কদলপুর ইউনিয়নের কাদেরিয়া তৈয়বিয়া এতিমখানায় খতমে কোরআন এতিমদের মাঝে খাবার বিতর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, সদস্য সচিব তপন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ও রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপসস্থিত ছিলেন।

    উপজেলার হলদিয়া ইউনিয়নে অনলাইন এ্যাক্টিভিটিস গ্রুপ অব রাউজানের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন। তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাংসদের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

    ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

    চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

    আজ বুধবার সকালে নগরীর কোতোয়ালিস্থ পাথরঘাটা এলাকার সাংসদ ফজলে করিমের বাসভবনে বিশেষ সাক্ষাতে তারা মিলিত হন।

    সৌজন্য সাক্ষাতের শুরুতেই অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম।

    এবিএম ফজলে করিম বলেন, নিউজ পোর্টালটি খুব অল্প সময়ে যেভাবে পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা করি। বলেন, বেশ কিছুদিন ধরে ২৪ ঘন্টা ডট নিউজের পোর্টালটিতে চোখ রাখছি। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে ২৪ ঘন্টা ডট নিউজ দারুণ ভূমিকা পালন করছে।

    তিনি বলেন, শুরু থেকেই দেশের অন্যান্য সেরা অনলাইন নিউজ পোর্টালের মতোই ২৪ ঘন্টা ডট নিউজ বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, আগামীতে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

    আশা করি, জাতীয় গণমাধ্যম হিসেবে দেশের উন্নতিতে বড় ভূমিকা পালন করবে তারা। আরও বেশি ইতিবাচক খবর প্রকাশ করে সাধারণ পাঠকদের মন জয় করে নেবে।

    সবশেষে দেশের অসংখ্য পোর্টালের ভিড়ে পোর্টালটি টিকে থাকবে আশা প্রকাশ করে আবারো ২৪ ঘন্টা ডট নিউজ পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অনেক অনলাইন নিউজ পোর্টাল ভুয়া খবর প্রকাশ করে পাঠকদের বিভ্রান্ত করে। সেই সব খবর অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। ২৪ ঘন্টা ডট নিউজ পোর্টালটি যেন এমন কাজটা না করে সেটাই আশা করছি।

    পরিশেষে তিনি ২৪ ঘন্টা ডট নিউজের ওয়েভ সাইটটি নিজের স্মার্টফোনে পর্যবেক্ষণ করে পোর্টালের মান ধরে রাখার জন্য বেশ কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানটির সামনের দিনগুলো আরও সাফল্যমন্ডিত হোক সে কামনা করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক নুর মোহাম্মদ রানা বলেন, নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজ।