হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে ওএমএস এর ৬৭ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন আজ শুক্রবার রাতে উপজেলার বিশ্ববিদ্যালয় ২নং গেইট এবং হাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব পরিবেশের আওতাধীন ১০ টাকা কেজি দামের চাল জব্দ করে।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়াডের বিশ্ববিদ্যালয় ২ নং গেইটের আক্তার সওদাগর এর দোকানে অভিযান চালিয়ে বস্তায় খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৭ বস্তা ওএমএস এর চাল জব্দ করে।
পরে ঐ দোকানির বক্তব্য অনুসারে হাটহাজারী বাসস্ট্যান্ডের মেসার্স লোকমানিয়া স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল জব্দ করে। তবে খবর পেয়ে ডিলার ইউসুফ গা ডাকা দিয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, টানা আড়াই ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা ওএমএস এর চাল জব্দ করা হয় এবং উক্ত ডিলারের বিরুদ্ধে মামলা করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ