Tag: ওমান

  • বাংলাদেশিদের জন্য সব ভিসা স্থগিত করল ওমান

    বাংলাদেশিদের জন্য সব ভিসা স্থগিত করল ওমান

    হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া স্থগিত করলো ওমান সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা না দেওয়া এবং ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আরওপি।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত হয়েছে তা উল্লেখ্য করেনি পত্রিকাটি।

    রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, মঙ্গলবার থেকেই সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ কার্যকর হবে।

    আরওপি জানিয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

    ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে। এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।

  • ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা

    ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উজ্জ্বল দাশ (৩৭) নামের চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    রবিবার (৫ জুন) দেশটির আল সোহার নামক স্থানে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী উজ্জ্বল দাশ উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মাদল দাশের পুত্র।

    উজ্জ্বল দাশের স্ত্রী শিবু দাশ জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে স্বামীর সাথে মুঠোফোনে আলাপ হয়। কি কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছিনা।

    স্থানীয়রা জানান, বিগত ১১ বছর ধরে ওমানে প্রবাস জীবনে ছিলেন উজ্জল দাশ। দেশে ছুটি কাটিয়ে ৫ মাস পূর্বে ওমানে পাড়ি জমান।

    উজ্জল দাশের স্ত্রী জানান, উজ্জ্বল বেশকিছু রোগে ভোগছিলেন। চিকিৎসা করতে সেই দেশে আসার জন্য বার বার চেষ্টা করেন। কিন্তু তিনি প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের পরিচালক বিজন কর উজ্জ্বলকে ছুটি দেননি। ধারণা করা হচ্ছে ছুটি না দেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেন। বিজন করের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বলে জানা গেছে।

    প্রবাসী উজ্জ্বল দাশের পিতা মাদল দাশ জানান, ছেলের উপার্জনে পুরো সংসার চলতো। তার দুটি সন্তান রয়েছে। এখন তাদের নিয়ে ভিক্ষা করা ছাড়া আর কিছু নেই। নিহত প্রবাসী উজ্জ্বল দাশের ঘরে দুই সন্তান রয়েছে বড় ছেলে তন্ময় দাশ ও ছোট মেয়ে রাশি দাশ। বড় ছেলে বাবা উজ্জ্বলের মৃত্যু বিষয়টি বুঝতে পারলেও কিন্তু ছোট অবুঝ মেয়ে রাশি দাশ অহনা বুঝে উঠতে পারছেনা তার বাবা আর দুনিয়াতে নেই।

    জানা যায়, প্রবাসী উজ্জ্বল দীর্ঘ ১১ বছর ধরে ওমানে আছেন, পরিবারের সুখের আশায় কিছু করতে পারেনি। এখনো বাবার করা সেই বাঙা ঘরে সংসার করেছেন। প্রবাসে থেকে ৬টি বোনকে বিয়ে দিয়েছেন উজ্জ্বল। এখন একমাত্র সন্তানকে হারিয়ে নিঃস্ব পরিবারটি।

  • ওমান থেকে দেশে ফিরলেন ২৫৪ বাংলাদেশি

    ওমান থেকে দেশে ফিরলেন ২৫৪ বাংলাদেশি

    করোনাভাইরাসে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ওমানের মাস্কাটে আটকেপড়া ২৫৪ জনকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ২৫৪ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাস্কাটফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ

    ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ

    ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল-সাঈদ। তিনি আধুনিক ওমানের সৃষ্টা, আরব বিশ্বের দীর্ঘতম ও জনপ্রিয় শাসক প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই।

    শনিবার (১১ জানুয়ারি) তিনি দেশটির সুলতান হিসেবে শপথ নেবেন।

    আরব বিশ্বের দীর্ঘদিনের শাসক সুলতান কাবুস বিন সাঈদ শুক্রবার সন্ধ্যায় ক্যানসার ও বার্ধক্যজনিত কারণে মারা যান। এবার তার উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক আল-সাঈদ সুলতান হলেন। এর আগে তিনি ওমানের সুলতানিতে ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

    ১৯৭০ সালে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার পর প্রায় অর্ধ শতাব্দী ওমান শাসন করেন ৭৯ বছর বয়সী সুলতান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পাশাপাশি বলা হয়েছে টানা ৪০ দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।