Tag: ওরশ

  • ওরশ বন্ধ করতে বলায় দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর,আটক ২২

    ওরশ বন্ধ করতে বলায় দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর,আটক ২২

    বগুড়ায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভাষা সৈনিক মরহুম গাজিউল হকের বাড়িতে ওরশের আয়োজন করা হয়। নিষেধ করায় ভক্তরা দরজায় তালা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আটকে রেখে বেধড়ক মারধর করেছে। খবর পেয়ে পুলিশ ফোর্স সেখানে গেলে ভক্তরা লাঠিসোটা নিয়ে তাদের ওপরও চড়াও হন।

    বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় পুলিশ ওরশ অনুষ্ঠানের আয়োজক গাজিউল হকের ছেলে রাহুল গাজিসহ ২২-২৩ জনকে আটক করেছে।

    কয়েকজন ভক্ত, সাবেক কাউন্সিলর ও এলাকাবাসীরা রাহুল গাজিকে আটকের দাবি করলেও সদর থানার ওসি এসএম বদিউজ্জামান অস্বীকার করেছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, মরহুম ভাষা সৈনিক গাজিউল হকের বাবা পীর সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ভক্তরা বাড়িতে থাকামাজারের পাশে নাচ, গানসহ বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরশে বুধবার বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভক্ত আসেন।

    করোনাভাইরাসের কারণে যে কোনো জনসমাগম নিষেধথাকার পরও এ আয়োজন করায় পুলিশ দুদফা নিষেধ করে যায়।

    এরপরও ভক্তরা অবস্থান করায় রাত সাড়ে ৯টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান ও এএসআই জাহিদুল ইসলাম আসেন। আবারও অনুষ্ঠান করতে নিষেধ করায় ভক্তরা দরজা বন্ধ করে দুই পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করেন।

    খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বিপুল সংখ্যক ফোর্স নিয়ে গাজিউল হকের বাড়িতে আসেন।দরজা খুলতে বললে ভক্তরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ প্রধান দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর তারা বিভিন্ন ঘরের সিটকি ও হ্যাজবল্ড ভেঙে পিটুনি দেয়ার পর ২২-২৩ জনকে আটক করে।

    এছাড়া বেশ কয়েকজন নারী ভক্তকে স্থানীয় কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু ও তরুণ চক্রবর্তীর জিম্মায় দেন।

    বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নয়ন, কয়েকজন ভক্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কয়েকটি ঘরের দরজা ভেঙে মারপিটের পর রাহুল গাজি, পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন নুরুসহ বেশ কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে গেছে।

    রিতা পারভিন নামে এক ভক্ত জানান, পুলিশ ঘরের দরজা ভাঙচুর করার পর তার ‘পীর বাবা’ রাহুল গাজিকে মারপিট করে ধরে নিয়ে গেছে।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে ভাষা সৈনিক গাজিউল হকের ছেলে রাহুল গাজিকে আটকের কথা বললে তিনি তাকে চেনেন না বলে জানান।

    সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ক্ষুব্ধ কণ্ঠে জানান, ২২ জনকে আটক করা হলেও এর মধ্যে রাহুল গাজি নেই।

    নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী প্রতিবেশিরা দাবি করেন, পুলিশ ওরশের আয়োজক রাহুল গাজিকে আটক করলেও পরে অজ্ঞাত কোনো চাপবা তদবিরের মুখে তাকে ছেড়ে দিয়েছে।

  • ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

    ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

    ফটিকছড়ি প্রতিনিধি: আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ রহ.’র বার্ষিক ১৪০ তম ওরশ শরীফ আগামীকাল ১২ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ওরশ পরিচালনা কমিটি।

    কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর গিলাপ পড়ানো, পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, খতমে কোরআন, খতমে গাউছিয়া, সন্ধ্যায় হযরতের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা।

    হযরত মাওলানা সরোয়ার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক থাকবেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।

    প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।

    এতে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

  • কাল শেখ আনছার আলী শাহ (রহ.)’র ওরশ

    কাল শেখ আনছার আলী শাহ (রহ.)’র ওরশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আধ্যাত্মিক সাধক, কুতুবুল আকতাব পীরে কামেল হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রহ.)’র ৭৭তম বার্ষিক ওরশ মোবারক আগামিকাল রবিবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়াস্থ দরবারে আনসারিয়ায় নানা কমূসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

    এসব কর্মসূচির মধ্য রয়েছে খতমে কোরান, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, দরুদে হাজারী শরীফ, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।

    উক্ত ওরশ মোবারকে সকলের উপস্থিতি কামনা করেছেন দরবারে আনসারিয়ার সাজ্জাদানশীল শাহাজাদা এডভোকেট এম.আনোয়ার চৌধুরী।

    এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সাজ্জাদানশীল এম. আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, জাহেদুল আলম, ব্যবসায়ি মোহাম্মদ রফিক, মোহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ি মাহাবুবুল আলম, ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আবু তাহের, নুরুল আমিন, ইমাম শরীফ, জমির ইসলাম, মোহাম্মদ খালেদ, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, আজগর আলী, মাওলানা সৈয়দ কামাল, আবদুল কাদের, শওতক হোসেন, এমদাদ হোসেন, ইমাম শরীফ, এমদাদ হোসেনসহ অনেকে।

  • জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১তম বার্ষিক ওরশ উপলক্ষে রাউজান উপজেলার বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর শুক্রবার সকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার অধিন ৪৯ টি শাখা কমিটির উদ্যোগে স্ব-স্ব এলাকার প্রতিটি মসজিদ এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

    এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিলে প্রত্যেকটি শাখার সভাপতি -সম্পাদক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদাপাড়া শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১ তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী, রাশেদ তালুকদার, মোঃ জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আব্দুল খালেক চৌধুরী প্রমুখ।