Tag: ওরশ শরীফ

  • রাউজানে হযরত রুস্তম শাহ্ এর ওরশ সম্পন্ন

    রাউজানে হযরত রুস্তম শাহ্ এর ওরশ সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:বার আউলিয়ার পূণ্যভূমি আমাদের চট্টগ্রাম। এই জেলার শহর বন্দর আর গ্রামে রয়েছে অসংখ্য পীর আউলিয়ার মাজার। প্রচীণকাল থেকে মানুষ এসব পীর অলিদের বার্ষিক ফাতেহা ওরশ পালন করে আসছে। এই চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পীর আউলিয়ার মাজার আস্তানার মধ্যে একজন অলির নাম হযরত রুস্তম শাহ্। এই অলির নামে জেলার বিভিন্নস্থানে মাজার আস্তানা রয়েছে। রাউজানেও রয়েছে হযরত রুস্তম শাহ এর নামে মাজার আস্তানা।

    এই উপজেলার সদর ইউনিয়নের হরিষখানপাড়ার কাজী পাড়ায় ঐতিহাসিক প্রাচীণ নির্দশন মৎস্য বিবির মসজিদের সাথে রয়েছে মাজার। এলাকার মানুষজন বলেছেন সেটি হযরত রুস্তম শাহ এর মাজার। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ। ঢোল বাদ্যবিহীন ভাবে অনুষ্ঠিত এই ওরশের কর্মসূচিতে ছিল কোরআন খতম, মিলাদ, ফাতেহা শরীফ। শরিয়ত মেনে ওরশটি আয়োজন করেছে এলাকার জনসাধাণকে নিয়ে গঠিত ওরশ কমিটি।

    আয়োজকদের মধ্যে একজন আজিজুদ্দীন ইমু বলেছেন বাপ দাদার আমলের বহু আগে থেকে এভাবে এখানে রুস্তম শাহ্ ওরশ অনুষ্ঠিত হচ্ছে শরিয়ত সম্মত ভাবে। যারা মানত করে গরু ছাগল নিয়ে আসে তা জবাই করে মানুষকে খাওয়ানো হয়।

    স্থানীয় ইউপি মেম্বার প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন বলেছেন এখানে শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড চলে না। যারা আসেন তাদের সবাইকে সম্মানের সাথে তবরুক খাওয়ানো হয়। রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ এসে মাজারে নতুন গিলাফ পরিয়ে জেয়ারত করে গেছেন বলে তিনি জানান।

    এই ওরশে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা মুছা আলম খাঁন চৌধুরী, ফজলুল কবির ফজু, ইউছুপ, আব্দুল মান্নান, এ আর রাকিব, ইব্রাহিম, লিটন বড়ুয়া, এনামুল হক, আজাদ হোসেন, নাসির প্রমুখ।

  • ফরহাদাবাদ দরবার শরীফের ওরশ ১৩ ফেব্রুয়ারি

    ফরহাদাবাদ দরবার শরীফের ওরশ ১৩ ফেব্রুয়ারি

    জা-নশীনে ফরহাদাবাদী, পীরে কামেলে মোকাম্মেল, মুর্শিদে বরহক, গাউছে জামান আলহাজ্ব শাহছূফি মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (কুঃ) এর ৩৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ৩০ মাঘ ১৩ ফেব্রুয়ারি (সোমবার) ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

    ওরশ শরীফে কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।

    এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরিয়ত ও পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।

    উক্ত ওরশ শরীফে সকল আশেক, ভক্ত ও মুরিদানবৃন্দকে উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী পক্ষ থেকে আহব্বান জানানো হয়েছে।

  • সীতাকুণ্ডে মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) এর ২৩তম ওরশ শরীফ রবিবার

    সীতাকুণ্ডে মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) এর ২৩তম ওরশ শরীফ রবিবার

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বাতেনী ফয়েজ প্রাপ্ত খলিফা, শাহ্ সুফী মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) প্রকাশ (কেরানী হুজুর) এর ২৩তম ওরশ প্রতি বছরের ন্যায় রবিবার (২৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

    এ উপলক্ষে দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে। এছাড়া বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

    উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

  • রাউজানে গফুর আলী বোস্তামী (রহঃ)র ওরশ শরীফ সম্পন্ন

    রাউজানে গফুর আলী বোস্তামী (রহঃ)র ওরশ শরীফ সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে হযরত শাহ্ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) “র ওরশ শরীফ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    ওরশ উপলক্ষে গতকাল ১৫ মার্চ রোববার ফকির তকিয়া মসজিদস্থলে খতমে কোরআন, খতমে বোখারী ও মিলাদ মাহফিল, ফকির তকিয়া দরগাহ পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস শেরে মিল্লাত শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

    মাহফিলে তকরির করেন মুফতি কাজী আবদুল ওয়াজিদ, মাওলানা এম এম মান্নান,আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লমা রফিক আহম্মদ ওসমানী, গহিরা এফ, কে জামেউল উলুম কামিল মাদ্রসানা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা ইব্রহিম নঈমী, কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আবু জাফর সিদ্দিকি, রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল মান্নান চৌধুরী, আল্লামা ফজল কাদের, আল্লামা ইসমাইল হোসেন সিদ্দিকি, আল্লামা আবু মুছা সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম আল্ কাদেরী, মাওলানা হাফেজ বোরহান উদ্দিন।

    মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোাদ্ধা কাজী আব্দুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,সমাজ সেবক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, এ কে এম জামাল হোসেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক কোম্পানী, সৈয়দ হোসেন, ব্যবসায়ী ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাচাঁ, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, সাবের উদ্দিন, মুন্সি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আসিফ,নাসির উদ্দিন, তানভীর চৌধুরী প্রমুখ।

    মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। ওরশ শরীফে আগত ভক্ত ও আশেকানদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।