রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জামালে শরিয়ত কামালে ত্বরীকত হযরত শাহছুফি কৃারী মাওলানা আহমাদুর রহমান আল-কাদেরী আল মুজাদ্দেদী (রহমাতুল্লাহি আলাইহি)’র বার্ষিক ওরছ মােবারক দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত তাবারুক বিতরণ।
১৭ ফেব্রুয়ারী (বুধবার) উত্তর গুজরা মগদাই লাল মিয়া মাতব্বর জামে মসজিদ প্রাঙ্গনে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ্ সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ করিমের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, নােয়াপাড়া এস.রহমান ওভারসীজের সত্ত্বাধিকারী
মুহাম্মদ নাছির উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা।
মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনীয়া কাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বশির উদ্দীন আহমদী, জামাল পাড়া দারুল আরকাম মাদ্রাসার মুদাররিস মাওলানা হাফেজ মােহাম্মদ মনিরুল আজম, লাল মিয়া মাতব্বর জামে মসজিদের খতিব মাওলানা মােহাম্মদ আজগর আলি।
মিলাদ, ক্বিয়াম পরিচালনা করেন মাওলানা হামেদ হাছান আলভী। মাহফিলে ওরশ পরিচালনা কমিটি ও ওলামায়ে ক্বেরামদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক আলহাজ্ব মােহাম্মদ হারুন তালুকদার, মোহাম্মদ ইসহাক সওদাগর, মাওলানা আবু মোহাম্মদ আজমি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নঈমুদ্দিন হোসাইনি, মাওলানা আইউব বদরি,মাওলানা মোহাম্মদ জাফর আহমেদ মানিকী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা গিয়াসউদ্দিন কাদেরি,মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মোরশেদুল আলম। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/নেজাম