Tag: ওরশ সম্পন্ন

  • ১২ডিসেম্বর আল্লামা ফরহাদাবাদীর বার্ষিক ওরশ

    ১২ডিসেম্বর আল্লামা ফরহাদাবাদীর বার্ষিক ওরশ

    খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৭৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ২৭অগ্রহায়ন ১২ডিসেম্বর মঙ্গলবার ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

    এতে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন ফরহাদাবাদ দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশীন ও গদীনশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মা:জি:আ:)।

    উক্ত ওরশ শরীফে সকল আশেক ভক্ত ও মুরিদান বৃন্দের প্রতি দাওয়াত প্রদান করেছে কতৃপক্ষ।

  • রাউজানের পশ্চিম গুজরায় শাহছুফি আহমাদুর রহমান আল-কাদেরীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় শাহছুফি আহমাদুর রহমান আল-কাদেরীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জামালে শরিয়ত কামালে ত্বরীকত হযরত শাহছুফি কৃারী মাওলানা আহমাদুর রহমান আল-কাদেরী আল মুজাদ্দেদী (রহমাতুল্লাহি আলাইহি)’র বার্ষিক ওরছ মােবারক দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

    কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত তাবারুক বিতরণ।

    ১৭ ফেব্রুয়ারী (বুধবার) উত্তর গুজরা মগদাই লাল মিয়া মাতব্বর জামে মসজিদ প্রাঙ্গনে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

    পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ্ সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ করিমের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, নােয়াপাড়া এস.রহমান ওভারসীজের সত্ত্বাধিকারী
    মুহাম্মদ নাছির উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা।

    মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনীয়া কাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বশির উদ্দীন আহমদী, জামাল পাড়া দারুল আরকাম মাদ্রাসার মুদাররিস মাওলানা হাফেজ মােহাম্মদ মনিরুল আজম, লাল মিয়া মাতব্বর জামে মসজিদের খতিব মাওলানা মােহাম্মদ আজগর আলি।

    মিলাদ, ক্বিয়াম পরিচালনা করেন মাওলানা হামেদ হাছান আলভী। মাহফিলে ওরশ পরিচালনা কমিটি ও ওলামায়ে ক্বেরামদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক আলহাজ্ব মােহাম্মদ হারুন তালুকদার, মোহাম্মদ ইসহাক সওদাগর, মাওলানা আবু মোহাম্মদ আজমি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নঈমুদ্দিন হোসাইনি, মাওলানা আইউব বদরি,মাওলানা মোহাম্মদ জাফর আহমেদ মানিকী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা গিয়াসউদ্দিন কাদেরি,মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মোরশেদুল আলম। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • করোনায় বাবা ভান্ডারীর আনুষ্ঠানিকতাবিহীন ওরশ

    করোনায় বাবা ভান্ডারীর আনুষ্ঠানিকতাবিহীন ওরশ

    এম.জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ২২ চৈত্র, ৫ এপ্রিল গাউছুল আজম হযরত শাহ্ছুফি মাওলানা আলহাজ্ব সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

    তবে করোনা ভাইরাস এর কারনে সরকারী নির্দেশনা পালন ও জনদূর্ভোগ এর কথা চিন্তা করে আনুষ্টানিকতা ও গন জমায়েত না করে সীমিত আকারে প্রত্যেক মনজিলে ঘরোয়া ভাবে খতমে কেরান, মিলাদ ও জিকির আজকার এর মাধ্যমে এবারের ওরশ শরীফ উদযাপন করা হয়।

    এ উপলক্ষে গাউছিয়া রহমান মনজিলের পক্ষে সকাল ১১ টায় বাবা ভান্ডারীর রওজায় সংক্ষিপ্ত আকারে মিলাদ ও মোনাজাত করা হয়। সকল আশেকান ভক্ত করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে হেফাজত করার জন্য বিশেষ দোয়া করেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী।

    এ সময় উপস্থিত ছিলেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ মহিবুল বশর মাইজভান্ডারী, শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

    মাইজভান্ডার ওরশ শরীফ কমিটির সভাপতি ও ফটিকছড়ির সাংসদ, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আইন শৃঙ্খলা বাহিনিকে সাথে নিয়ে বেলা ১২ টায় পুরো মাইজভান্ডার দরবার শরীফে সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও মনিটরিং করেন।

  • রাউজানে জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে খাজ গরীবে নেওয়াজের ওরশ সম্পন্ন

    রাউজানে জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে খাজ গরীবে নেওয়াজের ওরশ সম্পন্ন

    রাউজান প্রতিনিধিঃ রাউজান সদরের জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে সুলতানুল হিন্দ আতায়ে রাসুল গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ)’র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ মার্চ) বাদে এশা জলিল নগরে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কাজীর দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। তকরির করেন মাওলানা জামাল উদ্দিন।

    সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নয়ন দে,আব্দুর রশিদ,শাহেদুল করিম, ইকবাল হোসেন, নুর উদ্দিন,সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন,জাহাঈীর কালু প্রমুখ।

    পরে মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

  • রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

    রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওস্তাদুল ওলামা আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার পহাড়তলী ইউনিয়নের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল সহ নানান শরীয়ত কর্মসূচীর মাধ্যমে এই ওরশ সম্পন্ন হয়।

    ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী।

    পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন আল্লমা হাফেজ শাহ্ আলম নঈমী (ম.জি.আ.)।

    মাওলানা আব্দুস ছবুর কাদেরী ও মাওলানা মাহবুবুল আলম আল কাদেরীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ।

    আলোচক ছিলেন আল্লামা ক্বারী মুহাম্মদ ইলয়াছ, আল্লামা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সালামত রেজা কাদেরী, মাওলানা হাবিবুর রহমান কাদেরী, মাওলানা রেজাউল কবির কাদেরী প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • ফটিকছড়িতে সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ওরশ সম্পন্ন

    ফটিকছড়িতে সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ওরশ সম্পন্ন

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল আধ্যাত্বিক সাধক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৪তম বার্ষিক ওরশ (২৪ জানুয়ারী) শুক্রবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

    গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর দর্শনের যথাযথ অনুসরণের মাধ্যমেই মিলবে ইহকালীন ও পরকালীন শান্তি, মুক্তি ও মর্যাদা উল্লেখ করে বিশ্ব নিপেড়ীত মানুষের কল্যাণ ও বিশ্বেবাসীর শান্তি কামনা করে দরবারের বিভিন্ন মঞ্জিলের পক্ষে আখেরী মোনাজাত পরিচালনা করেন, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।

    এর আগে গত বুধবার হতে ওরশের ৩দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়। প্রথমে দিনে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, শানে গাউছিয়া পরিবেশন, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল ও বিশেষ মোনাজাত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গাউছুল আজম

    মাইজভান্ডারী (ক.) এর রওজায় গোসল ও গিলাফ চড়ানোর ব্যবস্থা করাসহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এছাড়া ওরশে আগত ভক্ত-আশেকানরা মাইজভান্ডার বিভিন্ন মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীনদের সাথে সাক্ষাত করে।

    পরে মাজার সমূহ জেয়ারতের মাধ্যমে নিজদের মনোবাসনা পূরণে কোরআন তেলোয়াত, জিকির-আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল থাকতে দেখা যায়।

    ওরশ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছিল হযরত আহমদ উল্লাহ (ক.) রওজাসহ অন্যান্য রওজা এবং মঞ্জিল গুলো।