Tag: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

  • ওসমানী বিমানবন্দরে ফাটল বিমানের চাকা, বন্ধ রানওয়ে

    ওসমানী বিমানবন্দরে ফাটল বিমানের চাকা, বন্ধ রানওয়ে

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন। বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ।

    তিনি বলেন, ‘চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।’

  • ওসমানীতে বিশেষ কায়দায় আবুধাবি থেকে আনা ১১৬০ গ্রাম সোনা জব্দ

    ওসমানীতে বিশেষ কায়দায় আবুধাবি থেকে আনা ১১৬০ গ্রাম সোনা জব্দ

    বিশেষ কায়দায় আনা একটি স্বর্ণের চালান জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে স্বর্ণের চালান নিয়ে আসা যাত্রীকেও।

    বাইরে অ্যালুমিনিয়ামের রঙ লাগিয়ে আনা স্বর্ণের পাতগুলোতে ১ কেজি ১৬০ গ্রাম পরিমাণ স্বর্ণ রয়েছে, যার বাজারমূল্য কোটি টাকার বেশি।

    বৃহস্পতিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে আসা ময়নুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ময়নুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজার এলাকার ফয়জুর রহমানের ছেলে। তিনি আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেন।

    ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আল আমিন জানান, অ্যালুমিনিয়ামের রঙ করা পাতগুলো ঘষতেই ভেতরের স্বর্ণ বেরিয়ে আসে। এর পর মইনুলকে স্বর্ণসহ আটক করা হয়।

    এর আগে গত ২৭ মে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তিনিও ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণ নিয়ে এসেছিলেন।