Tag: ওসি

  • হবিগঞ্জের ডিসি, দুই জেলায় ওসি প্রত্যাহারের নির্দেশ

    হবিগঞ্জের ডিসি, দুই জেলায় ওসি প্রত্যাহারের নির্দেশ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    পাশাপাশি গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক এবং চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসিকে প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে ইসি।

    সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা পাঠিয়েছেন।

    নির্দেশনায় ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। তাকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

    পৃথক নির্দেশনায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসি, গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক, চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসি প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

  • খুলশী ও পটিয়ায় নতুন ওসি পদায়ন

    খুলশী ও পটিয়ায় নতুন ওসি পদায়ন

    চট্টগ্রামের দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা ও জেলা পুলিশের পটিয়ায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক আদেশে তাদের পদায়ন করা হয়।

    আদেশে সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে খুলশী থানায় এবং চট্টগ্রাম জেলা ডিবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে পটিয়া থানায় পদায়ন করা হয়েছে।

    একই আদেশে চট্টগ্রামের এ দুই থানা ছাড়াও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও গাইবান্ধার সাঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এর মধ্যে নড়াইল জেলা লাইন ওআর শাখার পুলিশ পরিদর্শক শেখ গনি মিয়াকে আলমডাঙ্গা থানায় এবং রংপুর জেলা ডিবির মো. মমতাজুল হককে সাঘাটা থানায় পদায়ন করা হয়েছে।

    এর আগে, গত ১২ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের খুলশী ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার ওসি বদলির সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

    ওই বিজ্ঞপ্তিতে বদলির সুপারিশপ্রাপ্ত চট্টগ্রামের দুই ওসি হলেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার ও পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। তবে বিজ্ঞপ্তিতে ওই দুই ওসির নতুন কর্মস্থল কোথায় তা উল্লেখ ছিল না।

    বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মেট্রোপলিটন এলাকা ও জেলা বাইরে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

  • আনোয়ারায় অবরোধকারীদের হামলায় ওসি আহত

    আনোয়ারায় অবরোধকারীদের হামলায় ওসি আহত

    চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিল থেকে হামলায় থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

    বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে চাতরী চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

    ডান চোখে আঘাত পাওয়া ওসি সোহেল আহমেদকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চাতরী চৌমুহনীর শশী ক্লাব এলাকায় দুপুরে বিএনপির ব‍্যানার নিয়ে একটি মিছিল থেকে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইটপাটকেল ছুঁড়ে ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

    এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
    আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুনুর রশীদ বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হয়। তার ডান চোখে রক্তক্ষরণ হচ্ছে এবং চোখের পাশে ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • খুলশীর ওসিকে নিয়ে গুঞ্জন, বিনা ভাড়ায় থাকছেন নৌকার প্রার্থীর বাসায়

    খুলশীর ওসিকে নিয়ে গুঞ্জন, বিনা ভাড়ায় থাকছেন নৌকার প্রার্থীর বাসায়

    চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বাসায় থাকছেন নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। দুদিন ধরে এটি নিয়ে আলোচনা চলছে চট্টগ্রামজুড়ে।

    বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দিয়েছেন অনেকে। পোস্টে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকার ৯ নম্বর রোডে ‘বিলড ম্যাক্স ফারিহা’ নামে ৯ তলা ভবনটির মালিক মহিউদ্দিন বাচ্চু। তিনি চট্টগ্রাম-১০ আসনের বর্তমান সংসদ সদস্য। এই ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার।

    রুবেল হাওলাদারের দাবি, তিনি ওই ভবনে থাকেন না। বাসাটির নিরাপত্তাকর্মীরও দাবি ওসি আগে থাকতেন, এখন থাকেন না। তবে ভবনটির ভাড়ার বিজ্ঞাপনে দেওয়া একটি নম্বরে কল করা হলে ওসি রুবেল সেখানে থাকেন বলে জানানো হয়।

    পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদার খুলশী থানায় যোগ দেন গত ২৩ আগস্ট।

    সরেজমিনে মঙ্গলবার ভবনটিতে গিয়ে দেখা যায়, পার্কিংসহ পুরো ৯ তলার ভবনটিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ভবনে দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন। যারা অপরিচিত কাউকে ঢুকতে দিচ্ছেন না। ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা মো. সালাউদ্দিন নামে একজন দাবি করেন, এখানে ওসি আগে ভাড়া থাকতেন। কিন্তু এখন তিনি থাকেন না। বাসা ছেড়ে চলে গেছেন।

    ভবনটির দরজায় ঝুলানো ছিল অষ্টম তলার একটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। সেখানে থাকা মোবাইল নম্বরটি ওই ফ্ল্যাট মালিকের বলে নিশ্চিত করেন নিরাপত্তাকর্মী সালাউদ্দিন। ওই নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্তে এক নারী কল ধরেন। তবে তিনি পরিচয় জানাতে চাননি। ওই নারী জানান, ফ্ল্যাটটির মালিক মহিউদ্দিন বাচ্চু। এটা ভাড়া দেওয়া হবে। তিন বেডের ফ্ল্যাটটির ভাড়া ২২ হাজার টাকা।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসি তো এখনো এই ভবনে থাকছেন। তিনি বাসা ছেড়ে যাননি। ওনাদের ফ্ল্যাটটি সপ্তম তলায়। এর ওপরে অষ্টম তলা আমাদের ফ্ল্যাট বাসা, যেটা ভাড়া দেওয়া হবে।

    অভিযোগের বিষয়ে খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, এই অভিযোগ মিথ্যা। আপনারা সত্যতা যাচাই করে দেখুন। ফ্রি-তো দূরের কথা। আমি ওনার (মহিউদ্দিন বাচ্চু) বাসায় ভাড়াও থাকি না। আমি অন্য জায়গায় থাকি। আমার বাসার মালিকও ভিন্ন।

    কোথায় থাকেন? এমন প্রশ্নের জবাবে ওসি তা এড়িয়ে গিয়ে বলেন, আপনি থানায় আসেন। আমি সব বলব।

    তিনি আরও বলেন, একটি চক্র এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে কারো না কারো স্বার্থ রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    মো. মহিউদ্দিন বাচ্চু এমপি এ বিষয়ে বলেন, একজন এমপি কি কোনো ওসিকে ফ্রি ঘর ভাড়া দিয়ে থাকতে দেবেন? এটা কি সম্ভব? এখানে অনেকের অ্যাপার্টমেন্ট আছে। কিছু অ্যাপার্টম্যান্ট বিক্রি করে দেওয়া হয়েছিল। কেউ হয়তো ওনাকে ভাড়া দিয়ে থাকতে পারে। কিন্তু আমি কোনো ওসিকে ঘর ভাড়া দিইনি বা ফ্রি-তে থাকতে দিইনি।

    এদিকে নানা আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার এক আদেশে খুলশীসহ চার থানার ওসিকে বদলির আদেশ দিয়েছে ইসি। এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।

    খুলশী ছাড়া বাকি চার থানা হলো, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার পটিয়া। এসব থানার ওসিদের মেট্রোপলিটন ও জেলা ইউনিটের বাইরে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়েছে।

  • সারা দেশে ৩৩৮ থানার ওসি বদলি

    সারা দেশে ৩৩৮ থানার ওসি বদলি

    সারা দেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনে পর ওসিদের বদলি করা হলো।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    এর আগে, আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

    একইসঙ্গে সারা দেশের ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন করে ইসি।

    ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের; পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারা দেশে বর্তমানে ৬৫০টিরও বেশি থানা রয়েছে।

  • ৩৩৮ ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    ৩৩৮ ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    ৩৩৮ থানার ওসি ও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

    নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।

    গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।

    এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি।

    আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।

    এছাড়া দেশের সব ইউএনওকেও পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

  • দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির

    দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে কমিশন আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

    ইসি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

    ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। মনোনয়ন বাছাই চলবে শুক্রবার থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

    নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

  • লোহাগাড়ার সেই অসহায় বিধবা শাহিনের পাশে মানবিক ওসি জাকির হোসাইন

    লোহাগাড়ার সেই অসহায় বিধবা শাহিনের পাশে মানবিক ওসি জাকির হোসাইন

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু। পুলিশ বাহিনী দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসেন। করোনাকালেও পুলিশ বাহিনী মানুষের পাশে থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবতাবোধের জায়গা থেকে পুলিশ যে সুখে-দু:খে মানুষের পাশে থাকেন সেটি বার বার প্রমাণিত। তেমনি একজন মানবিক পুলিশ কর্মকর্তা লোহাগাড়া থানার ওসি মোঃ জাকির হোসাইন মাহমুদ।

    শোনা যাক সেই মানবিক পুলিশ কর্মকর্তা ওসি জাকির হোসাইন মাহমুদের মানবিকতা।

    স্থানীয়সুত্রে জানা যায়, শাহিন আকতার। তাঁর স্বামী মৃত মুহাম্মদ আলী। পেশায় ছিলেন রং একজন মেস্ত্রী। বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হরিণা মনছুর আলী সিকদার পাড়ায়। মোঃ আলী গেল বছরের ১ অক্টোবর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর সংসারে রয়েছে ২ মেয়ে ১ ছেলে। বড় মেয়ে নুরাইন জান্নাত নুরী (১২)। সে দক্ষিণ হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীতে পড়ে। দ্বিতীয় মেয়ে আয়েশা সিদ্দিকা ইসফা (৯)। সে একই বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে পড়ে। একমাত্র সন্তানের বয়স মাত্র ৬ মাস। স্বামী হারানোর পর থেকে ছেলে-মেয়েদের নিয়ে অতিকষ্টে খেয়ে না খেয়ে কোন রকম দিনযাপন করছিলেন অসহায় বিধবা শাহিনা আকতার। তাঁর উপার্জনের কেউ নেই। তিনি কি খেয়ে পরে বাচঁবে, নাকি মেয়েদের পড়া-লেখা করাবে এমন এক দুর্বিষহ জীবন চলছে তাঁর।

    এদিকে, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোহাগাড়ার আধুনগরের বিধবা শাহিন আক্তারের অসহায়ত্বের কাহিনী চোখে পড়ে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদের। এরপর মনে মনে সিদ্ধান্ত নিলেন এ অসহায় মহিলার পাশে দাঁড়ানো দরকার।

    তাই কালক্ষেপন না করে ওইদিন বিকেলেই খবর নিয়ে এ অসহায় বিধবা শাহিন আক্তারের বাড়িতে উপস্থিত হন ওসি জাকের হোসাইন মাহমুদ। তিনি নিজস্ব তহবিল থেকে নগদ টাকা এবং দুই মেয়ের লেখা-পড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী অসহায় বিধবা শাহিন আক্তারের হাতে তুলে দেন। এ সময় স্থানীয় আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজেও বাংলাদেশ পুলিশ ভূমিকা রেখে চলছে । তারই ধারাবাহিকতায় আধুনগরের বিধবা শাহিন আকতারের অসহায়ত্বের খবর ফেসবুকে দেখে আবেগ আপ্লুত হয়েছি। তাই বিবেকের তাড়নায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে শাহিন আক্তারের দুই মেয়েকে শিক্ষা সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করে তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।
    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • সীতাকুণ্ডের নবাগত ওসি ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ডের নবাগত ওসি ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং কুমিরা হাইওয়ের পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মোঃ ফারুক হোসেনের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের নবনির্মিত ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সীতাকুণ্ড উপজেলা একটি সুনামধন্য উপজেলা, এ উপজেলার একদিকে পাহাড় আরেকদিকে সাগর। মাঝে মহাসড়ক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমনি রয়েছে ব্যাপক শিল্প কারখানা। গুরুত্বপূর্ণ এই থানায় কাজ করতে সাংবাদিকদের সবচে বেশী সহযোগীতা প্রয়োজন।

    প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    বক্তব্য রাখেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ ফারুক হোসেন, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের খোঁজে ওসি

    লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের খোঁজে ওসি

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : পৌষের কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত মানুষকে খুঁজে কম্বল বিতরণ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

    লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন থানার ওসি আবদুল জলিল। রবিবার দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন তিনি।

    শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ এবং কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শহরের বাসষ্ট্যান্ড, মহিলা কলেজ মোড়, সরকারি হাসপাতাল এলাকা, মুড়ি হাটা, নতুন বাজার, পৌর কার্যালয়ের সামনে, পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন রায়পুর থানার ওসি আবদুল জলিল। এ সময় তার সাথে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    ওসি আবদুল জলিল বলেন-‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছি।’

    এসময় তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

    এছাড়াও ওসি আবদুল জলিল রায়পুরে যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন।

    এ প্রতিবেদককে সাথে আলাপকালে তিনি বলেন-‘আমি চাই কোন অসহায় মানুষ যেন এই শীতে কষ্ট না পায়। সাধ্য থাকলে আমি কম্বল বিতরণ এর কার্যক্রম অব্যাহত রাখতাম।’ তবে ভবিষ্যতে কিছু ভিন্নধর্মী চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন।

  • সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন প্রত্যাহার, নতুন ওসি আবুল কালাম

    সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন প্রত্যাহার, নতুন ওসি আবুল কালাম

    কামরুল ইসলাম দুলু : যোগদানের ৮ মাসের মাথায় প্রত্যাহার করা হয়েছে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লাকে। তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে যোগদান করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

    ওসি ফিরোজ হোসেন মোল্লা গত বছরের জুন মাসে সীতাকুণ্ড মডেল থানায় যোগদান করেন। সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড উপজেলায় চুরি, ডাকতিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় এবং গত ২০ ডিসেম্বর সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর টাকা লুট করে মডেল থানার এক সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবল। এঘটনার পরিপ্রেক্ষিতে ওসি ফিরোজ হোসেন মোল্লাকে প্রত্যাহারের মুল কারণ বলে জানা যায়।

    এব্যাপারে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ব্যবসায়ীর টাকা লুট এর ঘটনা ও সাম্প্রতিক ডাকতিসহ অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় প্রত্যাহারের মূল বিষয়। তবে এটি একটি পুলিশের বদলীর অংশ।

    উল্লেখ, গত একমাসে সীতাকুণ্ড উপজেলায় প্রায় ১৫ টি ডাকতির ঘটনা ছাড়াও আইনশৃংখলা অবনতি ঘটে।

  • সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

    সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

    আজ সোমবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকের আলোকে তাদের রদবদল করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ১০টায় চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মো. তানভীর বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকের আলোকে তাদের বদলি করা হয়।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    এর মধ্যে বহুল আলোচিত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

    একইসঙ্গে বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।

    গত ১২ জানুয়ারী নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের দু’কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলগুলিতে একজনের মৃত্যু হয়। সে সাথে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক সংঘাতের ঘটনাও ঘটে।

    এরই প্রেক্ষিতে ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর নির্বাচন কমিশনে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।