Tag: ওসি কেপায়েত

  • রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান প্রতিনিধি : “পুলিশ সপ্তাহ ২০২০ ” উপলক্ষে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের নিজস্ব অর্থায়নে এলাকার গরিব ও দুস্থদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও রাউজান থানার উপ পরিদর্শক সাইমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    অতিথি ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল,জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সুমন দে, দ. রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, হাফিজ উদ্দিন মেম্বার , সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা নুরুল ইসলাম।

    অনুষ্ঠানে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

    ফারাজ করিম চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশিং জনগণের মাঝে পুলিশের আস্থার সেতুবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে। সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ তারা নিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ।

  • চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কৃত ওসি কেফায়েত

    চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কৃত ওসি কেফায়েত

    নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে নভেম্বর’১৯ মাসের অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক কর্ম পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের পুরষ্কৃত করা হয়েছে।

    ২৩ ডিসেম্বর’ অনুষ্ঠিত রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নিকট হতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন গ্রহণ করেন পুরষ্কৃত কর্মকর্তাগণ।

    এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সভায় অস্ত্র কারখানা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারকালীন গুরুতর আহত হয়ে বিশেষ ক্যাটাগরীর পুরষ্কার অর্জন করেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারকারী অফিসার মনোনীত হয়েছেন রাউজান থানার এসআই (নি:) সাইমুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হয়েছেন রাউজান থানার এসআই (নি:) মৃদুল বড়ুয়া।

  • জীবনবাজি রেখে সন্ত্রাসী পাকরাও করলেন ওসি

    জীবনবাজি রেখে সন্ত্রাসী পাকরাও করলেন ওসি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলার পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত আলমগীর প্রকাশ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    এই ঘটনায় ২০ টি অস্ত্রসহ অস্ত্র তৈরীর সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। তবে এই অভিযানে আরেকটু হলে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ’র জীবন সংকটে পড়তে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে ডান হাতে ছুরিকাঘাত হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসী আলমকে পাকরাও করেছেন তিনি।

    অভিযানে থাকা রাউজান থানার একাধিক কর্মকর্তা বলেন, গোপন সূত্র ধরে ২০ নভেম্বর বুধবার ২.৪৫ মিনিটের সময় অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমসহ তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ১৫ রাউন্ডের মতো গুলি ছোঁড়ে। এ সময় জীবনের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ সন্ত্রাসী আলকে জাপটে ধরেন। সাথে সাথে সন্ত্রাসী আলম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ওসিকে আঘাত করার চেষ্ট করলে সৌভাগ্যক্রমে ছুরির আঘাতটি ডানহাতে তর্জনীতে লাগে। আঘাতে ওসির হাতের দুইটি রগ এবং হাড়ের কিছু অংশ কেটে যায়।

    এ সময় অন্যান্য কর্মকর্তাগণ আসামীকে পাকড়াও করেন। হাতে রক্তক্ষরন হওয়ায় ওসিকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় ফেরেন ওসি।

    ওসি কেফায়েত উল্লাহ রাউজান থানায় নিজ অফিসে সাংবাদিকদের বলেন, আমার সৌভাগ্য ছুরির আঘাতটি পেটে লাগেনি। লাগলে বড় ধরনের বিপদও হতে পারতো। অস্ত্র কারখানায় অভিযানের সময় ওসিসহ এসআই সাইমুল ইসলাম, কনস্টেবল কামাল, কনস্টেবল হামিদ হোসাইন আহত হয়।

    ওসির এই সাহসিকতায় প্রেরণা খুঁজছেন তার সহকর্মীরা। জীবনবাজি রেখে অস্ত্রধারী সন্ত্রাসীদের পাকড়াও করে প্রশংসায় ভাসছেন ওসি। অনেকে ওসির হাতে ব্যান্ডেজ থাকা ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেন।

    সংগঠক মঈনুদ্দিন জামাল চিশতি লিখেছেন, রাউজানের মানুষকে শান্তিতে রাখার জন্য, রাতে নির্ভয়ে-নিরাপদে ঘুমানোর জন্য, দুর্ধর্ষ সন্ত্রাসী ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে গতকাল রাতে নিজের জীবন বাজি রেখে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রিয় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব কেফায়েত উল্লাহ স্যার। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্যারের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। সবাই দোয়া করবেন। রাউজানবাসী স্যারের এই সাহসিকতার কথা ভুলবে না কখনো।

    রাউজানের আলোকিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম লেখেন, রাউজানকে কলঙ্কমুক্ত করার জন্য স্যারের যে ত্যাগ এবং অধ্যাবসার তার জন্য স্যারের প্রতি রাউজানের একজন বাসিন্দা হয়ে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

    রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক শেখ জাবেদ মিয়া লিখেন, আমি সহ আরো অফিসার ও ফোর্স অভিযানে অংশ নিলেও ওসি স্যারের একক দক্ষতা ও সাহসিকতায় শীর্ষ সন্ত্রাসী আলম ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

    শুধু থানা পুলিশের সহকর্মীরা নয় এমন সাহসিকতা অভিযানের জন্য প্রশংসায় সিক্ত হচ্ছেন ওসি কেফায়েত উল্লাহ।

  • ফজলে করিম চৌধুরীর শান্তির জনপদে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ঠাই নেই: ওসি কেপায়েত

    ফজলে করিম চৌধুরীর শান্তির জনপদে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ঠাই নেই: ওসি কেপায়েত

    রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেছেন, গুটিকয়েক অপরাধীদের জন্য শান্তির জনপদ রাউজানে কোনো অপতৎপরতা হতে দেবনা। এ বিষয়ে রাউজান থানা প্রশাসন সব সময় সজাগ দৃষ্টি রেখেছে। এক সময়ের অপরাধের স্বর্গরাজ্য ছিল রাউজান।

    আমাদের এমপি মহোদয় এই অশান্ত জনপদে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন। এখন দেশে-বিদেশে রাউজানের পরিচিত একটি মডেল উপজেলা হিসেবে। আমাদের এই সুনামটা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, যেখানে অন্যায় দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেবো।

    তিনি শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হলাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী। ডা. সৈকত দাশ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম ইভান, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ। এসময় বৃক্ষভানুপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক রমিজ উদ্দিন, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শম্বু মজুমদার, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, মো. আমীর, শওকত, রাশেদ, নুরুল আমীন, আরফাত, মো. মনছুরসহ হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।