Tag: ওসি

  • আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

    আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

    সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

    ওসি রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

    ওসি আরও জানান, তিনিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও আট পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:বন্দর নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ আরও ১৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (১৩ মে) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, আমি তথ্য পেয়েছি আজকে ১৩ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ওসি আছেন।

    জানা যায়, শুধু ওসি নয় তার বডি গার্ড, গাড়ির চালকসহ সদরঘাট থানার মোট ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    বাকি তিন জন দামপাড়া পুলিশ লাইনের।

    বিষয়টি নিশ্চিত করে এসি কোতোয়ালী নোবেল চাকমা বলেন, ‘সদরঘাটের ওসিসহ ১০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে রাতে। তারা এখন নিজ নিজ বাসায় অবস্থান করছেন আগামীকাল তাদের জেনারেল হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে যেখানে রেফার করা হয় সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঠাকুরগাঁওয়ের প্রবেশদার হতে ছয় যাত্রীকে ফেরত পাঠালেন-ইউএনও,ওসি

    ঠাকুরগাঁওয়ের প্রবেশদার হতে ছয় যাত্রীকে ফেরত পাঠালেন-ইউএনও,ওসি

    ঠাকুরগাঁও প্রতিনিধি :২৯ মাইল প্রবেশদার থেকে এ্যাম্বুলেন্সে আসা ছয় যাত্রীকে ফেরত পাঠিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

    শুধু ফেরত পাঠিয়েই দায় সারেনি তাঁরা, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও বীরগঞ্জ থানার ওসির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তবেই ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

    এ ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বৃহস্পতিবার  সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের প্রবেশদার ২৯ মাইল চেকপোস্ট এলাকায়।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার প্রবেশদার ২৯ মাইল এলাকায় এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রী জেলায় প্রবেশের চেস্টাকালে আটক হয়েছে এমন খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে গিয়ে এ্যাম্বুলেন্সে আসা ছয়যাত্রীকে ফেরত যেতে বলা হয়। কথা মতো এ্যাম্বুলেন্সটি যাত্রীদের নিয়ে ফিরে যায়।এসময় সদর ইউএনও বীরগঞ্জের ইউএনওকে মোবাইল মারফৎ বিষয়টি অবগত করেন এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা অতিক্রম করা পর্যন্ত সেখানেই অবস্থান নেন।

    অন্যদিকে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল বীরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা পার হওয়া নিশ্চিত করলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

    এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রীকে ফেরত পাঠানোকালে সদর ইউএনও ও ওসি সহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তূজা উপস্থিত ছিলেন।

  • ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের প্রচেষ্টায় ২ বছর পর স্বামীর সংসার ফিরে পেলেন গৃহবধূ ফেরদৌসি (২৪)।

    মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ৮ মার্চ উপজেলার ছকড়িকান্দি গ্রামের মো. হোসেন শেখের ছেলে মো. মিরাজ শেখের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের মো. হান্নান বিশ্বাসের মেয়ে ফেরদৌসির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর পারিবারিক কলহের কারণে দু’জনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়।

    পরে ২ বছর ধরে স্বামীর ঘর ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালায় ফেরদৌসি। কোনো ফল না পেয়ে দ্বারস্থ হয় মধুখালী থানা পুলিশের।

    বুধবার মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ছকড়িকান্দি গ্রামের স্বামীর ঘরে ফিরে গেলেন ফেরদৌসি।

    ২ বছর পর ঘর ফিরে পেয়ে খুব খুশি ফেরদৌসি। তার স্বামী মিরাজ শেখ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওসিকে অনেক ধন্যবাদ আমার ভাঙ্গা সংসার এক করে দেয়ার জন্য।

  • ওসি নেজামের প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পেল আড়াই লাখ টাকা

    ওসি নেজামের প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পেল আড়াই লাখ টাকা

    চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের তৎপরতায় সড়ক দুর্ঘটনায় নিহত মো: জামাল উদ্দিনের পরিবার পেয়েছে আড়াই লাখ টাকা।

    রোববার (৯ ফেব্রুয়ারি) বাকলিয়া থানায় নিহত জামাল উদ্দিনের স্ত্রীর হাতে উক্ত টাকার এফডিআরের কাগজ তুলে দেয়া হয়।

    এর আগে গত বছরের ২৭ নভেম্বর শাহ আমানত সেতু এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো: জামাল উদ্দিন নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।

    বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, বাস মালিকের পক্ষ থেকে পাওয়া আড়াই লাখ টাকা নিহতের স্ত্রী ও নাবালক তিন সন্তানদের নামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডে একটি জয়েন্ট এফডিআর করার ব্যবস্থা করা হয়েছে। নাবালক সন্তানদের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে না।

  • থানায় যুবলীগ নেতার জন্মদিন পালন করলেন ওসি!

    থানায় যুবলীগ নেতার জন্মদিন পালন করলেন ওসি!

    রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় ওয়ার্ড কাউন্সিলর ও বলাৎকারের অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনের জন্মদিন পালন করেছেন ওসি গোলাম মোস্তফা।

    রবিবার রাতে আলোচিত যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনকে নিয়ে ওসি নিজ চেম্বারে কেক কাটেন। পরে কাউন্সিলর সুমন ওসির আমন্ত্রণে থানায় জন্মদিন পালনের খবর নিজের ফেসবুক পেজে ছবিসহ শেয়ার করেন।

    জানা গেছে, গত ৮ ডিসেম্বর ছিল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমনের জন্মদিন। এ উপলক্ষে দিনভর ওই ওয়ার্ডে নানা ব্যক্তির উদ্যোগে কেক কাটা হয়। সুমন নিজের ফেসবুকে সেগুলোর বর্ণনাসহ কৃতজ্ঞতা জানান। পরে রাতে নগরীর চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফার কক্ষে কেক কাটার আয়োজন করা হয়। ওসির আমন্ত্রণে সুমন থানায় হাজির হন। এসময় ওসি গোলাম মোস্তফা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে ওসিকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন সুমন। এসময় ওসি গোলাম মোস্তফা তাকে কেক খাইয়েও দেন। অনুষ্ঠানে চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ও একজন এসআইও উপস্থিত ছিলেন।

    থানায় জন্মদিন পালনের বিষয়ে সুমন ছবিসহ নিজের ফেসবুকে লিখেন, ‘চন্দিমা থানার ওসি সাহেব গোলাম মোস্তফা মহোদয়ের স্নেহময় ভালোবাসায়’। ছবিতে দেখা যায়, কাউন্সিলর সুমন এবং ওসি মোস্তফা মোমবাতি জ্বালিয়ে কেক কাটছেন। তাদের পাশে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ও একজন এসআই।

    এবিষয়ে কাউন্সিলর সুমন বলেন, ‘সবার ভালবাসায় বিভিন্নস্থানে কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করেন। চন্দ্রিমা থানার ওসি মোস্তফা সাহেব তাকে ভালবাসেন। তাই তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আমন্ত্রণেই গিয়ে কেক কেটেছেন।’

    যোগাযোগের চেষ্টা করা হলে, চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফার সরকারি ফোন রিসিভ করেন ওসি (তদন্ত) শরিফুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘স্যার (ওসি) মিটিংয়ে আছেন’। তবে কাউন্সিলর সুমনের জন্মদিনে থানায় কেক কাটা অনুষ্ঠানের কথা অস্বীকার করেন তিনি।

    উল্লেখ্য, ২০১৮ সালে যুবলীগ নেতা সুমনের বিরুদ্ধে নগরীর শিরোইল এলাকার এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে। তখন এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপরই সুমনকে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

  • জীবনবাজি রেখে সন্ত্রাসী পাকরাও করলেন ওসি

    জীবনবাজি রেখে সন্ত্রাসী পাকরাও করলেন ওসি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলার পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত আলমগীর প্রকাশ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    এই ঘটনায় ২০ টি অস্ত্রসহ অস্ত্র তৈরীর সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। তবে এই অভিযানে আরেকটু হলে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ’র জীবন সংকটে পড়তে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে ডান হাতে ছুরিকাঘাত হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসী আলমকে পাকরাও করেছেন তিনি।

    অভিযানে থাকা রাউজান থানার একাধিক কর্মকর্তা বলেন, গোপন সূত্র ধরে ২০ নভেম্বর বুধবার ২.৪৫ মিনিটের সময় অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমসহ তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ১৫ রাউন্ডের মতো গুলি ছোঁড়ে। এ সময় জীবনের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ সন্ত্রাসী আলকে জাপটে ধরেন। সাথে সাথে সন্ত্রাসী আলম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ওসিকে আঘাত করার চেষ্ট করলে সৌভাগ্যক্রমে ছুরির আঘাতটি ডানহাতে তর্জনীতে লাগে। আঘাতে ওসির হাতের দুইটি রগ এবং হাড়ের কিছু অংশ কেটে যায়।

    এ সময় অন্যান্য কর্মকর্তাগণ আসামীকে পাকড়াও করেন। হাতে রক্তক্ষরন হওয়ায় ওসিকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় ফেরেন ওসি।

    ওসি কেফায়েত উল্লাহ রাউজান থানায় নিজ অফিসে সাংবাদিকদের বলেন, আমার সৌভাগ্য ছুরির আঘাতটি পেটে লাগেনি। লাগলে বড় ধরনের বিপদও হতে পারতো। অস্ত্র কারখানায় অভিযানের সময় ওসিসহ এসআই সাইমুল ইসলাম, কনস্টেবল কামাল, কনস্টেবল হামিদ হোসাইন আহত হয়।

    ওসির এই সাহসিকতায় প্রেরণা খুঁজছেন তার সহকর্মীরা। জীবনবাজি রেখে অস্ত্রধারী সন্ত্রাসীদের পাকড়াও করে প্রশংসায় ভাসছেন ওসি। অনেকে ওসির হাতে ব্যান্ডেজ থাকা ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেন।

    সংগঠক মঈনুদ্দিন জামাল চিশতি লিখেছেন, রাউজানের মানুষকে শান্তিতে রাখার জন্য, রাতে নির্ভয়ে-নিরাপদে ঘুমানোর জন্য, দুর্ধর্ষ সন্ত্রাসী ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে গতকাল রাতে নিজের জীবন বাজি রেখে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রিয় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব কেফায়েত উল্লাহ স্যার। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্যারের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। সবাই দোয়া করবেন। রাউজানবাসী স্যারের এই সাহসিকতার কথা ভুলবে না কখনো।

    রাউজানের আলোকিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম লেখেন, রাউজানকে কলঙ্কমুক্ত করার জন্য স্যারের যে ত্যাগ এবং অধ্যাবসার তার জন্য স্যারের প্রতি রাউজানের একজন বাসিন্দা হয়ে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

    রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক শেখ জাবেদ মিয়া লিখেন, আমি সহ আরো অফিসার ও ফোর্স অভিযানে অংশ নিলেও ওসি স্যারের একক দক্ষতা ও সাহসিকতায় শীর্ষ সন্ত্রাসী আলম ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

    শুধু থানা পুলিশের সহকর্মীরা নয় এমন সাহসিকতা অভিযানের জন্য প্রশংসায় সিক্ত হচ্ছেন ওসি কেফায়েত উল্লাহ।

  • রাজধানীর ৮ থানায় ওসি পদে বদলি

    রাজধানীর ৮ থানায় ওসি পদে বদলি

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি সদর দফতরের এক আদেশে এ বদলি করা হয়।

    আদেশে ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায়, শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতয়ালী থানায় এবং উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বদলি করা হয়েছে।

    এছাড়া বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার অফিসার ইনচার্জ, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ, বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

    একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

    আরো:: পুলিশ পরিদর্শক সাইফের বিরুদ্ধে হুইপের মামলা, সাময়িক বহিস্কার