Tag: ককটেল

  • রাজধানীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণে আহত ৩

    রাজধানীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণে আহত ৩

    রাজধানীতে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ছোড়া ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    আজ রবিবার দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

    ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে।

    এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তিনি জানান, বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিনজন আহত হয়েছেন।

  • চট্টগ্রামে আটক ১৪, ৭ ককটেল উদ্ধার

    চট্টগ্রামে আটক ১৪, ৭ ককটেল উদ্ধার

    চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

    তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে থানার সিটি গেটের কাছে সড়কের পাশ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।

    আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, সকালে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে গাড়ি ভাঙচুর করছিল অভিযুক্তরা। এসময় তারা চারটি গাড়ি ভাঙচুর করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সাতটি ককটেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে দুটি এবং সকালে একটি বাসে আগুন দেওয়া হয়।

    এদিকে, সড়কে অন্য দিনের তুলনায় যান চলাচল কম হলেও অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একইসঙ্গে সব ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন পৌঁছেছে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।

    অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার রাত ৯টা থেকে দুই উপজেলায় বিজিবির টিম টহল শুরু করে। দেশের অর্থনীতির লাইফলাইন নামে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচিতে নানা নাশকতা হয়েছে। সে কারণে আশঙ্কা থেকে বিজিবি মোতায়েন করা হয়।

    গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একইদিন আরামবাগ এলাকায় সমাবেশ করে জামায়াত। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতের কর্মসূচি শেষ হলেও বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ নিহত হওয়া ছাড়াও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

    এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। পর একই কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা দেয় জামায়াতও।

  • বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

    উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মিজানুর রহমান জানান, রাতে নির্বাচনী কার্যালয়ে বসে নৌকার কর্মী সমর্থকরা শুক্রবারের নির্বাচনী প্রচার প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা চলছিল।

    এ সময় হঠাৎ ৭-৮টি মোটর সাইকেল নিয়ে কয়েকজন যুবক নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং দ্রুত সটকে পড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

    দুর্বৃত্তরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। তারা যাওয়ার সময় বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে বলে জানান তিনি।বোয়ালখারী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, ‘আবুর ওপর হামলা কেন? জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ককটেল হামলার ঘটনায় একটি মোটর সাইকেলও পুড়ে গেছে।

    আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, দুটি অবস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু নমুনা দেখা গেছে। আগুনে একটি মোটর সাইকেল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।