Tag: কক্সবাজারে

  • কক্সবাজারে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

    কক্সবাজারে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে একদিনে পৃথকভাবে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১জুন) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃৃথকভাবে এসব রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬জন।

    মৃত্যু হওয়া রোগীরা হলেন- কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইছুলুর ঘোনা এলাকার মো: এছারুল করিম (৩৫), শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মোহাম্মদ করিম (৩০) ও টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।

    কক্সবাজার জেলা হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১জুন) ভোর ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান মো: এছারুল করিম (৩৫), সে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলি ইছুলুরঘোনার বাসিন্দা। সেখানে ব্যবসা করতেন।

    তাদের পরিবারে ৩ সদস্য করোনায় আক্রান্ত। ইতিমধ্যে এক সদস্য সুস্থ হয়ে গেছেন। মো. এছারুল করিমের করোনা লক্ষণ দেখা দিলে তিনি স্যাম্পল জমা দেন। রবিবার (৩১ মে) তার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয় এবং সেখানেই তিনি আজ সোমবার আনুমানিক ভোর ৫টা নাগাদ মৃত্যুবরণ করেন।

    কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়ার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ করিম (৩০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    করোনার উপসর্গ নিয়ে দুই দিন আগে তাকে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই দিনই তার স্যাম্পল সংগ্রহ করা হয়। তবে এখনো রিপোর্ট প্রকাশ হয়নি। মোহাম্মদ করিম মধ্যম নুনিয়াছড়া এলাকার শামসুল আলম প্রকাশ শামসু মাঝির ছেলে।

    একইভাবে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছে। সে টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী। একই দিন বেলা ১১টার দিকে তিনি মারা যান। এর তিনদিন আগে তার করোনার লক্ষণ দেখা দিলে রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন।

    কক্সবাজার সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান জানান, ‘কক্সবাজার জেলায় গত ৬১টি দিনে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে ১৩জন মারা গেছে। আজকের তিনজন সহ মোট ১৬জন নারী পুরুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৭জন। মারা যাওয়া ১৬জনই করোনায় আক্রান্ত।

    মৃত্যু হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১জন, রামু ১জন, টেকনাফে ২জন, উখিয়া ১জন ও চকরিয়া ১জন রয়েছে।

    ২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/রাজীব প্রিন্স

  • কক্সবাজারে একদিনে আরও ৬ জনের করোনা শনাক্ত

    কক্সবাজারে একদিনে আরও ৬ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের করোনা স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

    বাকী ১৪০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। পজেটিভদের মধ্যে চকরিয়া ৪, উখিয়া ১ ও টেকনাফ উপজেলার ১ জন।

    আজ শনিবার (৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

    কক্সবাজারে এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৮০ জনে।

    ২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

  • কক্সবাজারে একদিনে ৬ জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২০ জন

    কক্সবাজারে একদিনে ৬ জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২০ জন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। বাকী ১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

    কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে।

    এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

    সোমবার আক্রান্তের মধ্যে রামু ১ জন, উখিয়া ২ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে।

    সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তার মধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২ জন, রামুতে ১ জন, উখিয়াতে ২ জন।

    ২৪ ঘণ্টা/ইসলাম/আর এস পি

  • কক্সবাজারে ১০ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

    কক্সবাজারে ১০ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে করোনা শনাক্তের ১০ দিন পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন নাইক্ষ্যংছড়ির তুমব্রুর তাবলীগ ফেরত বৃদ্ধ আবু ছিদ্দিক।

    আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছি উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে অ্যাম্বুলেন্স করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন উজেলা স্বাস্থ্য বিভাগ। তার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।

    উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ওই করোনা পজেটিভ সনাক্ত বৃদ্ধ আবু ছিদ্দিক ঢাকা থেকে তবলীগ ফেরত হয়েছিল গত ৬ এপ্রিল। উপজেলা প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেন তাকে। ১৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাঁর। ১৬ এপ্রিল রিপোর্টে পজেটিভ আসে।

    ওই দিন তাকে হোম কোয়ারেন্টেইনে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা দিলেও একদিন পর উর্ধতনের নির্দেশে রোগীকে রাখা হয় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে।

    ন্যাশনাল গাইড লাইনের প্রটোকল অনুযায়ী চিকিৎসা পেয়ে এবং আইসোলেশন থেকে আজ (২৬ এপ্রিল) রবিবার সে মুটামুটি সুস্থ হয়ে বাড়ী ফেরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এর আগে আইসোলেশনে এক সাপ্তাহ ধরে অবস্থান করার পর গত ২৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় তার দ্বিতীয় বারের নমুনা।২৪ এপ্রিল ফলোআপ পরীক্ষায় ওই নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।

    ২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

  • কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম মহিলা চিকিৎসক

    কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম মহিলা চিকিৎসক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে রোববার (২৬ এপ্রিল) ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজন পজেটিভ পাওয়া গেছে।

    তিনি টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত একজন মহিলা চিকিৎসক। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগীসহ হাসপাতালে সব জায়গায় রোগী দেখতেন।

    টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া চিকিৎসা কক্সবাজারে হবে নাকি ঢাকা বা অন্য কোথাও হবে, সেটা পরে জানানো হবে। আপাতত তাকে আইসোলেটেড করে রাখা হয়েছে।

    উল্লেখ্য, এই প্রথম কক্সবাজার জেলায় কোন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলো। রোববার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন। তারমধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে একজন।

    রোববার স্যাম্পল টেস্টের বাকী ৭০ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

    ২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

  • কক্সবাজার মেডিকেলে ৪ জন করোনা সনাক্ত

    কক্সবাজার মেডিকেলে ৪ জন করোনা সনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনা’র স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।

    রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।

    সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।

    কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/ ইসলাম মাহমুদ/ আর এস পি

  • রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের আগে বিদেশিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে : আরআরআরসি

    রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের আগে বিদেশিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে : আরআরআরসি

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে নতুন কোনো বিদেশি যেতে চাইলে তাকে ক্যাম্পে যাওয়ার আগে কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    কোয়ারেইন্টানে থেকে আশংকামুক্ত হলেই রোহিঙ্গা প্রশাসনের অনুমতি সাপেক্ষে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যেতে পারবেন। করোনা ভাইরাস প্রতিরোধে রোহিঙ্গা প্রশাসন এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে।

    তবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগে থেকেই কর্মরত বিদেশিরা এ নির্দেশনার আওতায় পড়বেন না। কারণ তারা আগেই থেকেই ক্যাম্পে কাজ করার কারণে তাদের স্বাস্থ্যগত অবস্থা এখানকার সুস্থ, স্বাভাবিক মানুষের মতোই। এমনটাই জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- আরআরআরসি মো: মাহবুব আলম তালুকদার।

    তিনি আরো জানান, ৩৪টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৪৭টি করোনাভাইরাস আইসোলেশন বেড রেডি করা আছে। প্রয়োজন হলে আরো ১৫০ শয্যার বেড প্রাথমিকভাবে প্রাক-প্রস্তুত করে রাখা হয়েছে। যেটা জরুরিভিত্তিতে ব্যবহার করা যাবে। তবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো এ বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে।

    রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বড়, ছোট, মধ্যম মিলিয়ে প্রায় ২০৭টি স্বাস্থ্যসেবা বিষয়ক কেন্দ্রে গত এক সপ্তাহ ধরে এ সেবা জোরদার করা হয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রেগুলোতে থার্মাল স্ক্যানারসহ কোনো পরীক্ষা সামগ্রীর অপ্রতুলতা নেই। আধুনিক সব পরীক্ষা সামগ্রী রয়েছে।

    জাতিসঙ্ঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এর নির্মিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যে খালি ভবনগুলো রয়েছে, জরুরি অবস্থায় প্রয়োজনে সেগুলোও ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। রোহিঙ্গা প্রশাসন থেকে এ বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। উচ্চ পর্যায়ের হেলথ মনিটরিং টিম এসব ব্যবস্থা ও করণীয় বিষয়ে নিয়মিত মনিটরিং করছে।

    আরআরআরসি মো: মাহবুব আলম তালুকদার আরো বলেন, দেশের স্বাস্থ্য বিভাগীয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলোর প্রেরিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি বার্মিজ ভাষায় অনুবাদ করে ক্যাম্পে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে বিলি করা হচ্ছে। যাতে রোহিঙ্গা শরনার্থীদের সেগুলো বুঝতে সুবিধা হয়।

    রোহিঙ্গা শরণার্থীদের আতংকিত না হয়ে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ক্যাম্পে প্রচুর কাজ করা হচ্ছে। সীমান্ত দিয়ে যাতে মিয়ানমারের কোনো নাগরিক সহজে এদেশে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশনা দেয়া হয়েছে।

    এছাড়া, উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকার চলমান লার্নিং সেন্টার, মাদরাসা, মক্তব গত ১৭ মার্চ মঙ্গলবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

    কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

    বুধবার (১৮ই মার্চ) বিকাল ৪ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে। বিকেল চারটা থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সরে যেতে বলা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

    অপরদিকে, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
    এদিকে, করোনা ভাইরাস নিয়ে কক্সবাজার জেলাবাসিকে বিভ্রান্ত এবং আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

    তবে বলেছেন, সর্তক থাকতে হবে। হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশন সহ সবধরনের জনাসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো খবর : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

    বুধবার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড় ছোট-বড় যানবাহনসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/ইসলাম মাহমুদ/আর এস পি..

  • কক্সবাজারে র‌্যাবের হাতে ঘুষের টাকাসহ ধরা এলএ শাখার সার্ভেয়ার

    কক্সবাজারে র‌্যাবের হাতে ঘুষের টাকাসহ ধরা এলএ শাখার সার্ভেয়ার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার ওয়াসিমকে ঘুষের ৬ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাব।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শহরের বাহারছড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

    এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বেশকিছু চেক ও নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। একই দিন সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌসের বাসায় অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিও মেজর মেহেদী হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরে পৃথকভাবে এই অভিযান চালানো হয়।

    র‌্যাব জানিয়েছে, কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • কক্সবাজারে সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১২ নারী ও তিন শিশুর মৃত্যু

    কক্সবাজারে সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১২ নারী ও তিন শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজারে ট্রলার বোঝাই করে প্রায় ১৩০ জন যাত্রী নিয়ে মালেয়শিয়া যাবার পথে টেকনাফে বঙ্গোপসাগরের ছেঁড়াদ্বীপের কাছেই ডুবে গেছে ট্রলারটি।

    এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। নিহতদের মধ্যে ১২ জন নারী ও তিনজন শিশু রয়েছে এবং সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।

    ট্রলার ডুবির ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে জানিয়ে এখন পর্যন্ত ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বললেন সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক।কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবি

    তিনি বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে দুর্ঘটনাটি ঘটে। ট্রলার ডুবে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় ডুবুরি, নৌ বাহিনী ও পুলিশের সহায়তায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল।

    জানা যায়, গতকাল রাতে দালালের হাত ধরে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলারে প্রায় আড়াইশ যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ১৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

    সেন্টমার্টিন নৌ বাহিনীর অফিসার ইনচার্জ লে কমান্ডার এস এম জাহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে টেকনাফের নোয়াখালী নামক ঘাট থেকে ট্রলারটি ছেড়েছিল। স্থানীয় ২ জন দালালের হাত ধরে প্রায় ১৩০ জন যাত্রী নিয়ে মালেয়শিয়া যাবার পথে টেকনাফের ছেঁড়াদ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায়।

    আজ মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার এবং পাশাপাশি ৭০ জনকে জীবিত উদ্ধার করার তথ্য নিশ্চিত করে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে বললেন এ কর্মকর্তা।

    উদ্ধার হওয়া জীবিত কয়েকজন রোহিঙ্গার সাথে কথা হলে তারা জানায়, দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের হয়ে তারা মালয়েশিয়া যাচ্ছিলেন। ডুবে যাওয়া ট্রলারটিতে ২ দালালও ছিলো। তারা লাইফ জ্যাকেট পড়ে থাকায় ট্রলার ডুবির সাথে সাথেই তারা সাঁতরে পালিয়ে যায়।

  • কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

    কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

    কামরুল ইসলাম দুলু,কক্সবাজার থেকে ফিরে : সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও জমকালো ফ্যামিলী নাইট অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার দিনব্যাপী কক্সবাজারের হোটেল অস্কারের হলরুমে জমকালো এ ফ্যামেলী নাইট অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবার এবং অতিথি মিলিয়ে বিশাল বহর নিয়ে শুক্রবার সকালে সীতাকুণ্ড থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্যেশে রওয়ানা হয়। সারাদিন সমুদ্র বীচে বেড়ানোর পর প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সংঞ্চালনায় সন্ধ্যা ৭ টা থেকে বিশাল হল রুমে শুরু হয় জমকালো ফ্যামেলী নাইট। চোখ জুড়ানো আলোকসজ্জায় সজ্জিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত উক্ত ফ্যামেলী নাইটে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র।

    সমুদ্র সৈকতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যবৃন্দ

    এছাড়া গুণীজন সংবর্ধনা এবং সীতাকুণ্ডের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান পরিবেশিত হয়। এছাড়া রাঙ্গামাটির উপজাতি শিল্পীদের বিভিন্ন নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

    উক্ত ফ্যামেলি নাইটে প্রেসক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ড প্রেসক্লাবের তিন সাবেক সভাপতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও রাজনীতি, ব্যবসায়ী, সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।

    অনুষ্ঠানে ইপসার পক্ষ থেকে সকল সাংবাদিকদের আড়াই হাজার টাকার গিফট হ্যাম্পার তুলে দেন ইপসার প্রধান নির্বাহী আরিফুল রহমান।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের বনভোজনের ফ্যামেলী নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, কক্সবাজারের পুলিশ সুপার ফজলে রাব্বি, শিল্পপতি মাষ্টার আবুল কাশেম, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইপসার পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, বাদশা সিএনজি ফিলিং ষ্টেশানের সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইন, সংগীত শিল্পী শান্তা দাশ, অনন্যা বড়ুয়া, নয়ন চক্রবর্তীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    র‌্যাফেল ড্র তে প্রথম পুরস্কার বিজয়ী হয়ে ফ্লিজ জিতে নেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, দ্বিতীয় পুরস্কার ৩২ইঞ্চি এলসিডি টিভি বিজয়ী হন শুকতারা পার্কের মালিক কপিল উদ্দিন, তৃতীয় পুরস্কার এয়ার কুলার জিতে নেন হাকিম মোল্লা।

    এছাড়া ১৮টি পুরস্কার লিটন কুমার চৌধুরী, জহিরুল ইসলাম, নাছির উদ্দিন অনিক, পলাশ চৌধুরী, দেলোয়ার হোসাইন, কামরুল ইসলাম দুলু, এস এম ইকবাল হোসেন, রাকেশ চৌধুরী, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম রুবেল, দীপ্ত চক্রবর্তী বিজয়ী হন।

  • কক্সবাজারে ইয়াবা সেবনে তরুণীর মৃত্যু

    কক্সবাজারে ইয়াবা সেবনে তরুণীর মৃত্যু

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে স্বর্না রশিদ (২২) নামোর এক তরুনীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কক্সবাজারের একটি হোটেলে এই ঘটনা ঘটে। স্বর্না রশিদ প্রাইভেটে ব্রিটিশ কাউন্সিলে “এ লেভেল” এ অধ্যায়নরত ছিলো । নিহত স্বর্না বাড়ি ঢাকার কোতোয়ালী এলাকার। তার পিতার নাম হারুনুর রশিদ পাপ্পু।

    কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, স্বর্না রশিদ বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে আসে। তারা কক্সবাজার শহরের কলাতলীর হোটেল জামান নামে একটি হোটেলে অবস্থান করছিলো। অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে স্বর্না গুরুতর অসুস্থ হয়েপড়ে। মূমুর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনাহলে স্বর্নার মৃত্যু হয়। পুলিশ মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

    জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান-‘ সন্ধ্যার পর মেয়েটিকে জরুরি বিভাগে যখন আনা হয় তখন আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিটে ভর্তি দিয়েছিলাম। কিন্তু তারা ঢাকায় ফিরে যাবার কথা বলে সিটে ভর্তি না হয়ে ফিরে যান হোটেল কক্ষে।’

    ডাঃ শাহীন আরো বলেন, সঙ্গীরা মাদকসেবী মেয়েটিকে নিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আবারো হাসপাতালে আসেন। তখর রাত আনুমানিক সাড়ে ৯ টা। ডাঃ শাহীন মেয়েটিকে পরীক্ষা করে দেখেন ততক্ষনে তার প্রাণ বায়ু নিভে গেছে। ডাঃ শাহীনের মতে বেশী পরিমাণে (ওভার ডোজ) ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে।