Tag: কক্সবাজারের

  • পর্যটক শুন্য কক্সবাজারের সমুদ্র সৈকত

    পর্যটক শুন্য কক্সবাজারের সমুদ্র সৈকত

    ২৪ ঘন্টা ডট নিউজ। ইসলাম মাহমুদ, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে করোনা ভাইরাস প্রতিরোধে সবধরনের জনসমাগম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

    এদিকে, বৃহস্পতিবার সকালে হিমছড়ি, ইনানী, কক্সবাজার সৈকতে পর্যটক চোখে পড়েনি। চারিদিকে শূন্যতা বিরাজ করছে। আবাসিক হোটেলগুলোতে চোখে পড়ার মতো কোনো পর্যটক নেই। আবাসিক হোটেলের মালিকরা প্রশাসনের নির্দেশনা মেনে চলছে।

    প্রশাসনের ঘোষণার পর থেকে কক্সবাজারে পর্যটক আগমন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীবাহী বাস তল্লাসি করতে চকরিয়ায় বসানো হয়েছে চেকপোস্ট।

    বিভিন্ন বাস কাউন্টার ও জনসমাগমের জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারপত্র বিলিসহ সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। যেসব পর্যটক বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন তারা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন। তবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির পর কোনো আবাসিক হোটেলে নতুন বুকিং নেয়া যাবে না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

    জেলা প্রশাসন সূত্র জানায়, যেসব পর্যটক ইতিমধ্যে হোটেলে অবস্থান করছেন তাদেরও ফেরত যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কোনো পর্যটক, পিকনিক পার্টি, কনফারেন্স বা অন্য কোন জমায়েত ও সমাবেশের উদ্দেশ্যে কক্সবাজার শহরে কেউ যাতে আসতে না পারে সেজন্য কক্সবাজার-চট্টগাম মহাসড়কের চকরিয়ার হারবাং পয়েন্টে জেলা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

    এদিকে, হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার দায়ে বিদেশফেরত চার প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফকরুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ এবং কক্সবাজারকে করোনামুক্ত রাখতে জনসমাগম বন্ধ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমুদ্রসৈকতে দেশি-বিদেশি পর্যটক যাতে সমাগম না হয় সে জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। সভা-সমাবেশসহ সব ধরনের জনসমাগম না করার নির্দেশনার কথা জানান এ কর্মকর্তা।

    কক্সবাজারে দেশি-বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছো। তাই করোনাঝুঁকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • বাঁশখালী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার উল্টে গেছে কক্সবাজারের কুতুবদিয়ায়

    বাঁশখালী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার উল্টে গেছে কক্সবাজারের কুতুবদিয়ায়

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে।

    আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস। তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়ায় আল্লামা শাহ আব্দুল মালেক শাহ আল কুতুবীর বার্ষিক ওরশে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি ট্রলার উল্টে যাওয়ার ঘটনা শুনেছি।

    তবে এখনো হতাহত বা উদ্ধারের সঠিক কোন তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে থানা পুলিমের একটি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার

    কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে গোপন সূত্রের খবরে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

    কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লে. (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক পৃথক অভিযানের বিষয়ে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কক্সবাজারের টেকনাফ থানার আওতাধীন নোয়াখালী পাড়ার মেরিন ড্রাইভ ও শাহপুরী দ্বীপের প্যারাবন এলাকায় অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড।

    তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ইয়াবা কারবারিরা পালিয়ে যাওয়ায় দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।অভিযানস্থল থেকে দুটি বস্তা ও একটি জেরিকেন উদ্ধার করে সেখান থেকে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনা হয়েছিল বলে ধারণা করছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া। তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

  • তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    ইসলাম মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে আটকাপড়া বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক অবশেষে স্বস্থি নিয়ে ফিরেছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার (১১ নভেম্বের) বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট পৌঁছান তারা। 

    এসময় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পর্যটকদের হাতে ফুল ও চকলেট তুলে দেন স্থানীয় প্রশাসনের লোকজন।

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায় তারা সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন। তবে আবহাওয়া ভালো হয়ে আসায় জাহাজ পৌছানোর আগেই আজ সোমবার সকালে কাঠের ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফে ফিরে আসেন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সকালে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ থেকে তিনটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ে। আবার এসব জাহাজ ফেরার সময় আটকাপড়া পর্যটকদের নিয়ে আসে।

    কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদ ও সমুদ্র শান্ত আছে। ফলে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।

    সোমবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন কিছু লোকজন নিয়ে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যায়। একই দিন সন্ধ্যায় এসব জাহাজে করে আটকাপড়া পর্যটকরা ফিরে আসে।

    তিন দিন আটকে থাকার পর আজ ফিরে আসা পর্যটকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬০ জনের একটি দল। এই দলের নেতা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আমরা একটু ভয়ে ছিলাম। তবে ছাত্রদের নিয়ে ফিরে এসেছি এটা অনেক বড় বিষয়। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন খুবই অপরিষ্কার ছিল। ফলে সবাইকে নিয়ে একদিন বিচ পরিষ্কার করছি।’

    ঢাকা মিরপুর থেকে পরিবার নিয়ে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছিলেন অন্তরা নামে এক নারী। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘প্রথমবারের মতো দ্বীপে এসেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত তিন দিন আটকে ছিলাম। সন্তানদের নিয়ে অনেক টেনশন করেছিলাম। তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনেক সহযোগিতা পেয়েছি।’

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের ফেরত আনা হয়েছে। তারা সবাই ভালো আছেন। অনেকে নিজ নিজ বাড়ির পথে রওনাও দিয়েছেন। আসলে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। অবশেষে পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। এখন স্বস্তিতে আছি।

  • সেন্টমার্টিন থেকে ট্রলারে করে ফিরছেন পর্যটকরা

    সেন্টমার্টিন থেকে ট্রলারে করে ফিরছেন পর্যটকরা

    কক্সবাজার প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে আটকা পড়া কিছু পর্যটক ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে চারটি স্পিডবোট ও তিনটি কাঠের ট্রলার নিয়ে দেড় শতাধিক পর্যটক টেকনাফে পৌঁছান। এর মধ্যে কিছু স্থানীয় বাসিন্দাও রয়েছেন।

    এর আগে সকালে পর্যটকদের আনতে টেকনাফ থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। জাহাজ তিনটি এরই মধ্যে দ্বীপে পৌঁছেছে।

    বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে টেকনাফ শাহপরীর দ্বীপের জেটি ঘাটে পৌঁছান পর্যটক তৌহিদ আলম। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকায় আমরা বন্ধুরা মিলে কাঠের ট্রলারে করে এসেছি। দুই দিন দ্বীপে আটকা ছিলাম। দ্বীপটি সাগরের মাঝখানে হওয়ায় ভয়টা খুব বেশি কাজ করছিল। তবে সেখানকার প্রশাসন ও স্থানীয় লোকজন অনেক সহযোগিতা করেছেন। এখন ফিরতে পেরে খুব ভালো লাগছে।’

    তার মতে, সকাল থেকে কাঠের ট্রলার ও স্পিডবোট নিয়ে দেড় শতাধিকের মতো পর্যটক ও স্থানীয় লোকজন টেকনাফ এসেছেন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আসার সময় নাফ নদীর মাঝখানে পর্যটকবাহী জাহাজ দ্বীপের দিকে যেতে দেখেছি। আমাদের আনতে জাহাজ যাবে জানলে ট্রলার নিয়ে আসতাম না। কেননা সাগরে এখনও ঢেউ রয়েছে।’

    এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চারটি স্পিডবোট ও তিনটি কাঠের ট্রলারে কিছু লোকজন টেকনাফ ও শাহপরীর দ্বীপে পৌঁছেছেন। দুপুরে দ্বীপে আটকা পড়া পর্যটকদের নিতে আসা জাহাজ পৌঁছেছে। তাদের ভালোমতো জাহাজে তুলে দেওয়া হবে। তাদের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।’

    টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘পর্যটকদের ফিরিয়ে আনতে জাহাজ দ্বীপে পৌঁছেছে। বিকালে তাদের নিয়ে টেকনাফে পৌঁছানোর কথা রয়েছে। তবে কিছু লোকজন ট্রলারে করে টেকনাফে এসেছেন বলে খবর পেয়েছি। জাহাজ পাঠানোর পরও কেন ট্রলারে করে লোকজন আসছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

  • কক্সবাজারে সৈকতের ঝাউবন থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

    কক্সবাজারে সৈকতের ঝাউবন থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

    কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে মোহাম্মদ তারেক (২১) নামে হাত-বাঁধা অবস্থায় ইজিবাইক (টমটম) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবনের বেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত তারেক শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে। সে একজন টমটম (ইজিবাইক) চালক।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চোখে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার হাত- পা বাঁধা ছিল।

    পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।