Tag: কথিত সাংবাদিক

  • লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে লোহাগাড়ার কথিত সাংবাদিক নামধারী টাউট মো: হেলাল উদ্দিন (২৩) ও তার ছোট ভাই বেলাল উদ্দিন (২১) সহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি টিম। এ সময় পাচার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকার চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে তাদেরকে আটক করা হয়।

    অভিযানে আটককৃতরা হল- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উত্তর হরিণা চৌধুরী পাড়ার আবুল কাশেম ওরফে মাইক কালুর ছেলে মো. হেলাল উদ্দিন (২৩), মো. বেলাল উদ্দিন (২১) ও চরম্বা এলাকার আব্দুল বারীর ছেলে নুরুল আমিন (৩৩)।

    ইয়াবাসহ আটক হেলাল দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক দাবী হরে আসছিল। সে কখনো অনলাইন টিভির প্রতিনিধি আবার কখনো ভুঁইফোড় পত্রিকার প্রতিনিধি পরিচয়ে এলাকায় খুব দাপটের সাথে চলতেন।

    জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হারবাং চৌধুরী নুর ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম অভিমুখী তিনটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর ও নিজ হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় থাকা ২৪,৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা বলেও জানান তিনি।

    জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। ইতোপূর্বে বেলাল ফেনী জেলা ডিবির হাতে ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ