২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় ডিবি পুলিশ পরিচয়ে এক ঠিকাদারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া ৬ পুলিশ সদস্যের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সার এই আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক হুমায়ূন কবির।
তিনি জানান, এক ঠিকাদারকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার ৬ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্ত ৬ জনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর গত ৭ ফেব্রুয়ারি সিএমপির ৬ পুলিশ সদস্যকে সিএমপি হেড কোয়ার্টার থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত ছয় পুলিশ সদস্য হলেন- সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের বডিগার্ড মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপ কমিশনার গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) মনজুর মোরশেদের বডিগার্ড মো. মাসুদ, দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত শাকিল খান ও এস্কান্দর হোসেন, সিএমপির সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম ও ডিবিতে (উত্তর) কর্মরত আবদুল নবী। এরা সবাই কনস্টেবল পদে কর্মরত।
২৪ ঘণ্টা/রাজীব