Tag: কন্যা সন্তান

  • মা-বাবা হলেন তিশা-ফারুকী

    মা-বাবা হলেন তিশা-ফারুকী

    নতুন বছরের শুরুতে তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

    বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার এক হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে বলে তিশার ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

    মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন; মা ও বাবার নামের সঙ্গে মিলিয়ে কন্যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

    গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এক ফেইসবুক পোস্টে ফারুকী জানিয়েছেলেন, শিগগিরই তাদের ঘরে নতুন অতিথি আসছে।

    ২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা।

    ‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।

    গত বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা।

  • পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    আবারো বাবা হলেন কিংবদন্তী অলরাউন্ডার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এবারও আফ্রিদি-নাদিয়া দম্পতির কোল আলোকিত করে এসেছে কণ্যা সন্তান। এ নিয়ে পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    আফ্রিদির আগের সন্তানের নাম- আকনা, আনসা, আজয়া ও আসমারা। পঞ্চম সন্তানের নাম এখনো ঠিক করেননি আফ্রিদি।

    আফ্রিদি ভক্তদের সুখবর দিয়ে লিখেছেন, ‘সর্বশক্তিমানের অসীম আশীর্বাদ ও করুণা আমার উপর। ইতোমধ্যে চারটি কন্যা আমাকে দেয়া হয়েছে, আমি এখন পঞ্চম কন্যা সন্তানের বাবা। আলহামদুলিল্লাহ। আমার শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিচ্ছি।’

    ৩৯ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে ২২ বছর ক্রিকেট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো এ ক্রিকেটার নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

  • কন্যা সন্তানের পিতা হলেন তামিম

    কন্যা সন্তানের পিতা হলেন তামিম

    পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জনক হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কার্ডে মেয়ের নাম লিখে খবরটি নিশ্চিত করেন তামিম।

    পোস্ট করা কার্ডটি হলো হাসপাতাল বুমরুনগার্ড ইন্টারন্যাশনালের। যেখানে ‘আই এম এ গার্ল’ লেখা সম্বলিত কার্ডটিতে হাতে লেখা তামিমের মেয়ের নাম-মিস আলিশবা ইকবাল খান।

    এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দীকী। তামিম-আয়েশা দম্পত্তির সেই পুত্র সন্তানের নাম আরহাম ইকবাল খান। আর ২০১৩ সালের ২২ জুন দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশা সিদ্দীকীকে বিয়ে করেছিলেন তামিম।