Tag: কবরের পাশে

  • বিয়ের আগেই মৃত্যু প্রবাসী সজিবের! লাশ মিলল শিকলবাহা কবরের পাশে

    বিয়ের আগেই মৃত্যু প্রবাসী সজিবের! লাশ মিলল শিকলবাহা কবরের পাশে

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : বিয়ের মাত্র ৮দিন আগেই মৃত্যু হলো প্রবাস ফেরত যুবক পটিয়ার বাসিন্দা রাইহানুল ইসলাম সজিবের (২৫)। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার একটি কবরের পাশ থেকে মিলে এ দুবাই প্রবাসী যুবকরে মরদেহ। 

    আজ ১৮ জানুয়ারি শনিবার সকালে কর্ণফুলী থানা পুলিশ তার মরদেহ শিকলবাহা সরোয়াদ্দীন জামে মসজিদের পাশের একটি কবরের পাশ থেকে উদ্ধার করেছে। নিহত সজিব পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আতাউর রহমান চৌধুরীর পুত্র।

    প্রবাসীর চাচা শহীদুল আলী মনজু জানিয়েছেন, প্রবাসী সজিবের বিয়ে অনুষ্ঠান ছিল আগামী শনিবার। ইতোমধ্যে তার আকদ্ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে তার আত্মীয়-স্বজনদের বিয়ের দাওয়াত দিতে সে বস্থ হয়ে পড়ে। শুক্রবার দাওয়াত দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ঘরে ফিরেনি।

    এ বিষয়ে নগরীর বাকলিয়া থানায় একটি অভিযোগ করলে পুলিশ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে প্রবাসী সজিবের অবস্থান জানতে পারে। পরে কর্ণফুলী থানা পুলিশ শিকলবাহা এলাকার একটি কবরের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে প্রেরণ করেছে।

    কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানিয়েছেন প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। কি ঘটনা এখনো নিশ্চিত হননি। তবে নাকে ও মুখে রক্ত পাওয়া গেছে।

  • সেই চেয়ারে আর বসবেন না সাংসদ বাদল!

    সেই চেয়ারে আর বসবেন না সাংসদ বাদল!

    পুজন সেন, বোয়ালখালী :  চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মরদেহ দেশে আসবে কাল শুক্রবার (৮নভেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান।

    সাংসদ বাদলের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি সারোয়াতলীর খান মহলে শুনশান নিরবতা। খান মহলের সামনে চলছে শেষ বারের মতো প্রিয়মুখ বাদলকে শ্রদ্ধার সাথে বিদায় জানানোর প্রস্তুুতি। খান মহলে অন্দরে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ভাই বোন স্বজনরা। ৫ ভাই ও ৩ বোনের মাঝে বাদল তৃতীয়।

    কথা হয় সাংসদের ছোট ভাই মনির উদ্দীন আহমদ খানের সাথে। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বাড়িতে আসলে ড্রয়িং রুমে সেই চেয়ারে তিনি (বাদল) আর বসবেন না। ভাইটি সেতুর জন্য পদত্যাগ করবেন বলেছিলেন। পদত্যাগের আগেই পরপাড়ে চলে গেলেন তিনি।

    তিনি জানান, বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ত্রিদেশীয় কমিটির সেক্রেটারী জেনারেল হিসেবে এ কমিটি সভায় যোগ দিতে তিনি গত ১৮ অক্টোবর কলকাতা যান। এরপর ২৫ অক্টোবর বেঙ্গালুর নারায়ণা হৃদয়ালয়ে চেকআপ করাতে যান।

    সেখানে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরে তিনি দ্বিতীয়বারের মতো ব্রেন স্টোক করেন এবং তাঁর নিউমোনিয়া ধরা পরে। তখনই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

    এরই মধ্যে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার পাশেই দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছলেই জানাযার সময় নির্ধারণ করা হবে।