Tag: কবলে

  • বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : বরের বাড়িতে বৌ-ভাতের দাওয়াত খেয়ে কনেপক্ষের ৫০ জন লোক নিয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়ে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকা। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে কনের বাবাসহ চারজন নিখোঁজ হয়।

    গতকাল ২৭‌মে বুধবার বিকেলে কুড়িগ্রাম উ‌লিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের বকসীগঞ্জ বাজার থে‌কে পূর্বদি‌কে সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে।

    নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু ইসলাম (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

    উ‌লিপুর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউ‌নিয়‌নের কলাকাটারচর নামক স্থা‌নে বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। সাত‌ভিটা নামক স্থা‌নে নৌকাটি পৌছালে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে ডু‌বে যায়। এসময় অ‌নে‌কে সাঁত‌রে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও কনের পিতা ও আ‌মেনা বেগম না‌মে এক নারীসহ চারজন নি‌খোঁজ হন।

    খবর পে‌য়ে উ‌লিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এ‌সে পুণরায় উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।

    উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অ‌ভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অ‌ভিযা‌নে অংশ নে‌বেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কবলে পড়েছে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।

    সোমবার সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে এ তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে নামার কথা থাকলেও ঘন কুয়াশার কবলে পড়ে ফিরে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

    বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে এ তিনটি আন্তর্জাতিক বিমান ফিরে গেছে ঢাকা বিমান বন্দরে।

    তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সকাল ৯টার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠা নামা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছেড়েছে।

    এছাড়া ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।