Tag: কবি

  • রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিনে কবির স্মৃতিবিজড়িত রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন।

    আজ ২৫ মে বুধবার সকালে রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    এ সময় পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম ইউসুফ চৌধুরীর পরিবারবর্গের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু ছালেক, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন।

    উল্লেখ্য ১৯৩৩ সালে রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় দুই দিন অবস্থান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় সাহিত্য সম্মেলনে কবিকে দেখতে রাউজানের ঢেউয়া হাজীপাড়া লোকে লোকারণ্যে পরিণত হয়েছিল।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

  • অনলাইনে প্রকাশ হল কাতার প্রবাসী কবি এম এ হাসনাত মানিকের কবিতা “নারী তুমি আমার মা”

    অনলাইনে প্রকাশ হল কাতার প্রবাসী কবি এম এ হাসনাত মানিকের কবিতা “নারী তুমি আমার মা”

    সাহিত্য ডেস্ক : কবি এম এ হাসনাত মানিক একজন কাতার প্রবাসী। বাড়ি চট্টগ্রাম শহরে। লিখছেন দীর্ঘদিন ধরে।

    বর্তমানে কাতারে থেকেও তিনি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি তুলে ধরছেন তার কবিতা ও লেখনির মাধ্যমে। তিনি চান বিদেশের মাটিতে নিজের দেশের সাহিত্য-সংস্কৃতি গড়ে উঠুক।

    দীর্ঘদিন থেকে তার লেখা কবিতাগুলো বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। অনলাইনে অনেক গুণীজন তার কবিতাগুলো পড়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার শুভ কামনা জানিয়েছেন।

    সম্প্রতি কাতার প্রবাসি এ কবি অনলাইনে মাকে নিয়ে নতুন করে আরো একটি চমৎকার কবিতা উপহার দিয়েছেন অনলাইন পাঠকদের জন্য। তার এবারের কবিতার নাম করণ করা হয় “নারী তুমি আমার মা”।

    তার এবারের কবিতাটি তিনি উৎসর্গ করেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী ও লাকী জাগরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লাকী আহমেদকে।

    মাকে নিয়ে লেখা অসাধারণ কবিতাটি ইতিমধ্যে পাঠকের মন জয় করে নিয়েছে। তার কবিতাটি পড়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সাংবাদিক রাজীব সেন প্রিন্স, বিশিষ্ট কথা সাহিত্যিক শাম্মী তুলতুল, কবি ও রন্ধনশিল্পী তানজিন তিপিয়া ও কবি শেখ তাহরীম তাহসীর।

    এম এ হাসনাত মানিকের কবিতাটি পাঠকদের জন্য নিম্নে প্রকাশিত হলো :

    “নারী তুমি আমার মা”
    -এম এ হাসনাত মানিক

    নারী তুমি তো মা, আর আমি তোমার নারী ছেড়া ধন,
    নারী তুমি তো সেই মায়ের কন্যা
    যে মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে।

    নারী তুমি আমার মায়ের কষ্টে লালন করা, আদরের ঘরের দুলালী,
    নারী তুমি তো সেই নারী
    ক্ষুদার্থ তৃষ্ণা নিবারণে
    যে মায়ের বুকের স্তন,
    তুমি আর আমি একি সাথে পান করেছি।

    নারী তুমি তো পিতা-মাতার স্নেহ ছেড়ে,
    আজ আমার ঘরের আদর্শ, একজন শিশুর মা,
    নারী তুমি বীরঙ্গনা, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে
    মুক্তিকামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
    দেখেছি তোমার আত্মত্যাগ।

    নারী তোমার কারনে আজ পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ড ভালো লাগা,
    অগণিত সুখের পরশ তুমি
    সবই যদি নারী তুমি হও
    কেন আজ গৃহহীন তুমি?
    সবই আছে তোমার, কেন আজ পরিবার নামক বিবেকহীন মানুষগুলো পাঠালো তোমাকে বৃদ্ধাশ্রমে?

    বিবেক কেন আজ পদদলিত
    কেন আজ নারী হয় বারবার ধর্ষিতা!
    নারী তোমার ছোট্ট ঘর বে যদি আমার,
    দশ মাস দশ দিন লালন হয়
    আজ কেন শহরের বড় অট্টালিকা আর ফ্ল্যাট এ তোমার
    স্থানের বড্ড অভাব?

    নারী কেন আজ তোমার প্রতি হিংস্র বর্বরতা,
    বারবার ধর্ষিতা তুমি কেন আজ পথে ঘাটে!
    কোথায় গেল আজ বড় বড় বিবেক গুলি,
    মৃত্যুর পরও লাশকাটা ঘরে শুনি তোমার আত্মনাদ?
    আজ কি বলবে?

    সেখানে পোশাকের অপরাধ।
    হায়রে বিবেক বিকারগ্রস্থ মস্তিস্ক!
    একটু ভাবুন নারী আমার মা,
    নারী আমার বোন, নারী আমার ভালোলাগা, নারী আমার সহধর্মিনী,
    নারী একজন শিশুর আদর্শ মা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • প্রবাসী কবি মান্না’র পাঁচটি বই অমর একুশে গ্রন্থমেলায়

    প্রবাসী কবি মান্না’র পাঁচটি বই অমর একুশে গ্রন্থমেলায়

    আরব আমিরাত প্রতিনিধি : আরব আমিরাত প্রবাসী কবি, মোহাম্মদ মনির উদ্দিন মান্নার পাঁচটি বই এখন অমর একুশে গ্রন্থমেলায়। বইগুলো হলো ‘শেষ বিদায়’ ‘বিজয় থেকে বিজয়ে’ ‘তোমাকে হারিয়েছি কেন’ ‘হৃদয়ে বাংলাদেশ’ ও ‘লাল সবুজের পতাকা’। বইগুলো প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনা।

    জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মোহাম্মদ মনির উদ্দিন মান্না বলেন, ছোটবেলা থেকেই কবিতার প্রতি ছিল তার ভালোবাসা। তাছাড়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে সবসময় তাড়া করে বেড়াতো। সে থেকেই তার ইচ্ছে জাগে তিনি কবিতা লিখবেন এবং কবি হবেন। আজ তার পাঁচটি বই অমর একুশে গ্রন্থমেলায়।

    নিভৃতপ্রিয়, প্রচারবিমুখ প্রকৃতিপ্রেমী মনির উদ্দিন মান্না বলেন, বর্তমান সমাজে আলো ও কালো দুই দিকেরই সমান প্রতিফলন এবং তার চোখে দেখা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এসব নিয়েই তুলে ধরেছেন তার বইগুলোতে। তাই সমাজ ও প্রকৃতিবিষয়ক তার কর্মপরিধির এ বইগুলো পাঠকপ্রিয়তা পাবে এবং পাঠক সমাজ কিছুটা হলেও সমাজ, পরিবেশ ও প্রকৃতিকে ভালোবাসতে শেখার পাশাপাশি সচেতনও হতে পারবে বলে মনে করেন তিনি।

    মনির উদ্দিন মান্নার বইগুলো পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় নন্দিতা প্রকাশনা স্টলে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশের প্রতিটি জেলার বইমেলায়ও পাওয়া যাবে নন্দিতা প্রকাশনার স্টলে।