Tag: কমিটি গঠন

  • সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, আহ্বায়ক সেলিম সদস্য সচিব সাহেদ

    সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, আহ্বায়ক সেলিম সদস্য সচিব সাহেদ

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

    মঙ্গলবার ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল আফছার ভুঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নব গঠিত আহ্বায়ক কমিটিতে কাজী মো: সেলিম উদ্দিনকে আহবায়ক এবং কোরবান আলি সাহেদকে সদস্য সচিব করা হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সীতাকুণ্ড উপজেলাসহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ১১টি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ সায়েদুল হক, মেহেদী হাসান, মোঃ ঈসমাইল, সওকত আলি, হায়সাম সিদ্দিকী জনি, এবং সদস্য হিসেবে কামরুল হোসেন, জামশেদ আলম, ইকবাল হোসেন, মোঃ হাসান উদ্দিন, আমানত উল্লা সুমন, ইমরান হোসেন মুন্না, রাশেদুল আলম, আলী হায়দার রনি, আব্দুল ওয়াহেদ মুরাদ, হুমায়ুন হাসান লিংকন, মোঃ সালাউদ্দিন, আবদুল্লাহ আল নোমান এবং মোঃ আরিফ হোসেন এর নাম ঘোষণা করা হয়।

    দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ৬০ ( ষাট) দিনের মধ্যে নিজ ইউনিটের আওতাধীন শাখার কমিটি নিজ জেলা বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

    মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

    আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন শাখার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির মিরসরাই উপজেলা শাখা।

    শনিবার (২০ জুন) বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কমিটি ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

    এর আগে মিঠছরায় এক বর্ণাঢ্য কাউন্সিলে সভাপতি পদে শামছুল আলম দিদার এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন।

    মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শনিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের এক সভায় মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলীয় কর্মকান্ডে নতুন উদ্যোমের সূচনা হবে।

    কমিটির অনুমোদন দেওয়ায় মিরসরাইয়ের গনমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অন্যতম রুপকার ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল সহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মিরসরাই ইউনিয়ন কমিটি ঐক্যবদ্ধ। মিরসরাই সদর ইউনিয়ন কমিটি অনুমোদনের মাধ্যমে সকল নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অনুপ্রেরণা পাবে। আওয়ামী লীগের মিরসরাই উপজেলা কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন অনুমোদিত এই কমিটি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের সোনাইছড়ি কৃষক লীগের সভাপতি মামুন,সম্পাদক নুরউদ্দিন

    সীতাকুণ্ডের সোনাইছড়ি কৃষক লীগের সভাপতি মামুন,সম্পাদক নুরউদ্দিন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল হক।

    এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। সন্মেলনে সফিউল গাউস চৌধুরী মামুনকে সভাপতি ও নুর উদ্দীন জাহেদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনির আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, তৌহিদুল আলম চৌধুরী, মহিউদ্দীন মঈন, খায়ের হোসেন প্রমুখ।

  • রাউজান ডাবুয়া সমিতির কমিটি গঠন : সভাপতি চন্দন, সম্পাদক জসিম

    রাউজান ডাবুয়া সমিতির কমিটি গঠন : সভাপতি চন্দন, সম্পাদক জসিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান ডাবুয়া সমিতির বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার সংগঠনের সভাপতি চন্দ্রন মল্লিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোরশেদুর আলমের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কলেজের অধ্যাপক আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ডা. সুকান্ত চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ শাহ্জাহান, মোঃ আলী, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, শিতল মেম্বার, সুজিত বাবু, মোঃ জসিম উদ্দিন, মাষ্টার বিজয়, রফিক মোহন দে প্রমুখ।

    দ্বিতীয় অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে পুনারায় চন্দ্রন মল্লিকে সভাপতি, মো. জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক, ডা. সুকান্ত চৌধুরীকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী ডাবুয়া সমিতির কমিটি গঠন করা হয়।

  • সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধ

    সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধ

    সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটি গঠনে তৃণমূল কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষনা করার অভিযোগ উঠেছে।

    আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম.এ মনসুর আহমেদ।

    তৃণমূল নেতা কর্মিদের মতামতকে উপেক্ষা করণে ওই মিটিংএ থাকা দলের ভারপ্রাপ্ত সভাপতি সভা বর্জণ করে চলে এসেছেন বলেও দাবি করেন তিনি। এ নিয়ে সীতাকুণ্ড পৌরসভার আ.লীগের নেতা কর্মিদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। একতরফা কমিটি গঠন নিয়ে শনিবার রাতে পৌরসদরে বিক্ষোভ মিছিল করেছে আ.লীগের একটি অংশ।

    সংবাদ সম্মেলনের পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাবি করে মনছুর আহমেদ জানান, শুক্রবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে সভা চলছিলো। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ নেতা কর্মিরা।

    এসময় সভায় প্রত্যক্ষ ভোটে ওই ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান নেতা কর্মিরা। এর প্রতিবাদে তৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেন নেতা কর্মিরা। তিনি প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে পৌরসভা আওয়ামীলীগের নেতা এ জে এম হোসেন লিটনও উপস্থিত ছিলেন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, যা হয়েছে তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিক্তিতে হয়েছে। যারা পরাজিত হয়েছে তারা অপপ্রচার করছে।

  • নাট্যাধার নাট্যপার্বণের কমিটি গঠন

    নাট্যাধার নাট্যপার্বণের কমিটি গঠন

    আগামী নভেম্বরের অনুষ্ঠিতব্য পাঁচ দিনব্যাপী নাট্যপার্বণ এবং নাট্যযুধিষ্ঠির জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে পাঁচ জনের কমিটি ঘোষণা করেছে গ্রুপ থিয়েটার নাট্যাধার।

    চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনুরুদ্ধ বড়ুয়া অনি মহড়া ভবনে গতকাল বৃহস্পতিবা (৩ অক্টোবর) রাতে অনুষ্ঠিত মহড়ায় এই কমিটি ঘোষণা করা হয়।

    কমিটিতে সুপ্রিয়া চৌধুরীকে আহ্বায়ক, আসিফ উদ্দিন শুভকে সচিব এবং হারুন বাবুকে অর্থ-সম্পাদক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন মোহাম্মদ কাউসার মজুমদার ও আতিকুল ইসলাম আতিক।

    দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নাট্যপার্বনকে কেন্দ্র করে পাঁচ দিনব্যাপী এই বিশাল আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মুল মিলনায়তন ও মুক্তমঞ্চে থাকছে অনুষ্ঠানমালা।

    ৮ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান এবং মুল মিলনায়তনে নাটক ‘বাংলার মহানায়ক’; ৯ নভেম্বও মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা এবং মিলনায়তনে নাটক ‘শিখন্ডী কথা’; ১০ নভেম্বর জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠান এবং মিলনায়তনে নাটক ‘ফুলজান’; ১১ নভেম্বর মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা, মিলনায়তনে নাটক ‘হিড়িম্বা’ এবং অতিথি নাট্যদলের পরিবেশনা; ১২ নভেম্বও সমাপনী অনুষ্ঠান, মিলনায়তনে নাটক ‘৩২, ধানমন্ডি এবং…..’ ও অতিথি নাট্যদলের নাটক পরিবেশনা।

    উৎসবকে সফল ও প্রাণবন্ত করে তুলতে দলের সকল সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করেছেন নাট্যপার্বণ কমিটির সচিব আসিফ উদ্দিন শুভ।