Tag: কম্বল বিতরণ

  • লালমনিরহাটে আট শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’

    লালমনিরহাটে আট শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লালমনিরহাট’র হাতিবান্ধা উপজেলা’স্থ দক্ষিন সিন্দুর্না সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং কালীগঞ্জ উপজেলাস্থ হারি শহর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতে কাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ আজ সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    উল্লেখিত এই বিতরণ কাজে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকা’র স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫১ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।

  • সীতাকুণ্ড প্রেসক্লাবে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরন

    সীতাকুণ্ড প্রেসক্লাবে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরন

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয় । এফ.আর ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পৌরসদর, বাড়বকুণ্ড, কুমিরা, বার আউলিয়া, ভাটিয়ারী এলাকার পত্রিকা হকারদের মাঝে উক্ত কম্বল বিতরন করা হয়।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে, এম রফিকুল ইসলাম। তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্যেগ নেওয়ায় এফ.আর ফাউন্ডেশন এবং সীতাকুণ্ড প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।

    বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো। আবুল খায়ের, প্রেসক্লাবের সদস্য সাইদুল হক, কামরুল ইসলাম দুলু ও শেখ সাইফুল ইসলাম রুবেল।

  • সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন

    সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকার শীতার্থ গরীব অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে।

    সোমবার বিকালে সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহের হোসেন সিদ্দিকী পরিবারের পক্ষ থেকে প্রতিবারের মতো গ্রামের ৪ শত অধিক শীতার্থ মানুষের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।

    কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোতাহের হোসেন সিদ্দিকীর বড় ছেলে মোঃ কামরুল হাসান সিদ্দিকী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, শিক্ষক আবুল বাশার, সমাজ সেবক একরামুল হক আজাদ, মোঃ মহিউদ্দিন, মোঃ আমিনুল হক, ফজলুল করিম আরমান, মোঃ নুরুল করিম, জেলে সর্দার প্রতিক চন্দ্র দাশসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ

    সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড জাহাঙ্গীর আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোছাইন, জিয়াউল হাসান মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডে অসহায় শীতার্ত মানুষদের মাঝে বন্টনের জন্যে জনপ্রতিনিধিদের কছে কম্বল হস্তান্তর

    সীতাকুণ্ডে অসহায় শীতার্ত মানুষদের মাঝে বন্টনের জন্যে জনপ্রতিনিধিদের কছে কম্বল হস্তান্তর

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অসহায় শীতার্ত মানুষদের মাঝে বন্টনের জন্যে জনপ্রতিনিধিদের কছে শীতের কম্বল হস্তান্তর করা হয়েছে।

    সীতাকুণ্ড উপজেলা পরিষদের আয়োজনে বুধবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

    অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন, ১টা পৌরসভা, সীতাকুণ্ড প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ১২শত শীতবস্ত্র বন্টন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল‌ মামুন।

    কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদের পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, এইচ এম তাজুল ইসলাম নিজামী, মনির আহমেদ, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহজাহান, বারৈয়াঢালা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৪ নং মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ, ১০ নং সুলিমপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, পৌরসভা আ. লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আ. লীগের সহ-দপ্তর সম্পাদক আবদুস সালাম, উপজেলা আ. লীগের সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, সোহেল, সীতাকুণ্ড কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাবের আল মাহমুদ, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সাবেক আহ্বায়ক শায়েস্তা খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এসএসসি ২০০০ ব্যাচ’র কম্বল বিতরণ

    রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এসএসসি ২০০০ ব্যাচ’র কম্বল বিতরণ

    রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত ৮নং সফরভাটা ইউনিয়নে হতদরিদ্র শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে এসএসসি ২০০০ ব্যাচ ও এইচএসসি ২০০২ ব্যাচ’র ফেসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন “আমরাই চট্টলার কিংবদন্তী”।

    শনিবার (৮ জানুয়ারি) উপজেলার বড়খোলা মগপারায় আনুষ্ঠানিকভাবে তাদের এসব দেওয়া হয়।

    ৮নং সফরভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরাফী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    চেয়ারম্যান শেখ ফরিদ বলেন, কনকনে ঠান্ডায় দুর্গম পাহাড়ে বসবাসরত হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। হঠাৎ করে সফরভাটায় তিস্তার পাড়ে শীত জেঁকে বসেছে। এখানকার মানুষ অধিকাংশই গরীব।

    সাবেক চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে গ্রুপের সদস্যদের সফরভাটার অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

    গ্রুপের পক্ষে সাদেক এহতেশাম কাশফি বলেন, “শীতের সময় আমরা সবাই কমবেশি শীতের কাপড় বিতরণ করি। সুবিধাজনক স্থানে এই কার্যক্রম না চালিয়ে গ্রুপটি প্রত্যন্ত এলাকায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রয়োজনে আরও দুর্গত স্থানে ‘আমরাই চট্টলার কিংবদন্তী’ প্রয়োজনীয় সাহায্য সামগ্রী পৌঁছে দেবে যাতে প্রকৃত অভাবগ্রস্তরা সুবিধাভোগী হতে পারে।”

    তিনি জানান, আমরাই চট্টলার কিংবদন্তী এই কম্বল ও মাস্ক সংগ্রহ করেছে গ্রুপের বন্ধুদের অনুদানের অর্থ দিয়ে। গ্রুপের আত্মপ্রকাশের পর হতেই নানা রকম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর সদস্য বন্ধুগণ। করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই নানা কল্যাণমুখী উদ্যোগ নিয়েও কাজ করে যাচ্ছেন তারা।

    অনুষ্ঠানে দুই শতাধিক কম্বল ও পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগীতা করে স্থানীয় সফরভাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ’র সদস্যবৃন্দ।

    মগপাড়ার দুস্থ মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন এভাবেই, ‘এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল’।

    ৮০ বছরের বৃদ্ধ মো. ইউসুফ আলী বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পায় তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে’।

    এই বৃদ্ধের ভাষায়, ‘কি কইয্যূম, ভিক্ষা না করলে খাইয়ূমু কি? একমাত্র ছেলে সে বিয়ে করার পর আমাকে ছেড়ে চলে গেছে। এখন থাকি আশ্রয়ন প্রকল্প। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’।

    তার মতোই আমরা চট্টলার কিংবদন্তীর দেওয়া কম্বল গায়ে জড়িয়ে ক্যজরী মারমা (৭০) বলেন, আমাদের শীত নিবারণে ব্যবস্থা করায় স্রষ্টা তোমাদের মঙ্গল করবে।

  • ভাটিয়ারীতে শীতার্তদের মাঝে এমপি দিদারের কম্বল বিতরণ

    ভাটিয়ারীতে শীতার্তদের মাঝে এমপি দিদারের কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ৫শত পিছ কম্বল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার গরীব শীতার্ত মানুষের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস, জাফর চৌধুরী, ইউপি সদস্য কামাল উদ্দিন, ওহিদুল আলম, নিজাম উদ্দিন, নয়ন মনি, আ.লীগ নেতা মোহাম্মদ আলম কন্ট্রাক্টর, নাসির চৌধুরী, মোহাম্মদ সেলিম, কাসেম, আবদুল করিম, সানু, আইয়ুব আলী মাস্টার, ইয়ার মোহাম্মদ, রাসেল, যুবলীগ নেতা ফারুক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, আমজাদ হোসেন বাবলু,ওসমান, রাকিনসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীরের উদ্যেগে এক হাজার পরিবারে কম্বল বিতরণ

    সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীরের উদ্যেগে এক হাজার পরিবারে কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া গরীব মানুষরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যানকে। ৬নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যেগে ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    আজ বুধবার(৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

    উপজেলা আ.লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বারেক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাজহান, যুগ্ন সম্পাদক আবু তাহের সওঃ, উপজেলা আ.লীগ সদস্য আরশাদ মোহাম্মদ সোহাগ, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল মোতালেব, আবু তাহের, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ৫নং ওয়ার্ডের সভাপতি মুন্সি কোম্পানী, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ৬নং ওয়ার্ডের সভাপতি মেতাফ উদ্দিন জিকু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,৮নং ওয়ার্ড সভাপতি সফি মেম্বার, সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ, ৭নং ওয়ার্ডের সভাপতি জসীম উদ্দিন,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, ছাত্রলীগ নেতা কামরুল ও আদিল প্রমুখ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের জোড়আমতলে শীতার্থদের মাঝে ইউপি সদস্য কফিল উদ্দিনের কম্বল বিতরণ

    সীতাকুণ্ডের জোড়আমতলে শীতার্থদের মাঝে ইউপি সদস্য কফিল উদ্দিনের কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে দেড়শত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার জোড়আমতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, হানিফ সওদাগর, মোহাম্মদ রফিক, ছাত্রলীগ নেতা রুবেল, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ গোলাম ফারুক, এসকান্দরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমার ওয়ার্ডে প্রায় এক কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, গাইড ওয়াল নির্মাণ, পুরো গ্রামে সোলার স্ট্রিক লাইক স্থাপনসহ করোনাকালীন নিজের ব্যক্তিগত পক্ষ থেকে গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমার এ সহযোগিতা সবসময় চলমান থাকবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরা ইউপি পরিষদে ৬শত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

    সীতাকুণ্ডের কুমিরা ইউপি পরিষদে ৬শত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের উদ্যেগে গরীব-অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার (১৩ জানুয়ার) দুপুরে ইউপি কার্যালয়ে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ইউপি সদস্য মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুর।

    অনুষ্ঠানে ছয়শত দুঃস্থদের মাঝে শীতের কম্বল, ১৮ জন গরীব মহিলার মাঝে ১৮ টি সেলাই মেশিন এবং ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

    ইউপি সচিব শোভন কান্তি ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাংকার খোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন আহমেদ রাজু, সীতাকুণ্ড আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ সেলিম, ইউপি সদস্য হারুনুর রশিদ, খুরশিদ আলম, জসিম উদ্দিন, জামাল উদ্দিন,সালাহ উদ্দিন, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, দিলুয়ারা বেগম, ফাতেমা বেহম প্রমূখ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • রাউজানে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগর

    রাউজানে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগর

    রাউজান প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ্যপুত্র তরুন সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী।

    ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবুর সভাপতিত্বে এবং সচিব আসাদ রসুল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজান ইকবাল, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এ এম হোসাইন, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, যুবলীগ নেতা সুমন দে, সাবেক ছাত্রনেতা দীপলু দে দিপু, নাজিম উদ্দিন .ডাবুয়া সমিতির সেলিম উদ্দিন, কনক বড়ুয়া, সনজিত দে বাবু, অ্যাডভোকেট সুব্রত দে, বাবলা বডুয়া, উজ্জ্বল বডুয়া, রাজিব দে, মোজাহের ইসলাম, সুমন মহাজন, শিমুল দে, ইফতেখার ইনান, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবের হোসেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসাদ হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি।

    এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজাদ হোসেন, আজাদ আলম চৌধুরী সালাউদ্দিন, মো. তারেক, মোরশেদ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক মুন্না, ছাত্রলীগ নেতা মোরশেদ আলম, এরশাদ, লিটন, জাসেদ, তীর্থ ধর, সমরজিত প্রমূখ।

    অনুষ্ঠানে মাদক নির্মুল ও সামাজিক অবক্ষয় রোধ বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি তরুন সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনকে গুনিজন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • জনতা ব্যাংকের উদ্যোগে বেলাইচন্ডিতে কম্বল বিতরণ

    জনতা ব্যাংকের উদ্যোগে বেলাইচন্ডিতে কম্বল বিতরণ

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বেলাইচন্ডি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে শীতার্ত ৩ শ’ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপক পরিচালক জিকরুল হক।

    এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন, বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু জতিস দাস, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, বেলাইচন্ডি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান মুকুল ও হোমিও চিকিৎসক ডাঃ সামসুল হক প্রমুখ।

    কম্বল বিতরণকালে প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপক পরিচালক জিকরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শীত মৌসুমে সারা দেশে শেখ হাসিনার পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে পারলে দেশের অভাব-অনটন থাকবেনা।