নিজস্ব প্রতিবেদক : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনোয়ারা উপজেলার গহিরা পেরাবন সংলগ্ন উপকূলীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (১১ জানুয়ারী) সকালে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন মুহাম্মদ নোমান লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম আকতার আমিরী, শেখ দিদার উদ্দিন আহমেদ, সাগুফতা পারভীন, মনোয়ারা নোমান মন্টি, ফাইজান মুহাম্মদ মুনতাজিম প্রমুখ।