Tag: কম্বল বিতরণ

  • শীতার্ত মানুষের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের কম্বল বিতরণ

    শীতার্ত মানুষের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের কম্বল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনোয়ারা উপজেলার গহিরা পেরাবন সংলগ্ন উপকূলীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    শনিবার (১১ জানুয়ারী) সকালে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন মুহাম্মদ নোমান লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম আকতার আমিরী, শেখ দিদার উদ্দিন আহমেদ, সাগুফতা পারভীন, মনোয়ারা নোমান মন্টি, ফাইজান মুহাম্মদ মুনতাজিম প্রমুখ।

  • কুতুবদিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে আলোর আশা যুব ফাউন্ডেশনের কম্বল বিতরণ

    কুতুবদিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে আলোর আশা যুব ফাউন্ডেশনের কম্বল বিতরণ

    কুতুবদিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ সহ ব্যতিক্রম আয়োজন ছিল চট্টগ্রামের আলোর আশা যুব ফাউন্ডেশনের।

    শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর ধুরুং ওমর ইবনে খাত্তাব হেফজ এতিম খানা ও মাদ্রাসায় আয়োজনটি করা হয়।

    ওমর ইবনে খাত্তাব মাদ্রাসা,ফুডার পাড়া হেফ্জ ও এতিম খানা,ধুরুং বাজার ফয়জুল উলুম হেফ্জ খানা মাদ্রাসা ও আলী আকবর ডেইল রওশনিয়া হাফেজিয়া মাদরাসার মোট ৬০ জন এতিম ছাত্রসহ ৩টি অসহায় পরিবারের মাঝে ৭০ টি কম্বল বিতরণ করা হয়। একই সাথে এতিমদের হাতে তুলে দেয়া হয় শীত নিবারণে গরম টুপি ও ভ্যাসলীন। এতিম শিক্ষার্থীদের জন্য দুপুরে উন্নতমানের খাবারের আয়োজনও করে আলোর আশা যুব ফাউন্ডেশন।

    এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (চট্টগ্রাম) এর তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম খান মুরাদ, সার্ক মানবাধিকারের চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ উল্লাহ ,কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম. এ মান্নান, আলো আশার আজীবন সদস্য নাজমা উল হুসনা ,রক্তের বন্ধন কুতুবদিয়ার সমন্বয়ক মো: শাহনেওয়াজ,ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান,মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আমান উল্লাহ,হাফেজ মোহাম্মদ ইউসুফ, হাফেজ আনিছুর রহমান, হাফেজ মোহাম্মদ শফি,হাফেজ আবু রায়হান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • রংপুরে বেকার, দুস্থ-পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

    রংপুরে বেকার, দুস্থ-পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

    মেজবাহুল হিমেল, রংপুর : রংপুরে বেকার দুস্থ. পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্তরর্ভূক্ত মেডিকেল মোড় বাস ষ্ট্যান্ড উপ-কমিটির আয়োজনে পরিচিতি সভা ও বেকার দুস্থ. পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    মেডিকেল মোড় বাস ষ্ট্যান্ড উপ-কমিটির সভাপতি মতলুবার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাতমাথা বাস ষ্ট্যান্ড উপ-কমিটির সম্পাদক আব্দুল রশিদ রতন প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল মোড় বাস ষ্ট্যান্ড উপ-কমিটির সম্পাদক শাহাজান সিরাজ। অনুষ্ঠানের শুরুতেই নিহত শ্রমিকদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন। তারপরে অতিথিদের কে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন উপ-কমিটির নেতৃবৃন্দ।

  • সৈয়দপুরে আল আরাফাহ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

    সৈয়দপুরে আল আরাফাহ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কলম্ব বিতরণ করা হয়েছে।

    বুধবার (১ জানুয়ারী) শহরের বিভিন্ন শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর সৈয়দপুর এলোমিনিয়াম ওয়ার্কসপ, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ধলাগাছ এলাকায় আহমেদ প্লাই উডস্ ফ্যাক্টরীর শ্রমিক-কর্মচারী এবং শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমীর গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার এভিপি ও ম্যানেজার মোঃ রবিউল আলম, রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস, রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার, সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী বিউটি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী আলতাফ হোসেন (সিআইপি), ব্যাংকের কর্মকর্তা এফএভিপি জাকির হোসেন, আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

    পৃথক পৃথক অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিল্প প্রতিষ্ঠান সমুহের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • পাঁচ শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করে রাউজান সেন্ট্রাল বয়েজ

    পাঁচ শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করে রাউজান সেন্ট্রাল বয়েজ

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আলোকিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    ২৯ ডিসেম্বর রাতে উপজেলার রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই পরিষদের চেয়ারম্যান, জনপ্রিয় চিত্র তারকা ইলিয়াছ কাঞ্চন।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম এহ্ছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, স্লোগান সম্পাদক মোঃ জহির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম সমন্বয়ক লেখক, সাংবাদিক শওকত বাঙালি, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ্ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    এ সময় সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পটিয়ার নিরীহ জনগণের শীত লাঘবে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, এমপি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়া পটিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।