২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় মশার একটি কয়েল কারখানায় আগুন লাগার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার আমজুর হাট এলাকায় মেসার্স জিএম ক্যামিক্যাল কোম্পানি নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার সময় আমজুরহাট এলাকায় একটি মশার কয়েল কারখানায় আগুন লাগার খবর পাই।
পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাত্র ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনলেও কারখানাটির বেশ কিছু কাঁচামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
এদিকে আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কয়েল কারখানার মালিক মাহবুবুল আলম।
২৪ ঘন্টা/সঞ্জয়/আরএসপি