Tag: করেরহাট ইউনয়ন

  • করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি জসিম সম্পাদক সেলিম

    করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি জসিম সম্পাদক সেলিম

    চট্টগ্রামের মিরসরাই ১নং করেরহাট ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কমিটি গঠন শুরু করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ।

    আজ বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টায় করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

    অনুষ্ঠানে সকল কাউন্সিলদের মতামতের ভিত্তিতে আবারো সভাপতি হিসেবে সুলতান গিয়াসউদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ সেলিমকে পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আজ করেরহাটের সম্মেলনে তৃনমুলের নেতাকর্মিদের বিপুল উপস্থিতিতে এই আয়োজন আমাকে খুবই আনন্দিত করেছে। আশা করি উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হবে।

    সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন রাশেদ, নুরুল আনোয়ার চৌধুরী, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।