Tag: করোনায় আক্রান্ত

  • চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৩৪৮

    চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৩৪৮

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯১৯ জন এবং উপজেলা পর্যায়ে ৪২৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩৬.৫৪। একই সময়ে করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩৬৮৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৪৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে নগরে ৮২ হাজার ৭৮০ জন এবং উপজেলা পর্যায়ে ৩০ হাজার ৩০৬৮০ জন।

    তিনি বলেন, বিআইটিআইডিতে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৯২২ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৮ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারা ৩০ জন, চন্দনাইশ ২১ জন, পটিয়া ৩৮ জন, বোয়ালখালী ৩৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৪১ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৫৯ জন, হাটহাজারী ৫০ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ৪০ জন এবং সন্দ্বীপে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৮ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

    করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

    খ্যাতিমান অভিনেতা, নির্দেশক ও রাজনীতিবিদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত হয়েছেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

    তার শারীরিক অবস্থা ভালো বলে জানান আহকাম উল্লাহ।

    ১৯৪৬ সালে ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর।

    ১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন আসাদুজ্জামান নূর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

    সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এ ছাড়া পেয়েছেন শহীদ মুনির চৌধুরী পুরস্কার, নরেন বিশ্বাস পদক, শহীদ বদরউদ্দিন হোসেন স্মৃতি পুরস্কার ও বিশ্ব মঞ্চ দিবস পুরস্কার।

    আসাদুজ্জামান নূরের স্ত্রী ডা. শাহীন আখতার। এই দম্পতির দুই সন্তান ছেলে সুদীপ্ত ও মেয়ে সুপ্রভা।

    বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। এছাড়া ৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর একইসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

     

  • করোনায় আক্রান্ত কুমার শানু

    করোনায় আক্রান্ত কুমার শানু

    উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দুঃসংবাদটি শেয়ার করা হয়। লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনায় আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’

    তবে আপাতত কুমার শানুর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন এই গায়ক। শো-টি শেষ হয়েছে কয়েকদিন আগেই।

    তবে কুমার শানুর শরীরে উপসর্গ থাকলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে কিছু জানায়নি তার পরিবার।

    ৩০ বছরেরও বেশি সময় ধরে গানের জগতে বিচরণ কুমার শানুর। বাংলা এবং হিন্দি- দুই ভাষাতেই তার গানগুলো তুমুল জনপ্রিয়।

    বলিউডের হিন্দি ছবিতে গান গেয়ে সেরা গায়ক বিভাগে তিনি পর পর পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারও দেয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • বোয়ালখালীতে করোনায় আক্রান্ত ভেবে যুবকের আত্মহত্যা

    বোয়ালখালীতে করোনায় আক্রান্ত ভেবে যুবকের আত্মহত্যা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেবে কলেজ ভবন থেকে লাফিয়ে পড়ে সুমন দেওয়ানজী (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

    শনিবার (৬ জুন) সকালে কধুরখীল জলিল আম্বিয়া কলেজের ৫ম তলা থেকে লাফ দেয় সুমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    সে কধুরখীল ৫নং ওয়ার্ড এলাকার হরি চৌকিদার বাড়ীর টুন্টু দেওয়ানজীর ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু জানান, নিহত সুমন রাতে স্ত্রীকে জানায় সে করোনায় আক্রান্ত হয়েছে এবং তার থেকে আলাদা থাকার জন্য বলে। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা আজকে করোনা পরীক্ষা করার জন্য বলে।

    সকালে সবার অগোচরে পাশ্বর্বতী জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার উপর লাফ দেয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • একাত্তরের গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু জালাল’ করোনায় আক্রান্ত

    একাত্তরের গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু জালাল’ করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল।

    শনিবার তার পারিবারিক সূত্রে এ তথ্য মিলেছে। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার হবে বলে জানা গেছে।

    তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন।

    একাত্তরে কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জহিরউদ্দিন জালাল। তখন ঢাকার আজিমপুর ওয়েস্টএন্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। যুদ্ধে যাওয়ার পর তার ডানপিটে ও সাহাসী ভূমিকা দেখে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে ‘বিচ্ছু জালাল’ বলে ডাকতেন। সেই থেকে তিনি এই নামেই বেশি পরিচিতি পান।

    জহিরউদ্দিন জালাল বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি নিউজমোনিয়ায় ভুগছিলেন। পরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে পজেটিভ ফলাফল আসে।

    তিনি বলেন, `প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।’

    শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি এখনো অক্সিজেন ছাড়া নিজেই শ্বাস নিতে পারছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা।

    শনিবার (১৬ মে) রাতে আরও ২ জনের করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এক মেয়ে শিশু ও এক যুবক রয়েছে।

    এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন।জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নতুন করে জেলার করোনা শনাক্ত দুইজনের তথ্য পাওয়া গেছে। এ মধ্যে জেলার ডোমার উপজেলায় ঢাকা ফেরত ৩০ বছরের যুবক ও জলঢাকা উপজেলায় ১০ বছরের এক শিশু রয়েছে।

    এ নিয়ে জেলায় ৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ১৫ জন নিজ নিজ বাড়ি ফিরেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন