Tag: করোনাভাইরাসে আক্রান্ত

  • জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত

    জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

    এর আগে, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে হেরে গত ৫ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান ভূঁইয়া।

    এরপর আজ জানা গেল তার কোভিড-১৯ আক্রান্তের খবর।

    আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান লিগ(আই-লিগ)। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল। গত বৃহস্পতিবার নতুন দলে যোগ দেয়ার কথা ছিল।

    কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাফুফে এবং কাতার ফুটবল অ্যাসেসিয়েশন জামালের সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে।

  • সাংসদ আবু জাহির করোনাভাইরাসে আক্রান্ত

    সাংসদ আবু জাহির করোনাভাইরাসে আক্রান্ত

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গত ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় অ্যাডভোকেট আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

    গতকাল সোমবার রাতে তার নমুনার রিপোর্টে পজিটিভ আসে।

    বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম