Tag: করোনামুক্ত

  • লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দু’জনই করোনামুক্ত

    লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দু’জনই করোনামুক্ত

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:করোনাভাইরাস সন্দেহে লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দুই জনই করোনামুক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের ম্যধ্যে একজনকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। বাকী জন আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেবেন।

    বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার।

    তিনি জানান, সম্প্রতি করোনভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ প্রেরণ করা হয়। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল নেগেটিভ আসে। তারা দুইজনই করোনাভাইরাস মুক্ত। এর মধ্যে একজনের বয়স ৮০, অন্যজনের ৩২ বছর। ৮০ বছরের ওই বৃদ্ধ হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

    এর আগে আরও ৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি।

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোয়ারেন্টাইনে পাঠানো ৬ যুবক করোনামুক্ত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোয়ারেন্টাইনে পাঠানো ৬ যুবক করোনামুক্ত

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি ‘র একটি আবাসিক হল থেকে ইতালি ফেরতসহ ৬ যুবককে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ফৌজদারহাটে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সবাই করোনাভাইরাস মুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    আজ ১৬ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি এ তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করে বলেন, সেই ৬ যুবক করোনাভাইরাস মুক্ত রয়েছে। আমরা পরীক্ষা করে কোন আলামত পাইনি।

    তাদের মধ্যে ইতালি ফেরত যুবক ছাড়া অন্য ৫ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইতালি থেকে আসা যুবকের ১৪ দিন অতিবাহিত হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না।

    এর আগে গতকাল রাত ২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের একটি রুম থেকে ইতালি ফেরত এক যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ওই রুমে অবস্থান করা ৬ জনকে ফৌজদারহাটে কোয়ারেন্টাইনে পাঠায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

    আরো খবর : করোনাভাইরাসঃ চবি থেকে কোয়ারেন্টাইনে ৬

    ২৪ ঘন্টা/মেহেদী/ আরএসপি