Tag: করোনার

  • বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

    বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

    মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুর হার ওঠানামা করছে।

    বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬৮ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৩ জন।

    এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৮ হাজার ৩৬৮ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৩৫ হাজার ৩১৯ একজন।

    বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৯৭ হাজার ১৪৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ২০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯৪১ জন।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৮৪৭ জনের।

    আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৩৭২ জনের।

    আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮০০ জনের।

    আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৭ হাজার ৩৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৬৬২ জন।

    পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ১১ হাজার ২৬ জন। মারা গেছেন ২ লাখ ৭ হাজার ২৫৫ জন।

    আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

    এন-কে

  • করোনার অ্যান্টিবডি পরীক্ষা এবার ঘরে বসে,ফলাফলও মিলবে মাত্র ২০ মিনিটেই!

    করোনার অ্যান্টিবডি পরীক্ষা এবার ঘরে বসে,ফলাফলও মিলবে মাত্র ২০ মিনিটেই!

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক।। করোনার অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে সংক্রমিত হয়েছে কিনা তা খুব সহজেই জানা যাবে। তাও ঘরে বসেই খুব কম সময়ের ব্যবধানে মাত্র ২০ মিনিটেই।

    এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার বরিস জনসন।

    দেশটির গণমাধ্যম দ্যা ডেইলি টেলিগ্রাফ জানায়, এতোদিন ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনি ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা।

    সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, “এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।”

    অক্সফোর্ড দাবি করেছে, এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। তবে, আগামি কোনও সংক্রমণের সঙ্গে যুঝতে আপনার শরীর তৈরি কিনা, সেটা জানা যাবে না। এমনটাই দাবি ওই বিশ্ববিদ্যালয়ের।

    এযাবৎকাল রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হতো। এই ঘটনা সম্পন্ন করতে প্রায় ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতো।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনার কাছে হেরে গেলেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ/আইসিইউতেই মৃত্যু

    করোনার কাছে হেরে গেলেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ/আইসিইউতেই মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : টানা ১৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে করোনার কাছে হেরে গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান এবং এনেস্থেসিওলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

    গতকাল ১৩ জুন শনিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    গত বৃহস্পতিবার থেকে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

    তিনি বলেন, ডা. সাজ্জাদ হোসাইন প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে তাকে বিআরবিতে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি দেখে একই দিন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

    অবস্থা আরো খারাপ হওয়ায় ওই দিন রাতে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থেকে শনিবার রাত ৯টায় তিনি মারা যান। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

    ডা. সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।

    উল্লেখ্য : করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন বলে সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আইসিইউ শয্যা সংকটে করোনার উপসর্গ নিয়ে মারা গেল চবি শিক্ষিকা

    আইসিইউ শয্যা সংকটে করোনার উপসর্গ নিয়ে মারা গেল চবি শিক্ষিকা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : হাসপাতালে আইসিইউ শয্যা সংকটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষিকা। তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

    শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত ওই শিক্ষিকার নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সাবেক পরিচালক ছিলেন।

    নিকটাত্মীয়দের থেকে জানা যায়, রাত ১০টার দিকে সাবরিনা ইসলাম সুইটির প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং ক্রমান্বয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এ সময় আইসিইউর প্রয়োজন ছিল।

    কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

    সাবরিনা ইসলাম সুইটির গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/মেহেদি/রাজীব প্রিন্স

  • চট্টগ্রাম বন্দরে করোনার ছোবল/ কর্মকর্তা-কর্মচারি ও পরিবারের ২৪ সদস্য একদিনেই আক্রান্ত

    চট্টগ্রাম বন্দরে করোনার ছোবল/ কর্মকর্তা-কর্মচারি ও পরিবারের ২৪ সদস্য একদিনেই আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দর বাঁচলেই বাঁচবে দেশ, সচল থাকবে দেশের অর্থনীতি। সমৃদ্ধ হবে জাতীয় অর্থ ভাণ্ডার। গতি পাবে দেশের উন্নয়ন। অর্থনীতির চাকা ঘুরলে সাধিত হবে দেশের সামগ্রিক অগ্রগতি।

    সেই গুরুত্বপূর্ণ সেবা সংস্থাতেই এবার ছোবল মেড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ৩০ মে শনিবারে একদিনেই চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের ২৪ জনের শরীরে ধরা পড়েছে করোনার সংক্রমণ।

    শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। এর তিনদিন আগে গত ২৭ মে বন্দর হাসপাতালের মাধ্যমে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়িছিল।

    একদিনে আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ ও তিনজন নারী রয়েছে। বয়স ভিত্তিক হিসেবে পুরুষ যথাক্রমে ৬৮,৬৬,৬২,৫৯,৫৮,৫৭,৫৫,৫৪,৫১,৫০,৪৫,৪৫,৪৩,৪০,৪০,৩৭,৩১,৩১,২৬,২৫ ও ২৫ বছর। এবং ৬৫, ৫০ ও ৪৯ বছর বয়সী তিন নারী একদিনে করোনা আক্রান্ত হয়েছে।

    চমেক হাসপাতাল সুত্র বলছে গতকাল ৩০ মে একদিনেই মোট ২৬০ জনের করোনা টেস্ট করার পর ১২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১১১ জন এবং উপজেলায় ৯ জন।

    শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামে নতুন করে আরও ২৭৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১৮০ জন এবং উপজেলায় ৯১ জন। এছাড়া ঠিকানা বিহীন ৮ জন।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডির তিন দিনের পরীক্ষায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৭ এবং উপজেলায় ৪৩ জন। ঠিকানা বিহীন পজিটিভ আছে ৬ জন।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ৩৮ জন।

    ঠিকানা বিহীন পজিটিভ আছে ২ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ০৫ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৭ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনার হটস্পট চট্টগ্রামে একদিনে রেকর্ড আক্রান্ত/চার ল্যাবের ৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১৫

    করোনার হটস্পট চট্টগ্রামে একদিনে রেকর্ড আক্রান্ত/চার ল্যাবের ৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনায় দেশে নতুন হটস্পট জেলা চট্টগ্রামে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ মে বুধবার।

    চট্টগ্রামের ৩ ল্যাব ও কক্সবাজার মেডিকেল ল্যাবে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ২১৫ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে।

    এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৮২ জন এবং চট্টগ্রামের ৮ উপজেলার মোট ৩৩ জন নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে। তার মধ্যে চসিক ওয়ার্ড কাউন্সিলর, চমেক চিকিৎসক, চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও চট্টগ্রাম কারাগারের কারারক্ষীও রয়েছেন।

    ২৮ মে রাত দেড়টার সময় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন।

    সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। ২৫৯ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১৩৮ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে ১২৯ জন ও বিভিন্ন উপজেলার ৯ জন রয়েছেন।

    অন্যদিকে বিআইটিআইডি ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৮টি। এরমধ্যে চট্টগ্রাম মহানগরের ৩৭ জন এবং একজন উপজেলার বাসিন্দা।

    বিআইটিআইডি সূত্রে জানা যায়, ৩৮ জনের মধ্যে একজন সাংবাদিক, চারজন পুলিশ, একজন কাউন্সিলর ও পাঁচজন চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম চসিক ৩৩ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব (৪৮) ও তার পরিবারের আরো ৪ সদস্য বয়স যথাক্রমে (৬),(১০),(১৪)ও (৩৮)। তারা সবাই পুরুষ।

    একজন সাংবাদিক বয়স (৪১), পাচঁজন চট্টগ্রাম কাস্টমস ও চারজন বিআইটিআইডি। একজন হাটহাজারী উপজেলার মহিলা বয়স (৫৭)। দক্ষিণ ফিরোজশাহ পুরুষ বয়স (৫৫), উত্তর কাট্টলীপুরুষ বয়স (২৭), কাট্টলী পুরুষ বয়স (৬০), আগ্রাবাদ ২ জন পুরুষ বয়স যথাক্রমে (৩৯) ও (৫৯)।

    ডবলমুরিং মহিলা বয়স (৫৫), রিয়াজ উদ্দীন বাজার মহিলা (৪৮), নাছিরাবাদ ২ জন মহিলা বয়স যথাক্রমে (৬৫) ও (৬৭)। ওআর নিজাম রোড ২ জন, মহিলা বয়স (৬৭) ও পুরুষ বয়স (৪০)। আকবরশাহ তিনজন, মহিলা বয়স (৫২), পুরুষ ২ জন বয়স (৩০) ও (৩৫)।

    তাছাড়া খুলশী তিনজন. দুইজন পুরুষ বয়স যথাক্রমে, (৫৪),(১৭)ও মহিলা বয়স(৪৫), ডিডি অফিস পুরুষ বয়স (৩২), হালিশহর পুলিশ লাইন চারজন পুরুষ বয়স যথাক্রমে,(৩৭), (৩০),(২৫) ও (২১) করোনা আক্রান্ত হয়।

    চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের নতুন করে আরো ৩৬ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৬ জন এবং বিভিন্ন উপজেলার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

    তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের মোট ৩৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম উপজেলার আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন।

    চট্টগ্রামে আজ উপজেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি পজেটিভ রোগী শনাক্ত হয়েছে চন্দনাইশে। সেখানে আজ নতুন করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এরপরেই রয়েছে হাটহাজারী। সেখানে একদিনে আক্রান্ত সংখ্যা ৮ জন। পটিয়ায় ৪ জন, লোহাগাড়ায় ৩ জন,রাঙ্গুনীয় ও বোয়ালখালীতে ২ জন করে এবং সাতকানিয়া ও রাউজানে ১ জন করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

    এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে ২ হাজার ২শ জনে দাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনার টিকা মিলবে সেপ্টেম্বরে! বলছে যুক্তরাজ্যের গবেষকরা

    করোনার টিকা মিলবে সেপ্টেম্বরে! বলছে যুক্তরাজ্যের গবেষকরা

    ২৪ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে (নোভেল-১৯) যখন পুরো বিশ্ব বিপর্যস্ত ঠিক তখন এর প্রতিষেধক টিকা তৈরি করে মহামারী ঠেকাতে কাজ করছে বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা।

    তবে কবে নাগাদ বাজারে আসবে তা এখনও অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে।

    এদিকে বর্তমানে যুক্তরাজ্যের যে চিকিৎসা গবেষক দলটি টিকা তৈরিতে সবচেয়ে এগিয়ে সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা ভাইরাসের টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন

    গত মাসে তিনি বলেছিলেন, এ টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না। এখন তিনি আশাবাদী যে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। এরপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে।

    ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো টিকা তৈরির গবেষণায় যারা এগিয়ে যাবে তাদের টিকা উৎপাদনে সরকার অর্থায়ন করবে। বলা হয়েছিলো টিকা বাজারে আনার জন্য উৎপাদন করা পর্যন্ত অন্তত ১৮ মাস সময়ে লেগে যেতে পারে।

    তবে অধ্যাপক গিলবার্ট আশা দেখালেন। বললেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর নাগাদই কার্যকর টিকা আনা যাবে। যার ৮০% সাফল্যের সম্ভাবনা।

    তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে কথাও বলা শুরু করেছেন অধ্যাপক গিলবার্টের দল। যাতে সময়ক্ষেপণ না করেই দ্রুত টিকা বাজারে আনা যায়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি