Tag: করোনায়

  • বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে করোনায়

    বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে করোনায়

    গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের, যা আগের দিনের চেয়ে বেশি। এর আগে বুধবার (২৫ মে) মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের। মঙ্গলবার (২৪ মে) মারা যান ৯৪০ জন।

    এ ছাড়া বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। আর বুধবার শনাক্ত হয়েছিল ৬ লাখ ২১ হাজার ৭৯ জন।

    করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৫৩৯ জন।

    এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬ হাজার ২৪৮। আর মোট সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৪৭ হাজার ৭৩০ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের।

    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৫০৭।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ১১২ জন।

    তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৩৭১ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৫৬ জন।

    তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫ হাজার ২ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ২৬ জন।

    এছাড়া তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

    ২৪ ঘন্টা/রাজীব

  • সারাদেশে করোনায় ১০ মৃত্যুতে শনাক্ত বেড়ে ৬৬৭৬

    সারাদেশে করোনায় ১০ মৃত্যুতে শনাক্ত বেড়ে ৬৬৭৬

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন।

    শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।

    এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ৫ হাজার ২২২ জন। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

    সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

    গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • করোনায় আরও ২১ জনের মৃত্যু

    করোনায় আরও ২১ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৫৩১ জন।

    শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৭৯৮ জনের। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৭০টি নমুনা। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

    দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫১০ জনে।

    দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

    ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

    চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

    বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

    এন-কে

  • করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

    করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৪৭০ জন মারা গেলেন ভাইরাসটিতে। গতকাল (সোমবার) ২৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ১ হাজার ২১২ জন।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের।

    দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

    ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

    চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

    বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

    এন-কে

  • করোনায় থমথমে শিক্ষাব্যবস্থা, সেশনজটের শঙ্কায় চবি শিক্ষার্থীরা

    করোনায় থমথমে শিক্ষাব্যবস্থা, সেশনজটের শঙ্কায় চবি শিক্ষার্থীরা

    মেহেদী হাসান, চবি : করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সহ সারা দেশের শিক্ষাব্যবস্থায় থমথমে অবস্থার সৃষ্টি হয়েছে। এমতবস্থায় শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস চালু করে চবি প্রশাসন।

    কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর স্মার্টফোন ও উন্নত মোবাইল নেটওয়ার্ক এর আওতাধীন না থাকায় অনলাইন ক্লাসে পাঠগ্রহণ করতে পারছেন না।

    ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ প্রামাণিক বলেন, প্রথম দিকে অনলাইন ক্লাসে উপস্থিতি মোটামুটি ভালো ছিল। কিন্তু এখন সেই উপস্থিতির হার হ্রাস পেয়েছে। শতভাগ শিক্ষার্থীর স্মার্টফোন ও সবল মোবাইল নেটওয়ার্কের সুবিধা সারা দেশে না থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

    এমন দুর্ভোগের কারণে সেশনজটের শঙ্কায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের প্রচেষ্টায় সেশনজট অনেকাংশে কমে আসলেও মহামারীর কারণে ফের সেশনজটের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

    শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, অনলাইন ক্লাস নেওয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে যোগদান করতে পারছে না। নানাবিধ সমস্যা ও স্মার্টফোনের অভাবে অনেকেই অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে।

    আমাদের ইন্সটিটিউটে আগে থেকেই সেশনজট ছিল। যার কারণে আমরা অন্যান্য বিভাগের চেয়ে পিছিয়ে ছিলাম। এখন করোনার প্রভাবে সেই সেশনজট আরও জটিল সমস্যায় রুপ নিচ্ছে।

    বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর উদ্দিন শহীদ বলেন, মহামারী পরিস্থিতির আগে থেকেই চবির বিভিন্ন বিভাগে সেশনজট বিদ্যমান ছিল। আমি ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়েও কেবল দ্বিতীয় বর্ষ শেষ করতে পেরেছি। মহামারীর প্রভাবে আমার বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অধিক মাত্রায় সেশনজটে পড়বে।

    বাংলাদেশ স্টাডিজ বিভাগের সিদরাতুল মুনতাহা বলেন, করোনায় প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন বিভাগে ইতোমধ্যে সেশন জটের মারাত্বক প্রভাব আঁচ করা যাচ্ছে। অনেক শিক্ষার্থীই চরম হতাশার মধ্যে দিনযাপন করছে।

    বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের আওতাভুক্ত করতে পারলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে জানান শিক্ষার্থীরা।

    বন্ধের কারণে বিভিন্ন বিভাগের অনেক ব্যাচের পরীক্ষা স্থগিত হয়ে আছে, বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথেই আটকে থাকা পরীক্ষা দ্রুততার সহিত শেষ করতে হবে এবং দ্রুত ফলাফল ঘোষণা দিলে সেশনজটের ঝুকি কিছুটা কমবে বলে ধারণা শিক্ষার্থীদের।

    সেশনজট যেন না হয় সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। পরীক্ষার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এখনো আসেনি।

    বিশ্ববিদ্যালয় খোলা হলে আমরা সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে দেব। ক্লাসের সময় বাড়িয়ে দেওয়া হবে। আশা করছি এই পদক্ষেপ গ্রহণ করলে সেশন জটের শঙ্কা কমে যাবে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনায় হেরে গেলেন আরো এক চিকিৎসক/শেষ যাত্রা নিজ কর্মস্থল মেট্রোপলিটন হাসপাতালেই

    করোনায় হেরে গেলেন আরো এক চিকিৎসক/শেষ যাত্রা নিজ কর্মস্থল মেট্রোপলিটন হাসপাতালেই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনায় হেরে গেলেন চট্টগ্রামের আরো এক চিকিৎসক ডা নূরুল হক। মানুষের জীবন রক্ষার এই করোনাযোদ্ধা ইন্তেকাল করলেন নিজ কর্মস্থল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। আজ বুধবার সকাল ৬টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে … রাজেউন)।

    করোনা উপসর্গ থাকা ডা. নুরুল হকের শরীরে অক্সিজেন সিস্যুরেশন কমে গেলে তাকে গত ১৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিও’তে ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি আজ ভোর ৬টা ২৫ মিনিটে চীর বিদায় নিয়েছেন।

    চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস যুদ্ধের ফ্রন্ট লাইনের মৃত্যুবরণ করা ৩৭ তম চিকিৎসা যোদ্ধা ডা নূরুল হক। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল হক মহেশখালী উপজেলার কুতুবজোম দৈয়ার পাড়ার সন্তান।

    তিনি গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ছিলেন। নূরুল হকের স্ত্রী, ৫ বছর বয়সী সন্তান ও আড়াই বছর বয়সী কন্যা সন্তান ছাড়াও মা, এক ভাই ও ৫ বোন রয়েছে বলে জানা গেছে।

    বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত তথ্যটি নিশ্চিত করেন। তিনি এ চিকিৎসকের মৃত্যুতে দুঃথ প্রকাশ করে তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, সহজ-সরল নির্লোভ, তরুণ মানবিক এই চিকিৎসক ছিলেন অনেকের মতো আমারও চিকিৎসক ও চিকিৎসা পরামর্শক।

    আর তাঁকে ফোন করা হবে না। বলা হবে না নূরুল হক ভাই কেমন আছেন? এইতো মৃত্যুর দু’দিন আগেও একটু সুস্থ বোধ করলে ফোনে তার সাথে শেষ কথা হয়। জানালেন, এখন কিছুটা ভালো আছেন।

    সর্বশেষ ডা. নূরুল হক আমার ফোনের জবাব দিয়েছিলেন হাসপাতাল বেডে শুয়ে মৃত্যুর মাত্র একদিন আগে ১৫ জুন সকাল ১০টা ৫৬ মিনিটে। ৪৩ সেকেন্ড কথা হয় তার শারীরিক অবস্থা নিয়ে। তখন বলেছিলেন, এখন ভালো লাগছে।

    মৃত্যুর সপ্তাহখানেক আগে কথা প্রসঙ্গে করোনা পরিস্থিতিতে নিজ হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অনেক অভিযোগ জানিয়ে ছিলেন এই চিকিৎসক।

    মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মো. সেলিম বলেন, গত ১৪ জুন থেকে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন আমাদেরই হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল হক। গতকাল থেকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি মারা যান।

    তিনি বলেন মৃত্যুর আগে তার করোনা টেস্ট করানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে তার মধ্যে করোনার অনেক উপসর্গ ছিল।

    প্রসঙ্গত: এই মানুষটা গত আড়াইমাস ধরে করোনা আক্রান্ত অন্তত ২০ জন মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। আক্রান্তদের সংস্পর্শ থেকে নিজেই অসুস্থ হয়ে পড়েন করোনা উপসর্গে। সপ্তাহখানেক আগে বলছিলেন, লক্ষণ বলছে আমি করোনা আক্রান্ত। অল্প সময়ের ব্যবধানেই চলে গেলেন।

    চমেকের ছাত্র জীবন থেকেই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সাথে নিজেকে জড়ান ডা. নূরুল হক। ডাক্তারী পাশের পর ওই হাসপাতালই ছিল বলতে গেলে তার ঘর-বাড়ী। কখনো অপারেশন থিয়েটার, কখনো আইসিইউ ইউনিট, কখনো জরুরী বিভাগে। সবখানে ছিল ডা. নূরুল হক। ফোন ধরতে না পারলে নিজেই ফোন ব্যাক করতেন।

    আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান বানিয়ে দিক। তার অবোধ দুই শিশু সন্তান ও স্ত্রী সহ স্বজনদের ধৈয্য ধারণ করার তওফিক দিক।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনায় বিশ্বের প্রথম প্রেসিডেন্টের মৃত্যু!

    করোনায় বিশ্বের প্রথম প্রেসিডেন্টের মৃত্যু!

    ২৪ ঘণ্টা ডট নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা’র মৃত্যু করোনাভাইরাসের কারণে হয়েছে বলে নতুন করে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। তারা বলেছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন ৫৬ বছর বয়সি প্রেসিডেন্ট পিয়েরে।

    এ খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে হবেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

    এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

    প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।

    পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এভারেস্টে এন্ডিশিমি বিজয়ী হন।

    সূত্র DBC news

  • সদ্য নিযুক্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারও মারা গেলেন করোনায়

    সদ্য নিযুক্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারও মারা গেলেন করোনায়

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সদ্য নিযুক্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার জেবু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (১৩ জুন) রাত পৌণে ১২টার সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

    জানা যায়, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর গত ১১জুন বৃহস্পতিবার সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।আব্দুল মান্নানের স্ত্রী করোনায় মারা গেছেন

    কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    কিশোরগঞ্জের আলোচিত সন্তান আব্দুল মান্নান চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

    এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের আরো এক উচ্চ পদস্থ কর্মকর্তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপ পরিচালক, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি।

    আজ ১২ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রকাশিত করোনা পরীক্ষার যে ফলাফল প্রকাশকরা হয়েছে তার মধ্যে করোনা পজেটিভ তালিকায় তিনিও একজন।

    চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি গত ৩ জুন চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ ১২ জুন সিএমসি ল্যাব থেকে জানানো হয় তার করোনা পজেটিভ।

    বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো জানিয়ে জেলা প্রশাসন সূত্র জানায় অল্প কাশি ও জর থাকলেও অন্য কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনায় এবার মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

    করোনায় এবার মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক পরিচালক যুগ্মসচিব মো. ফখরুল কবির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার রাত আড়াইটার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    আজ মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মো. ফখরুল কবির গত ১ জুন করোনায় আক্রান্ত হন। তার স্ত্রীও তখন করোনা আক্রান্ত হন। পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তারা দুজনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

    মো. ফখরুল কবিরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

    বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

    তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার এক ঘনিষ্টজন বলেন, দেশ একজন সৎ, মেধাবী ও দক্ষ কর্মকর্তাকে হারাল। প্রমোশন বঞ্চিত হলেও উনার মুখে আমি হাসি দেখেছি। সরকারি দায়িত্বের বাইরে সবসময় পড়াশোনা নিয়েই থাকতেন।

    পিএইচডি থিসিস যখন শেষ পর‌্যায়ে তখন আমাকে একদিন বলেছিলেন, ‘হাসান ভাই, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে এই পিএইচডি ডিগ্রী। অনেক কষ্ট করেছি এটার জন্য।’ লিখতেন কবিতা। তার সঙ্গে দেখা করতে গেলে নতুন লেখা কবিতাগুলো আমাকে পড়তে দিতেন। জানতে চাইতেন মতামত। সৎ এ মানুষকে আল্লাহ নিশ্চয় জান্নাতবাসী করবেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনায় মারা গেলেন এনবিআরের উপ কর কমিশনার সুধাংশু সাহা

    করোনায় মারা গেলেন এনবিআরের উপ কর কমিশনার সুধাংশু সাহা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এনবিআরের আরো এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল ৮ জুন সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    মৃত্যুবরণ করা কর্মকর্তার নাম সুধাংশু কুমার সাহা। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন।

    তিনি জানান, ২৭তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকাতে কর্মরত ছিলেন। গত ১৪ মে সর্বশেষ অফিস করেন তিনি। এরপর তার জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা জমা দেন এই কর্মকর্তা।

    মে মাসের শেষ সপ্তাহে সুধাংশু কুমার সাহা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। সুধাংশুর স্ত্রী মানষী সাহা, তাদের সাত বছর বয়সী কন্যা এবং গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয় তখন। তবে তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

    এর মধ্যে তার অবস্থার অবনতি হলে গত ২৭ মে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার মধ্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

    এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বাবুলের অনুরোধ রাখল বিএসএম গ্রুপ/হলিক্রিসেন্ট হাসপাতাল পেল ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার

    বাবুলের অনুরোধ রাখল বিএসএম গ্রুপ/হলিক্রিসেন্ট হাসপাতাল পেল ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে​ রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী বাবুলের​ অনুরোধে​  মুমূর্ষু​ রোগীদের​ জন্য​ নগরীর হলিক্রিসেন্ট হাসপাতালে ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার অনুদান দিল ​বিএসএম গ্রুপ।

    গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ানের উদ্দ্যেগে আজ​ দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বীর কাছে এসব​ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন​ বিএসএম গ্রুপের ম্যানেজার এডমিন আলাউউদ্দিন।

    এতে, ভারচুয়াল ভিডিও কনফারেন্সে উপস্থিত​ ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল।

    অন্যান্যের মধ্যে​ উপস্থিত ছিলেন বিএসএম​ গ্রুপের​ সহকারী ম্যানেজার মোঃ. আয়ুব খান, হলিক্রিসেন্ট হাসপাতালের করোনা ইউনিট-২ এর সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী ও রাউজান​ উপজেলা চেয়ারম্যান এর​ প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

    অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তরকালে জেলা সিভিল​ সার্জন সেখ ফজলে রাব্বী​ বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সেবা​ কার্যক্রমে বিএসএম গ্রুপ ১৩ টি​ অক্সিজেন​ সিলিন্ডার হস্তান্তর করেছেন।​ তারা​ অতীতেও আমাদের​ কার্যক্রমে অনেক সহযোগিতা করেছেন। এজন্য বিএসএম​ গ্রুপকে​ তিনি ধন্যবাদ জানান।

    জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের শিল্প গ্রুপ গুলো​ যদি​ এভাবে​ এগিয়ে আসে চট্টগ্রামবাসীর​ স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত​ হবে। মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও​ সরকারি নিদের্শনা মানছে​ বলেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা​ চট্টগ্রামে দিন দিন​ বাড়ছে।

    তিনি আরো বলেন, আগে​ চট্টগ্রামের​ বিআইটিআইডির​ একটি​ ল্যাবএ করোনা পরীক্ষা​ হতো এখন করোনা​ পরীক্ষার ল্যাব বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ল্যাব ও বুথ বাডানোর কারনে নমূনা​ পরীক্ষা যেমন বেড়েছে করোনা পজিটিভ​ রোগীর সংখ্যা​ও বেড়েছে।

    জেলা সিভিল সার্জন বলেন, সরকার স্বাস্থ্য বিধি ও সরকারি​ বিভিন্ন​ নির্দেশনা জারি করে সীমিত পরিসরে অফিস আদালত কলকারখানা খুলে​ দিয়েছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে তবে অনেকেই স্বাস্থ্য বিধি ও সামাজিক​ দূরত্ব​ মানছেনা। ফলে করোনা​ পজিটিভ​ রোগীর​ সংখ্যা​ও বাড়ছে।

    তিনি​ আরো বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় যে​ সুযোগ সুবিধা আছে সেগুলো আরো​ কিভাবে​ বাড়ানো​ যাই সেই​ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে মানুষকে বুঝিয়ে ঘরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিশেষে তিনি সকলকে মুখে​ মাস্ক​ ব্যবহার করার অনুরোধ জানিয়ে সরকারি​ স্বাস্থ্য বিধি​ মেনে​ চলার আহ্বান জানান।

    উপজেলা​ চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল বলেন, করোনা​ পরিস্থিতিতে সাধারণ​ মানুষ​ যাতে​ কষ্ট​ না পাই​ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে​ ​চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ সকলের​ ঐক্য প্রচেষ্টায় করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, বিএসএম গ্রুপকে অনুরোধ করেছিলাম​, করোনা আক্রান্ত রোগীর জন্য নগরীর হলিক্রিসেন্ট করোনা হাসপাতালে​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য। তারা কথা রেখেছে। আজ​ ১৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান​ করা​ করেছে।

    তাছাড়া সাইফ পাওয়া টেক লিমিটেডের কর্ণধার তরফদার​ রুহুল​ আমিন​ চট্টগ্রামের​ করোনা​ রোগীদের জন্য​ ১০০টি​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আশ্বাস​ দিয়েছেন বলে তিনি জানান।

    তিনি​ আরো বলেন, অক্সিজেন সিলিন্ডার ও চিকিত্সার অভাবে চট্টগ্রামের মানুষকে মরতে​ দেওয়া​ যাবে না। তিনি চট্টগ্রামের সকল​ রাজনীতিবিদ, ব্যবসায়ী​ ও বৃক্তবানদের যার​ যার​ অবস্থান থেকে করোনা রোগীর সেবায়​ এগিয়ে​ আসার আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/শারমিন সুমি/রাজীব প্রিন্স