করোনা উপসর্গ নিয়ে গত সোমবার (১ জুন) মারা যাওয়া কনস্টেবল মামুন উদ্দিন এর নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ ছিলেন মর্মে পরীক্ষায় জানা যায়। এ নিয়ে সিএমপি’র ৩ জন সহ বাংলাদেশ পুলিশের মোট ১৭ জন পুলিশ সদস্য করোনা যুদ্ধে শহীদ হলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে(পিওএম) কর্মরত থাকা অবস্থায় কনস্টেবল/৭৫৫ মামুন উদ্দিন (২৮) গত সোমবার সকাল এগারো ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল।
ঐদিন যোহরবাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জানাজা শেষে দাফনের জন্য সিএমপি’র ব্যবস্থাপনায় তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
২৪ ঘণ্টা/এম আর