Tag: করোনা আক্রান্ত

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১১৬৭

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১১৬৭

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৮৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৮০ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩১.৯৭। একই সময়ে করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৮ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩৬৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৭ হাজার ২০৩ জন। এর মধ্যে নগরে ৮৫ হাজার ৫২৪ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৬৭৯ জন।

    তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ২৪ জন, চন্দনাইশ ১২ জন, পটিয়া ১৮ জন, বোয়ালখালী ১৬ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ২৪ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৩২ জন, হাটহাজারী ৫৩ জন, সীতাকুণ্ড ১১ জন, মিরসরাই ১৬ জন এবং সন্দ্বীপে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩০ এবং উপজেলায় ৬২৪ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • চট্টগ্রামে করোনা শনাক্ত ১১২১, মৃত্যু ২

    চট্টগ্রামে করোনা শনাক্ত ১১২১, মৃত্যু ২

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৯৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩২৪ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩৫.৬৭। একই সময়ে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩১৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১২১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৬ হাজার ৩৬ জন। এর মধ্যে নগরে ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৩৯৯ জন।

    তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।  মেট্রোপলিটন হাসপাতালে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, শেভরন, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১১ জন, সাতকানিয়ায় ২৭ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারা ৩২ জন, চন্দনাইশ ১২ জন, পটিয়া ৪২ জন, বোয়ালখালী ১৬ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৫ জন, রাউজান ১৯ জন, ফটিকছড়ি ৪৬ জন, হাটহাজারী ৪৭ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ৩৪ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৯ এবং উপজেলায় ৬২১ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • চট্টগ্রামে আরও ৭৩৮ জন করোনায় আক্রান্ত

    চট্টগ্রামে আরও ৭৩৮ জন করোনায় আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৪৭ এবং উপজেলা পর্যায়ে ৯১ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩১১৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন। এর মধ্যে নগরে ৭৭ হাজার ৪৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৯ হাজার ১৯ জন।

    তিনি বলেন, বিআইটিআইডিতে ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২১০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    এন্টিজেন টেস্টে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।ইপিক হেলথ কেয়ারে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে কারো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ৫ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ১৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ১৫ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৬ এবং উপজেলায় ৬১৪ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪২, মৃত্যু ৩

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪২, মৃত্যু ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৯৭ এবং উপজেলা পর্যায়ে ১৪৫ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৭ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এর মধ্যে নগরে ৭৬ হাজার ৯৭১ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৯২৮ জন।

    তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।ইপিক হেলথ কেয়ারে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেট্রোপলিটন হাসপাতালে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ১১ জন, পটিয়া ২৬ জন, বোয়ালখালী ৮ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ২০ জন, রাউজান ১৫ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারী ১১ জন, সীতাকুণ্ড ১৩ জন, মিরসরাই ৩ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১০ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৫০

    মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৫০

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬২ এবং উপজেলা পর্যায়ে ১৮৮ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

    রবিবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ১৯৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৫০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এর মধ্যে নগরে ৭৬ হাজার ১৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৭৮৩ জন।

    তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৯ নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, আরটিএল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১২ জন, বাঁশখালী ৬ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৯ জন, পটিয়া ১৯ জন, বোয়ালখালী ১৭ জন, কর্ণফুলী ২ জন, রাঙ্গুনিয়া ২৭ জন, রাউজান ৬ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ৪১ জন, সীতাকুণ্ড ১০ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৫ এবং উপজেলায় ৬১০ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • ১৫শ ছুঁইছুঁই করোনা শনাক্ত

    ১৫শ ছুঁইছুঁই করোনা শনাক্ত

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশে।

    করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে।

    রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হন ১ হাজার ১১৬ জন। এদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।

    রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন নারী, একজন পুরুষ। ঢাকায় ২ জন এবং চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

  • চট্টগ্রামে নতুন ৭৬ জন করোনা আক্রান্ত

    চট্টগ্রামে নতুন ৭৬ জন করোনা আক্রান্ত

    চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ শনাক্তের হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার চার দশমিক ৪১ শতাংশ হলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে দাঁড়াল।

    গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যার সিংহভাগই নগরের বাসিন্দা।

    নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে ৭১ জন নগরীর এবং ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১১ টি উপজেলা ছিল রোগী শূণ্য।

    হাটহাজারী উপজেলায় ১ জন, সন্দ্বীপে একজন,রাউজানে একজন, বোয়ালখালী একজন ও ফটিকছড়ি উপজেলার এক বাসিন্দার শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।

    চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৯শ ৮০ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৫শ ৭৫ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৪শ ৫ জনের করোনা শনাক্ত হয়।

    এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোথাও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

    জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৩ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।

    শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

    বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ টি ল্যাবে এক হাজার ৫শ ৩০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামে আরও ৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

    চট্টগ্রামে আরও ৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

    ২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৮ এবং উপজেলা পর্যায়ে ৫ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

    তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের চৌদ্দ ল্যাব এবং কক্সবাজারে ১৭৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ৮২২ জন। এর মধ্যে নগরে ৭৪ হাজার ৪৩০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৯২ জন।

    তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড এবং মেট্রোপলিটন হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০১ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৩ এবং উপজেলায় ৬১০ জন।

    উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • চট্টগ্রামে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত

    চট্টগ্রামে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। শনাক্তের হার প্রায় সাড়ে ৩ শতাংশ। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

    বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার চারজন রয়েছেন।

    এর আগে গতকাল মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। শনাক্তের হার ছিল ৩ শতাংশ।

    চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫।

    সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট এক লাখ দুই হাজার ৭৬৯ জনের।

  • রাজশাহীতে দেড় মাসের শিশুর করোনা

    রাজশাহীতে দেড় মাসের শিশুর করোনা

    এবার রাজশাহীতে ৪৫ দিনের একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে।

    রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ফল হাতে পেয়েছেন।

    এর আগে তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনি নিয়ে শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর পরই তার নমুনা নেওয়া হয়। রাতে রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলে শিশুটির করোনা পজিটিভ শনাক্ত হয়। রাতেই বিষয়টি তার পরিবারকে জানানো হয়।

    ৪৫ দিনের আক্রান্ত কন্যাশিশুটির নাম আফরিন রহমান। তার বাবার নাম আরিফুর রহমান। মায়ের নাম মাহবুবা খাতুন। নগরীর বনগ্রাম এলাকার বাসিন্দা পরিবারটি।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পজিটিভ শনাক্তের পর শিশু আফরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে (করোনা ওয়ার্ড) ভর্তি করা হয়েছে। শিশুদের জন্য করোনার নির্ধারিত ওষুধপত্র দেওয়া শুরু হয়েছে। ১৬নং করোনা ওয়ার্ডে বেড খালি না থাকায় শিশুটিকে মেঝেতে রেখেই আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সূত্রে আরও জানা গেছে, কয়েক মাস আড়ে তিন মাসের আরেকটি শিশুর করোনা পজিটিভ হয়েছিল রাজশাহী মেডিকেলে। সাত দিন হাসপাতালে চিকিৎসার পর ওই শিশুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। শিশু আরফিনেরও পরিস্থিতি উন্নতির দিকে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুটির বাবা কয়েক দিন আগেই পজিটিভ হন। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। এরই মধ্যে শিশুটি ঘুমাচ্ছিল না। অনবরত কান্নাকাটি করছিল। মা মাহবুবা খাতুন মেয়েকে নিয়ে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেন গত কয়েক দিন।

    এরই মধ্যে নগরীর রেলগেটে অস্থায়ী ক্যাম্পে এন্টিজেন টেস্ট করান। এতে শিশু আফরিনের পজিটিভ আসে। তার পরও বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়াচ্ছিলেন। কিন্তু শনিবার শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে রামেক হাসপাতালে আনা হয়। শিশুটিকে ১৬নং করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত রামেক হাসপাতালে শিশুদের জন্য পৃথক করোনা ওয়ার্ড না থাকায় করোনার জেনারেল ওয়ার্ডেই শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তির পর শিশুটির শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

    শিশুটির মা মাহবুবা খাতুন ফোনে জানান, শিশুর বাবা ও শিশুর করোনা পজিটিভ হওয়ায় তিনিও হয়তো পজিটিভ হয়েছেন বলে আশঙ্কা তার। এখনও পরীক্ষা করাননি। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। শিশুকে নিয়ে তিনি এখন হাসপাতালের করোনা ওয়ার্ডে রয়েছেন।

    মা মাহবুবা খাতুন বলেন, তিনি নিজেকে নিয়ে চিন্তিত নন। সন্তানকে সুস্থ করে তুলতে তিনি করোনা ওয়ার্ডে শিশুর সঙ্গে থাকছেন।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, এ বয়সের শিশুর করোনাক্রান্তের ঘটনা এটি প্রথম নয়। কয়েক মাস আগে তিন মাসের এক শিশুর করোনা পজিটিভ হয়েছিল। হাসপাতালে চিকিৎসার নেওয়ার পর ওই শিশুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়।

  • মাহবুবউল আলম হানিফ করোনা আক্রান্ত

    মাহবুবউল আলম হানিফ করোনা আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

    বুধবার গণমাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন হানিফ।

    মাহবুবউল আলম হানিফ জানান, কয়েক দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

    তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • করোনা ভাইরাসে আক্রান্ত আ জ ম নাছির

    করোনা ভাইরাসে আক্রান্ত আ জ ম নাছির

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সকালে জ্বর-স্বর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দীন। এরপর করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা নেওয়া হয়। সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম।

    তিনি বলেন, সকালে নমুনা সংগ্রহ করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সাবেক মেয়রের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

    সামান্য উপসর্গ থাকলেও শারিরীকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

    আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বলেন, ‘সাবেক মেয়র মহোদয় কয়েকদিন আগে একটি সাংগঠনিক কর্মসূচিতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিলেন। চার দিন আগে উনার জ্বর আসে। এর সঙ্গে সর্দি-কাশিও আছে। অসুস্থতার কারণে সকালে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

    ২৪ ঘণ্টা/রিহাম