Tag: করোনা আক্রান্ত

  • করোনায় আক্রান্ত রোনালদো

    করোনায় আক্রান্ত রোনালদো

    মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

    করোনা আক্রান্ত হওয়ায় আগামীকাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না এ তারকার। ছোঁয়াচে ভাইরাসের কারণে আপাতত দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে।

    এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে তিনি ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন।

    রোনালদো করোনায়আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার পতুর্গিজ ফুটবল দলের বাকি সবার নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই।

    রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচশেষে করোনা পরীক্ষায় পজেটিভ আসে রোনালদোর।

    রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় সিরিএ লিগেও খেলতে পারবেন না। রোববার ক্রোটনের বিপক্ষে খেলা আছে জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের বিপক্ষে খেলবে জুভেন্টাস। রোনালদোকে ছাড়া সেই ম্যাচ খেলতে হবে ইতালির ক্লাবটিকে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নৌ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

    নৌ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর করোনা শনাক্ত হয়।

    করোনায় আক্রান্ত হলেও প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি তার মন্ত্রীপাড়ার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

    গণমাধ্যমকে মন্ত্রী বলেন, জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে শ্বাসকষ্টের তেমন কোন সমস্যা নেই।

    রোববার করোনা টেস্ট করিয়ে সোমবার রেজাল্ট পান প্রতিমন্ত্রী। এর আগে শনিবার নৌ প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশারও করোনায় আক্রান্ত হন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে আরও ৭১ জনের করোনা শনাক্ত,মোট১৭৫১৬

    চট্টগ্রামে আরও ৭১ জনের করোনা শনাক্ত,মোট১৭৫১৬

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৭১ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৪৬ জন এবং উপজেলাগুলোতে ২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪১ টি নমুনা পরীক্ষা করে ০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৩ জন এবং উপজেলায় ০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৯ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ১০৪ টি নমুনা পরীক্ষা করে ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৪ জন এবং উপজেলায় ০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ০৯ টি নমুনা পরীক্ষা করে উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের ৮৫ টি নমুনা পরীক্ষা করে ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ৪৮ টি নমুনা পরীক্ষা করে ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ১০০৩ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৭৫১৬ জন। এর মধ্যে নগরে ১২৫১৬ জন এবং উপজেলায় ৫০১০ জন।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৭৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৯১ এবং উপজেলায় ৮৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ হাজার ৯৫০ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

    দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আবারও আক্রান্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। এই নিয়ে দ্বিতীয় বারেরমতো করোনা আক্রান্ত হলেন তিনি।

    হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী মো. রাশেদুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেবের বেশ কয়েকদিন ধরে জ্বর,সর্দিকাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা দেন। বুধবার (২রা সেপ্টেম্বর) সেই নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    এসময় তিনি আরও জানান, চেয়ারম্যান সাহেব সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য চলতি বছরের ১৩ জুলাই উপজেলা চেয়ারম্যানের প্রথম করোনা শনাক্ত হয়েছিল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে আরও ১২৮ জনের করোনা শনাক্ত, মোট ১৫৯৬৫

    চট্টগ্রামে আরও ১২৮ জনের করোনা শনাক্ত, মোট ১৫৯৬৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলাগুলোতে ২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৯৬৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ১ জন মারা গেছেন।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫০ টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯জন এবং উপজেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮০ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৪ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪৬ করোনার নমুনা পরীক্ষা করো উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৫৬ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৮ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

    মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮২২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৯৬৫ জন। এর মধ্যে নগরে ১১২৮৩ জন এবং উপজেলায় ৪৬৮২ জন।

    উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : আনোয়ারা ১, পটিয়া ২, রাঙ্গুনিয়া ১, রাউজান ৭, ফটিকছড়ি ৬, হাটহাজারী ৩ এবং সীতাকুণ্ড ২ জন।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৫৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭৫ এবং উপজেলায় ৭৮ জন। এছাড়া নতুন ৬৭ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৪৬ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে আরও ১০০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৪

    চট্টগ্রামে আরও ১০০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১০০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলাগুলোতে ২৩ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৭৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জন এবং উপজেলা পর্যায়ে ২ জনের মৃত্যু হয়েছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১২৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ জন এবং উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪৪ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭ জন এবং উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৫ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪৪ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৭ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৩৮ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় কারো করোনা শনাক্ত হয় নি।

    শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

    শনিবার (১৫ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৭৪৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৭৭৫ জন। এর মধ্যে নগরে ১১১২৩ জন এবং উপজেলায় ৪৬৫২ জন।

    উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : বোয়ালখালী ২, রাউজান ৫, ফটিকছড়ি ১, হাটহাজারী ৯, সীতাকুণ্ড ৫ এবং মিরসরাই ১ জন।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭৩ এবং উপজেলায় ৭৮ জন। এছাড়া নতুন ৪২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৭৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

    টুইট বার্তায় অমিত শাহ জানান, উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এমুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

    গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন অমিত শাহ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮,নতুন শনাক্ত ২৭৭২

    ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮,নতুন শনাক্ত ২৭৭২

    ২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৭২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১১১ জন।

    শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

    তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩১৭০ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২৬১৪ টি। এছাড়া নতুন করে ২১৭৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৩৫১৪৬ জন। মৃত্যুবরণ করা ২৮ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ৬ জন মহিলা।

    ব্রিফিংয়ের করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন অধ্যাপক নাসিমা।

    স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা মোকাবিলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমী ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এ সময় ধূমপান ত্যাগ করতে হবে। কারণ, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, করোনাভাইরাসের করোনা আক্রান্ত মায়ের দুধপানে শিশুর করোনা আক্রান্ত হওয়ার কোনো তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি। অর্থাৎ, শিশুকে দুধপান করানো যাবে। তবে, এই সময়ে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

    দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

    করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

    চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত হয়েছেন। জনপ্রিয় এ নায়িকা বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

    আজ শুক্রবার দুপুরে পপির পারিবার গণমাধ্যমকে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, বর্তমানে পপির জ্বর, গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে।

    আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

    রোজা ও ঈদ পালন করেছেন খুলনায়। সেখানে গত তিন মাস ধরে নিজের সামর্থ্যের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।

    তিনি বলেন, মানুষকে ত্রাণ দিতে গিয়েই হয়তে আমি আক্রান্ত হয়েছি। কারণ, এর জন্য আমাকে বেশ কয়েকবার রাস্তায় বের হতে হয়েছে। এমনকী রাতেও মানুষকে সাহায্য করেছি।

    বর্তমানে বাসায় আইসোলেশনে থাকলেও এখনই হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না বলে জানিয়েছেন পপি। কিছুটা শংকিত থাকলেও মানসিকভাবে বেশ দৃঢ় আছেন বলেও যুগান্তরকে জানিয়েছেন এ নায়িকা। করোনা মুক্ত হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াবেন তিনি, এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

    লকডাউনের আগে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘সাহসী যোদ্ধা’ ও ‘সেইভ লাইফ’ নামে তিনটি ছবির শুটিং করছিলেন এ নায়িকা। করোনা প্রকোপ কমে গেলে ঢাকায় ফিরে এসব ছবির শুটিং পূনরায় শুরু করার কথাও জানিয়েছেন পপি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫,করোনা শনাক্ত ২৫৪৮

    ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫,করোনা শনাক্ত ২৫৪৮

    ২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৪৮ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৩৬ জন।

    শুক্রবার (২৪ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

    তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২৩৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২০২৭ টি। এছাড়া নতুন করে ১৭৬৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ১২০৭৯৬ জন। মৃত্যুবরণ করা ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন মহিলা।

    ব্রিফিংয়ের করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন অধ্যাপক নাসিমা।

    স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা মোকাবিলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমী ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এ সময় ধূমপান ত্যাগ করতে হবে। কারণ, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, করোনাভাইরাসের করোনা আক্রান্ত মায়ের দুধপানে শিশুর করোনা আক্রান্ত হওয়ার কোনো তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি। অর্থাৎ, শিশুকে দুধপান করানো যাবে। তবে, এই সময়ে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

    দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা:২৪ ঘণ্টায় মৃত্যু ৪২,নতুন শনাক্ত ২৭৪৪

    করোনা:২৪ ঘণ্টায় মৃত্যু ৪২,নতুন শনাক্ত ২৭৪৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৫১ জন।

    বুধবার (২২ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

    তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯৭৬ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২০৫০ টি। এছাড়া নতুন করে ১৮০৫ জন সহ মোট সুস্থ হয়েছেন ১১৭২০২ জন। মৃত্যুবরণ করা ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ১২ জন মহিলা।

    ব্রিফিংয়ের করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন অধ্যাপক নাসিমা।

    স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা মোকাবিলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমী ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এ সময় ধূমপান ত্যাগ করতে হবে। কারণ, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, করোনাভাইরাসের করোনা আক্রান্ত মায়ের দুধপানে শিশুর করোনা আক্রান্ত হওয়ার কোনো তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি। অর্থাৎ, শিশুকে দুধপান করানো যাবে। তবে, এই সময়ে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

    দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে ১৩ হাজার ছাড়াল করোনা আক্রান্ত: নতুন শনাক্ত ১৩৮,মৃত্যু ২

    চট্টগ্রামে ১৩ হাজার ছাড়াল করোনা আক্রান্ত: নতুন শনাক্ত ১৩৮,মৃত্যু ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৩৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮৯ জন এবং উপজেলাগুলোতে ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ০৬৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ২ জন মারা গেছেন। এর মধ্যে এক জন নগরে এবং একজন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮৫ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ৪ জন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৩ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৬ জন এবং উপজেলায় ৬ জন।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ২ জন।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ১৫ জন।

    ইমপেরিয়াল হাসপাতালের ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ৫ জন।

    শেভরণ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ৫ জন।

    কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (২১ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ১১১৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৩০৬৫ জন। এর মধ্যে নগরে ৯০৮৮ জন এবং উপজেলায় ৩৯৭৭ জন।

    উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ২, বাঁশখালী ৩, আনোয়ারা ৩, চন্দনাইশ ৪, পটিয়া ১, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ৫, রাউজান ১১, ফটিকছড়ি ৪, হাটহাজারী ৯, সীতাকুণ্ড ১, মিরসরাই ২ এবং সন্দ্বীপ ১ জন।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৮ এবং উপজেলায় ৬৭ জন। এছাড়া নতুন ৪০ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬২৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর