Tag: করোনা উপসর্গ

  • রাউজানে করোনা উপসর্গে মারা যাওয়া ৪৭তম লাশ দাফন করল আশার আলো

    রাউজানে করোনা উপসর্গে মারা যাওয়া ৪৭তম লাশ দাফন করল আশার আলো

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পাঁচদিনের ব্যবধানে করোনা উপসর্গসহ বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. টিপু সুলতানের পিতা ও চাচার লাশ দাফন করেছে আশার আলো। এরই সাথে ৪৭তম লাশ দাফন কার্য সম্পন্ন করেছে সাংসদ ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম আশার আলো।

    জানা যায়, গত সোমবার সন্ধ্যার সময় বার্ধক্যজনিত কারণসহ মারা যান টিপু সুলতানের পিতা জেবল হোসেন (৮৬)। পিতা মারা যাওয়ার পাঁচদিনের মাথায় একই কারণে আজ মারা যায় চাচা আলী হোসেন (৮৪)। তারা উভয়ে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে। মারা যাওয়া ব্যক্তিরা ডাবুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ হিংগলা গ্রামের কাসেম তালুকদার বাড়ির বাসিন্দা।

    মৃত্যুর সংবাদ পেয়ে লাশের দাফন-কাপনে অংশ নিতে ছুটে যান রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে আশার আলো টিমের সদস্যরা। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. আলমগীর আলী, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা দীপলু দে দীপু, মো. নাছির উদ্দিন, আরমান সিকদার, মো. এরশাদ, তৌহিদ সহ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • সীতাকুণ্ডে করোনা উপসর্গে ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু

    সীতাকুণ্ডে করোনা উপসর্গে ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটে করোনার উপসর্গ নিয়ে আবদুর রহিম (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৪ জুলাই) বিকালে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রহিম উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিনের ছোট ভাই এবং খাদিমপাড়া গ্রামের আলহাজ ইসমাইল সওদাগরের ছেলে।

    জানা জায়, কিছুদিন আগে আবদুর রহিম ও ইউপি সদস্য নিজাম উদ্দিন তারা দুই জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ৬ জুলাই সকালে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন অসুস্থ দু’জনকে ভাটিয়ারীর বিজয় স্মরণী হাসপাতালের অস্থায়ী আইসোলেশনে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পরীক্ষা করে দুই জনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তারা নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম শুক্রবার মারা যান। এর এক সাপ্তহ আগে ইউপি সদস্য নিজাম উদ্দিন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।

    মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন এবং ইউপি সদস্য নিজাম উদ্দিন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

     

  • রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভায় সরওয়ার উদ্দিন জসিম নামের করোনা উপসর্গে মারা যাওয়া এক ব্যক্তির লাশের দাফন-কাফনে অংশ নিয়েছে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী টিম আশার আলো।

    সরওয়ার উদ্দিন জসিম রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়ির মুহাম্মদ আলী জিন্নাহর পুত্র।

    স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা রবিবার সন্ধ্যায় লাশের গোসল ও দাফন-কাফন সম্পন্ন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জামাল চিশতি, আরাফাত, তৌহিদ, দেলোয়ারসহ অন্যন্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য এ পর্যন্ত রাউজানে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলোর স্বেচ্ছাসেবক টীম ৩৫ টি লাশের দাফন-কাফন কাজে অংশ নেয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • ১৭ দিন পরও রির্পোট আসেনি:করোনা লক্ষণ নিয়ে ফিলিপাইন নাগরিকের মৃত্যু

    ১৭ দিন পরও রির্পোট আসেনি:করোনা লক্ষণ নিয়ে ফিলিপাইন নাগরিকের মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুয়েল এসত্রেলে কাতান (৫০) নামে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১০টার দিকে রুয়েল মারা যান বলে জানান চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

    তবে ওই বিদেশী নাগরিক করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেও গত ১৭ দিনেও ফল জানতে পারেনি। করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে এ প্রথম কোনো বিদেশী নাগরিক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

    চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম সাংবাদিককের বলেন, ফিলিপাইনের একজন নাগরিক গত ১৬ দিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য ওনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনও আসেনি।

    জানা যায়, গতকাল শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মারা যাওয়া রুয়েল এসত্রেলে কাতান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত সাইফ পাওয়া টেক’র শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এলাকায় থাকতেন। তাঁর পরিবার ফিলিপাইনে বসবাস করেন।

    বেসরকারি ওই অপারেটর প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ থাকায় গত ৩ জুন করোনা পরীক্ষার জন্য কাতানের নমুনা দেওয়া হয়। পরদিন তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

    এদিকে ওই বিদেশী নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ারও অভিযোগ উঠেছে। একাধিক সূত্র জানান, গত বৃহস্পতিবার থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়।

    শুক্রবার বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল ছাড়া কোন হাসপাতালে কেবিন খালি নেই। হলিক্রিসেন্টে কেবিনের ব্যবস্থা হলেও কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন তাঁরা অক্সিজেন সরবরাহ করতে পারবে না। এ সময় অক্সিজেন সরবরাহের জন্য তাঁর কর্মস্থলের কাছে সহায়তা চাইলে তাঁরা এগিয়ে না আসার অভিযোগ উঠেছে। তাঁকে হলিক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। সেখানে নেওয়ার আগে গতকাল রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে ফিলিপাইন নাগরিক রুয়েল এসত্রেলে কাতান মারা গেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

    লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর, রামগতি ও রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

    বৃহস্পতিবার গভীররাতে রামগতির চর আবজালের আবদুল মোমিন, রামগঞ্জের দরবেশপুরে মোরশেদ আলম এবং আঙ্গারপাড়ার বাবুল মিয়ার মৃত্যু হয়। এছাড়া সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে মারা যায় আরো এক ব্যাক্তি। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    এ দিকে নতুন করে জেলায় আরো ৪৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫শ’ ৪৯জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২শ’ ৫৪জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখন পর্যন্ত ১১জন। আর উপসর্গ নিয়ে নতুন চারজনসহ মারা গেছে অর্ধশতাধিক ব্যাক্তি।

    অপরদিকে লক্ষ্মীপুর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ এ চারটি পৌরসভা ও কমলনগর উপজেলা এবং সদরে ৭টি ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নকে “রেড জোন” চিহিৃত করে লকডাউন চলছে। ৪র্থ দিনের মতো চলছে লকডাউন। তবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পৌরসভা। তবে গতদিনের তুলনায় শুক্রবার ছিল লকডাউন ঢিলাঢালাভাব।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, যেসব ওয়ার্ডে রেড জোন চিহিৃত করে লকডাউন দেয়া হয়েছে। সেসব ওয়ার্ডে লকডাউন বাস্তবায়ন করার জন্য ওয়ার্ড কাউন্সিলরা কাজ করছেন। লকডাউন কার্যক্রর করতে পৌরসভার পাশাপশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো সোচ্ছার হতে হবে। তাহলে লকডাউন বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি।

    সিভিল সার্জন ডা. আবদুর গফ্ফার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তিরা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। আর এসব ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে নিহতদের বাড়ি।

    পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, যেভাবে করোনার সংক্রমন বাড়ছে। লকডাউন ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেন তারা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা উপসর্গ:এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও ডা. আনোয়ারকে বাঁচানো যায়নি

    করোনা উপসর্গ:এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও ডা. আনোয়ারকে বাঁচানো যায়নি

    শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হেসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটায় ঢাকার বাড্ডার এএমজেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

    রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

    তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হেসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। তবে আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেয়া হয়।

    দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সেখানে তার মৃত্যু হয়েছে।

    রাহাত আনোয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে নানা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। কেউ কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করছেন। চিকিৎসাসেবা দিতে গিয়ে ইতোমধ্যে হাসপাতালের দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে চিকিৎসক আনোয়ার হেসেনের সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

    ডা. আনোয়ার হোসেনের চিকিৎসাসেবার পাশাপাশি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও বরিশালে ব্যাপক পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাটিয়ারীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনে এগিয়ে এলো গাউছিয়া কমিটি

    ভাটিয়ারীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনে এগিয়ে এলো গাউছিয়া কমিটি

    কামরুল ইসলাম দুলু:হাইপ্রেশার আর ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট নিয়ে নগরীর এই হাসপাতাল থেকে ঐ হাসপাতালে শেষমেশ ডায়াবেটিস হাসপাতালে নিয়েও ভর্তি করাতে পারেনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের নাসির মুহাম্মদ চৌধুরীর বাড়ি প্রকাশ ফৌজদার বাড়ীর আলহাজ্ব ইব্রাহিম আলম(৬০) কে।

    করোনা উপসর্গ নিয়ে রাস্তায় গাড়িতেই মৃত্যু বরণ করেন তিনি।

    সোমবার (৮ জুন) এঘটনা ঘটে। ইব্রাহিম আলমের হঠাৎ প্রেশার ও ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবার তাকে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে জায়গা নেই বলে কয়েকটি হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়।

    এরপর গাড়িতেই তার মৃত্যু হয়। দাফনের আগে মৃত ইব্রাহিমের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

    এদিকে করোনা আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির দাফনে কেউ এগিয়ে না আসায় গাউছিয়া কমিটি এগিয়ে আসে।

    ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন এর অনুমতিক্রমে গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখার একটি টিম সরকারী স্বাস্থবিধি অনুযায়ী উক্ত ব্যাক্তির দাফন কাফন সম্পন্ন করেন।

    এসময় উপস্থিত ছিলেন মো আলাউদ্দিন, আলহাজ্ব মাওলামা মাহমুদুল হাসান আলকাদেরী, নুরউদ্দিন, আবুল কালাম, তসলিম উদ্দিন, রিদুয়ান করিম, জানে আলম, মামুনুর রশিদ মামুন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু

    হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে বিজন পাল (৫০) নামে এক মুদি দোকানীর মুত্যুর খবর পাওয়া গেছে।

    আজ সোমবার (৮ জুন) দুপুর দেড় টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    বিজন পালের জ্বর ও শ্বাসকষ্টের কথা স্বীকার করে তাঁর বড় ভাই তপন পাল বলেন বিজন পাল হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত বিজন পাল হাটহাজারী ধলই ইউনিয়নের এনায়েত পুরের বাসিন্দা।

    করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বিজন পালের পারিবারিক সূত্রে জানায়, তিনি কয়েক সপ্তাহ যাবৎ জ্বরে ভূগছিলেন। গতকাল রবিবার হঠাৎ করে তাঁর শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে প্রথম হাটহাজারী আধুনিক হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

    এছাড়া গতকাল তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

    এ নিয়ে হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৪ জন।

    উল্লেখ্য গত শুক্রবার (৫ জুন) করোন উপসর্গ নিয়ে হাটহাজারীতে দুই সহোদর ও এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    কামরুল ইসলাম দুলু:করোনার উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) একরামুল ইসলাম (৪৫)।

    আজ শনিবার (৬ জুন) সকালে ভাড়া বাসায় তিনি মারা যান। চার দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন। তিনি পৌরসদরস্থ উত্তর বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়।

    থানা সূত্রে জানা যায় সীতাকুন্ড পৌরসভার উত্তর বাজারে ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনের ব্যাচেলর বাসায় থাকতেন এসআই ইকরাম। গত ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

    চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল এসআই ইকরামের।

    সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে ভুগছিলেন তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

    এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বনিকসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে।

    সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে মোট ৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

    সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে দুজন সীতাকুণ্ড মডেল থানার সদস্য। এদের মধ্যে একজন ওসি ইন্টেলিজেন্স সুমন বণিক।

    সীতাকুণ্ড উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২৩ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৩ জন। হোম আইসোলেশন এ থাকা ৪০ জনের মধ্যে সুস্থ হয়েছে ২০ জন। করোনাই আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সর্বশেষ এই পুলিশ সদস্য সহ ৭ জন।

    এর আগে কুমিরা হাইওয়ে থানার তিন পুলিশ সদস্য করোনাই আক্রান্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

    করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

    করোনা উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

    সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান।

    জানা গেছে, মোহাম্মদ নাসিম অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    তবে, মোহাম্মদ নাসিমের পরিবারের অন্য সদস্যরা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

    সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে এই প্রথম সাঈদ (৩৫)নামের দুই সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে।

    রবিবার (৩১ মে) বিকেল ৩টায় শহরের নয়াটোলা মহল্লার নিজবাড়িতে তার মৃত্যু হয়।সে ওই এলাকার সিদ্দিক স্বর্নকারের ছেলে।

    জানা যায়, ঈদের আগে সে জরুরী কাজে ঢাকা গিয়েছিল। ঢাকা থেকে ফিরে অসুস্থ হলেও বিষয়টি চেপে রাখে। এরপর জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা বৃদ্ধি পেলে এলাকাবাসীর কাছে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার (২৮ মে) তার নমুনা সংগ্রহ করে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।

    কিন্তু রবিবার(৩১মে) বিকাল পর্যন্ত সেই রিপোর্ট আসেনি। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাশার জানান, সাঈদের করোনা উপসর্গ ছিল বলে নমুনা নেয়া হয়েছিল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক ও সৈয়দপুরবাসীর জন্য সতর্কমূলকও। যেহেতু মৃত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে যদিও তার রিপোর্ট পজিটিভ না নেগেটিভ তা জানা যায়নি তবে দাফন কাফন প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করা হবে। সে সাথে তার পরিবার ও আশপাশের লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

    তিনি সৈয়দপুরবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার জোর অনুরোধ জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুুুজন

  • ঢাকায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু:নমুনা সংগ্রহ করে জলঢাকায় দাফন

    ঢাকায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু:নমুনা সংগ্রহ করে জলঢাকায় দাফন

    নীলফামারী প্রতিনিধি::  প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ সর্দি-কাশি নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় জিসান (১০) নামে এক শিশু মারা গেছেন।সে জলঢাকা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিন কাজিরহাট এলাকার বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।

    মঙ্গলবার (৫ মে) করোনার নমুনা সংগ্রহ শেষে গ্রামের বাড়ির পারিবাড়িক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে সোমবার (৪মে) ঢাকা আশুলিয়ায় তার মৃত্যু হয়।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, জিসানের বাবা মা ঢাকা আশুলিয়ায় চাকুরী করার কারনে সেখানে তারা বাস করতেন। গত কয়েকদিন থেকে সে জ্বর সর্দিতে ভোগার পর গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। জিসানের পরিবার তার মরদেহ এ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ীতে নিয়ে এসে আজ মঙ্গলবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন করে।

    দাফনের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরে নেতৃত্বে একটি মেডিকেল টিম মরহুমের দেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।

    এসময় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডাঃ আরিফ হাসনাত ও ডাঃ তৈয়ব আলী উপস্থিত ছিলেন। জানাযা পড়ান উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজ।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন