চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব মাসুম করোনা আক্রান্ত হয়েছেন।
তার নিকটতম আত্মীয় এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। এর আগে গত পরশু তার স্ত্রী ডা. ফিরোজা মেহের করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. আব্দুর রব মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাক্তার মাসুমের বাসা পাঁচলাইশ জাতিসংঘ পার্কের পাশে। মা, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন তিনি। কিন্তু করোনার সংকট শুরু হলে তিনি পরিবারের সবাইকে পাঠিয়ে দেন নগরীর হালিশহরে নিকটাত্মীয়ের বাড়িতে।
এরপর করোনা রোগীর পাশে দাঁড়ান। সারাদেশের কোনো কোনো চিকিৎসক যখন প্রাণঘাতী ভাইরাসের ভয়ে চেম্বার করা বন্ধ করে দিলেন; তখনই আক্রান্তদের সেবায় নিজেকে সমর্পণ করলেন তিনি। চোখের সামনেই মারা গেছেন ১৫ রোগী। তবুও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে তিনি একে একে সুস্থ করেছেন ২০০ জনকে।
তার জন্য পরিবারের সদস্যরা দোয়া কামনা করেছেন।
সারাদিন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ফুরসত পেতেই দিয়েছেন টেলিমেডিসিন সেবা।
চেম্বার বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ডাঃ আব্দুর রব স্যারের নিয়মিত রোগী আছেন যারা এবং নতুন রোগী যারা স্যারকে দেখাতে চেয়ে ব্যর্থ হচ্ছেন, তাদের সবার কথা চিন্তা করে স্যার এখন নিয়মিত টেলিমেডিসিন সেবা দিবেন। আপনারা সবাই জানেন এই দূর্যোগপূর্ণ সময়েও ডাঃ আব্দুর রব স্যার “চট্টগ্রাম জেনারেল হাসপাতালে” নিয়োজিত আছেন ।
তাই নিয়মিত যারা ডাঃ আব্দুর রব স্যারের চিকিৎসাধীন আছেন এবং নতুন রোগী যারা চিকিৎসা নিতে চাচ্ছেন তারা টেলিমেডিসিন সেবা পেতে যোগাযোগ করতে বলা হয়েছিল।
২৪ ঘণ্টা/এম আর/এ আর