Tag: করোনা পজিটিভ

  • তৃতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো

    তৃতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো

    করোনাভাইরাস ছাড়ছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একের পর এক পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসছে তার। এ কারণে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে রোনালদোর খেলা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

    আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জুভেন্টাস। কিন্তু তার আগে করোনা টেস্টে আবারও রিপোর্ট পজিটিভ আসলো সিআর সেভেনের।

    মঙ্গলবার বিকেলেই জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো জানিয়েছেন, তিনি রোনালদোর করোনা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। যদি রেজাল্ট পজিটিভ আসে এবং সম্ভব হয়, তাহলে রোনালদোকে নিয়েই একাদশ সাজাতে চান। কিন্তু পিরলোর সেই আশার গুড়ে বালি। রোনালদোকে করোনা ছাড়েনি।

    রোনালদোর প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছিল ১৩ অক্টোবর। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে যাওয়ার পরই তিনি করোনা আক্রান্ত হলেন। এরপরই সেলফ আইসোসেশনে চলে যান তিনি।

    এরই মধ্যে আবার ইতালিতেও ফিরে আসেন রোনালদো। উদ্দেশ্যে এর মধ্যে রিপোর্ট নেগেটিভ এলে তিনি চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে, সর্বোপরি মেসির বিপক্ষে আবারও খেলতে নামতে পারবেন। কিন্তু তার সেই আশায় গুড়েবালি।

    এর মধ্যে গত ২২ অক্টোবর আরও একবার পরীক্ষা করা হয়েছিল রোনালদোর। সে পরীক্ষায়ও তার করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ। ২৮ অক্টোবর পরীক্ষায়ও পজিটিভ এলেন তিনি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো

    দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো

    গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। কিন্তু সিআর সেভেন তারপর থেকেই আইসোলেশনে রয়েছেন। পর্তুগাল থেকে তিনি সোজা তুরিনে চলে যান।

    নিয়ম অনুযায়ী ২২ অক্টোবরের মধ্যে দ্বিতীয় কোভিড টেস্ট করার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই পরীক্ষা করিয়েছেন সিআর সেভেন। আর সেই কোভিড টেস্টের ফলও পজিটিভ এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সূত্রে খবর, দ্বিতীয় পরীক্ষাতেও রোনালদোর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে নামতে অনিশ্চিত ক্রিশ্চিয়ানো রোনালদো

    উয়েফার করোনা প্রটোকল অনুযায়ী, একজন খেলোয়াড়কে মাঠে নামার এক সপ্তাহ আগেই করোনা নেগেটিভ হতে হবে। কিন্তু রোনালদো তা পারলেন না। যদিও করোনা পজিটিভ হওয়ার পর নিজ দেশে সিআর সেভেনের আইসোলেশনে থাকার কথা। তবে নিয়মের তোয়াক্কা না করে ইতালিতে ফিরেছেন জুভেন্টাস ফরোয়ার্ড।

    নিয়ম ভেঙে তুরিনে ফিরে আসায় সমালোচনার মুখে পড়েছেন রোনালদো।

    আগামী ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছিল, এই ম্যাচে দীর্ঘদিন পর মেসি বনাম রোনালদো দ্বৈরথ দেখা যাবে। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হওয়ায় সে আশা ভেস্তে গেল।

    তবে সুযোগ এখনও শেষ হয়নি। গ্রুপের ষষ্ঠ ম্যাচে আবারও দুই দল মুখোমুখি হবে।

    মেসি ও রোনালদো এর আগে কখনোই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হননি। তবে তিনটি ভিন্ন ভিন্ন মৌসুমের নকআউট পর্বে দেখা হয়েছে তাদের।

    করোনা পজিটিভ থাকা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন হেয়ার স্টাইল করে ফিটনেস বাড়ানোর ট্রেনিংয়ে নেমে পড়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা পর্তুগিজ তারকা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। মাথায় এখন আর চুল নেই সিআর সেভেনের।

    করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুটি ম্যাচে জুভেন্টাসের জার্সিতে মাঠে নামতে পারেননি রোনালদো। তুরিনে তিনি গৃহবন্দি রয়েছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত

    ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত

    শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য।

    শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

    এছাড়া তার আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে জয়া বচ্চন ও অমিতাভের কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

    এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন।

    করোনা আক্রান্ত জানার পরই পরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন।

  • আবারও করোনা পজিটিভ মাশরাফি

    আবারও করোনা পজিটিভ মাশরাফি

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছে। ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।

    শনিবার (০৪ জুলাই) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে।

    গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২৩ জুন তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা পজিটিভ ধরা পড়ে।

    করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাঁকে। এর আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

    উল্লেখ্য, ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তাঁর খোঁজ নিচ্ছেন। তিনিই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নমুনা না দিয়েও সাংবাদিকের করোনা পজিটিভ!

    নমুনা না দিয়েও সাংবাদিকের করোনা পজিটিভ!

    চট্টগ্রামের দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা না দিয়েই করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

    সোমবার সকাল ৯টা ৫৪ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ০১৭২৯০২৪৬১২ নাম্বার থেকে নিজের মোবাইল নাম্বারে করোনা পজিটিভ উল্লেখ করা অফিসিয়াল এসএমএসটি পান সাংবাদিক এম এ হোসাইন।

    সেখানে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দেন চট্টগ্রামের বাসিন্দা এম এ হোসাইন। একইদিন নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে।

    অথচ ১৭ জুন ঢাকা নয়, চট্টগ্রামেও নমুনা দেননি এম এ হোসাইন। এরপরও তাকে পজিটিভ উল্লেখ করে অফিসিয়াল এসএমএস পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    যদিও গত ৬ জুন নমুনা দিয়ে ১৪ দিন পর ১৯ জুন পজিটিভ ফলাফল পেয়েছিলেন চট্টগ্রামের তরুণ এ সাংবাদিক।

    সোমবার (২২ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে নমুনা জমা না দিয়েও এমন উদ্ভট রিপোর্ট পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান তিনি।

    তার ফেসবুকে স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হলো:

    আশ্চর্য!!!!!
    নমুনা ছাড়াই পজিটিভ রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের গাঁজাখুরি কাজ কারবার!

    আজকে এসএমএস করে জানালো ১৭ তারিখে নাকি আমি নমুনা দিলাম। তাও আবার ঢাকায়। তারা সেটা ১৭ তারিখেই পরীক্ষা করেছে। সে পরীক্ষার ফলাফল পজেটিভ! অথচ ১৭ তারিখ আমি কোন নমুনা দিইনি।
    নমুনা ছাড়াই পরীক্ষা করে রির্পোট! এর আগে ১৪ দিন পরে রির্পোট পেলাম। আর এবার পরীক্ষা ছাড়া রির্পোট পেলাম। সামনে কি আসে কি জানি।

    এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, এমএ হোসাইন নামে একজনের ১৭ জুন নমুনা না দিয়েও করোনা পজিটিভ এসেছে। বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন। রিপোর্টটি সঠিক নয়। কারণ অনেক সময় ভুল রিপোর্ট আসে। তার বেলায়ও এ ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • দ্বিতীয়বার পরীক্ষাতেও সারওয়ার আলম’র করোনা পজিটিভ

    দ্বিতীয়বার পরীক্ষাতেও সারওয়ার আলম’র করোনা পজিটিভ

    দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। এদিকে তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে।

    সোমবার (২২ জুন) সারওয়ার গণমাধ্যমকে জানান, শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই। এ সময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান।

    সারওয়ার আলম বলেন, গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।

    সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ওরা এখন পর্যন্ত ভালো আছে।

    এ সময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‌্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

    গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বিএসএমএমইউ’র পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

    বিএসএমএমইউ’র পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরির পরীক্ষাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

    গতকাল বুধবার (২৭ মে) তার করোনাভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বিএসএমএমইউ।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবক দলের প্রধান ড. বিজন কুমার শীল।

    ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়েছিলাম। স্যারের সাথে আমার দেখা হয়েছে। স্যার ভালোই আছেন। স্যার বললেন, তোমরা চিন্তা করো না। আমি ভালোই থাকবো। তোমরা তোমাদের মতো কাজ কর। অনেক সময় মনের জোরটা নির্ভর করে। উনার তো অসম্ভব মনের জোর আছে। আত্মবিশ্বাস আছে। উনি কোনো কিছুতে আতঙ্কিত হন না। আমাদের দেশে যারা বয়োবৃদ্ধ, তাদের অনেকে ভয় পান। অনেকের অনেক আন্ডারলাইন ডিজিজ থাকে। উনারও আছে। তার প্রতি সপ্তাহে কিডনি ডায়ালাইসিস করতে হয়। সর্বোপরি তার মনের জোর আছে। উনি ভয় পান না করোনাকে। তিনি বলেন, করোনাকে আমি জয় করব।’

    ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গত ২৪ মে তার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনও অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউয়ের পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করালেন। এখানেও তার করোনা পজিটিভ এসেছে।

    গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে যে করোনা পরীক্ষা করা হয়েছিল, তা করেছিলেন ড. বিজন কুমার নিজে। সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন, না হয় তার আগের দিন স্যার আমাকে ফোন করে বললেন, আমার তো জ্বর আসছে বিজন। কী করা যায়? তখন আমি বললাম, দ্রুত আপনার স্যাম্পল পাঠিয়ে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা আসল। ১৫ মিনিটের মধ্যে টেস্ট করে দেখলাম উনি পজিটিভ। তারপর আমি জানিয়ে দিয়েছি, আপনি পজিটিভ।’

    নিজেদের কিটে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরী বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে তার ডায়ালাইসিস চলছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায়ও তার ডায়ালাইসিস হওয়ার কথা রয়েছে।

    গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করে ফেলে।

    উদ্ভাবিত এ কিটের সক্ষমতা যাচাই চলছে বিএসএমএমইউতে। এ পরীক্ষায় সফলতা পেলে তাদের চূড়ান্ত র‌্যাপিড ডট ব্লট কিট ব্যবহারের অনুমোদন দেবে ঔষধ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিটে সবার করোনা পরীক্ষা করতে পারে।

    এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তৃতীয় দফায়ও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ

    তৃতীয় দফায়ও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ

    চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এখনও করোনামুক্ত হননি। তার তৃতীয় দফার করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

    শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় তার আবার করোনা পজিটিভ আসে। প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    এর আগে গত ১০ মে বিআইটিআইডিতে পরীক্ষায় মহিউদ্দিনের ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ১১ মে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং পাঁচজন গৃহ পরিচারিকার নমুনা সংগ্রহ করা হয়।

    ১২ মে বিআইটিআইডি থেকে জানানো হয় হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। এরপর ১৬ মে দ্বিতীয় দফার রিপোর্টেও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ আসে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • খাগড়াছড়িতে চার স্বাস্থকর্মীসহ ছয়জন করোনা পজিটিভ

    খাগড়াছড়িতে চার স্বাস্থকর্মীসহ ছয়জন করোনা পজিটিভ

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৬জন করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ জন । এছাড়া একজনের শরীরে দ্বিতীয় দফা নমুনায়ও পজিটিভ এসেছে।

    এর মধ্য দিয়ে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে ৫ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। তবে এ পর্যন্ত জেলায় একজন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।

    খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চার জন জেলার মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • আনোয়ারায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ,বাড়ি লকডাউন

    আনোয়ারায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ,বাড়ি লকডাউন

    আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের স্বামী-স্ত্রী দুই জনের করোনা ভাইরাসের (কোভিড-১৯) পজিটিভ রির্পোট এসেছে।

    বুধবার (২০ মে) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে আনোয়ারার দুই জনের পজেটিভ ঘোষণা করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, বুধবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারায় ২ আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। করোনা আক্রান্ত দু’জন স্বামী স্ত্রী।

    এ নিয়ে আনোয়ারায় পঞ্চম করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি করোনা ১৪ দিন কোয়ারান্টাইন থাকার পর সুস্থ হয়েছে এবং দ্বিতীয় রির্পোটে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। নতুন করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল