Tag: করোনা পরীক্ষা

  • নিজস্ব ল্যাবে করোনা পরীক্ষা করায় নোবিপ্রবির প্রশংসায় ইউজিসি

    নিজস্ব ল্যাবে করোনা পরীক্ষা করায় নোবিপ্রবির প্রশংসায় ইউজিসি

    নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পিসিআর ল্যাবের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করে মহামারী পরিস্থিতিতে জনগণের পাশে থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম ও নোবিপ্রবি পরিবারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

    মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ধন্যবাদ জানানো হয়।

    স্বাক্ষরিত নোটিশে বলা হয় , মরণব্যাধি করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী যে তাণ্ডব চালাচ্ছে, তা থেকে রক্ষা পায়নি আমাদের বাংলাদেশ। আপনার বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করে জাতির এই ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।

    গত ২৪ জুন তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৫৮তম সভায় আপনার এই ধরনের কার্যক্রম আনন্দিত ও প্রশংসিত হয়েছে। এমন কাজের জন্য পূর্ণ কমিশনের পক্ষ থেকে আপনাকে ও আপনার বিশ্ববিদ্যালয় পরিবারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

    উল্লেখ্য, নোবিপ্রবির নিজস্ব পিসিআর ল্যাবের মাধ্যমে গত এপ্রিল মাস থেকে কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা করা হচ্ছে। মূলত, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার সংগ্রহীত নমুনাসমূহ নোবিপ্রবি ল্যাবে পরীক্ষা করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

  • বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করতে ১৬ পিসিআর ল্যাব

    বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করতে ১৬ পিসিআর ল্যাব

    বিদেশগামী বিমান যাত্রীদের ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস (কোভিড-৯) পরীক্ষা করাতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    শনিবার বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটধারীরা বিদেশ গমন করতে পারবেন। যাত্রার ৭২ ঘণ্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন ও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

    এতে বলা হয়, কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন। নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশগামীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস(বিআইটিআইডি), কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইন্সটিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে হবে।

    বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ ফোন করে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    উল্লেখ্য, সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে যারা বিদেশে যাবেন, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে বেড়ে গেছে সংক্রমণের ঝুঁকি: কমে গেছে করোনা পরীক্ষা

    লক্ষ্মীপুরে বেড়ে গেছে সংক্রমণের ঝুঁকি: কমে গেছে করোনা পরীক্ষা

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
    লক্ষ্মীপুরে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় পরীক্ষা অনেক কমে গেছে।করোনার উপসর্গ থাকলেও অনেকে টাকা খরচ করে পরীক্ষা করাচ্ছেন না। গত ১০ দিনে জেলায় (১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত) ৬৯৫টি নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অথচ এর আগের ১০ দিনে (২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৩৭৯টি। অর্থাৎ মূল্য নির্ধারণ করায় পরীক্ষার হার অর্ধেক কমে গেছে।

    জেলা স্বাস্থ্য বিভাগের তিন বিশেষজ্ঞ জানান, দরিদ্র মানুষ টাকা দিয়ে পরীক্ষা কম করাচ্ছেন। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। পরীক্ষা না করিয়ে, চিকিৎসা না নিয়ে তাঁরা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাঁরা বলেন, অনেক মানুষের উপার্জনের পথ বন্ধ হয়েছে। অনেকের জীবিকা হুমকির মুখে। দেশের বহু মানুষ কর্মহীন। জীবন-জীবিকা কঠিন হয়ে যাওয়ায় বড় শহর থেকে মানুষ গ্রামে ফেরত এসেছেন। সেসব মানুষের পক্ষে এখন টাকা খরচ করে করোনা পরীক্ষা করানো অনেক কঠিন।

    সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ ‘কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি’ বিষয়ে পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, বুথে ও হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা করে দিতে হবে। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৫০০ টাকা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ফি ৩ হাজার ৫০০ ও ৪ হাজার ৫০০ টাকা। ১ জুলাই থেকে পরিপত্র কার্যকর হয়েছে।

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, মহামারি পরিস্থিতিতে ২০০ বা ৫০০ টাকা নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র মানুষের কাছে অনেক বেশি টাকা। করোনার উপসর্গ থাকলেও অনেকে এই টাকা খরচ করে পরীক্ষা করাবেন না। পরীক্ষা না করিয়ে, চিকিৎসা না নিয়ে তাঁরা সংক্রমণের ঝুঁকি বাড়াবেন। এতে মহাবিপদ ঘটতে পারে।

    জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৫ টি উপজেলা থেকে ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৯ জুলাই ৪৯টি, ৮ জুলাই ৮৪, ৭ জুলাই ৬২, ৬ জুলাই ১১৩, ৫ জুলাই ৫৫টিসহ গত ১০ দিনে ৬৯৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে এসব নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফি নির্ধারণের আগে গত ২১ জুন ১১০টি, ২২ জুন ১৯৬, ২৩ জুন ১১৬, ২৪ জুন ৯০, ২৫ জুন ১২০টিসহ ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৩৭৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

    চরআবাবিল গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি কৃষক। তিন দিন ধরে জ্বরে ও কাশিতে ভুগছেন। বৃহস্পতিবার রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য গিয়েছিলেন। কিন্তু ২০০ টাকা না থাকায় নমুনা না দিয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে।

    এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. আবদুল গাফফার মোবাইল ফোনে জানান, আগে করোনা পরীক্ষা বিনা মূল্যে ছিল। এ কারণে উপসর্গ না থাকলেও অনেক মানুষ পরীক্ষার সুযোগ নিয়েছে। নতুন ব্যবস্থায় এটি রোধ হয়েছে। আর প্রথম অবস্থায় সাময়িক কিছু সমস্যা হয়তো দেখা দেবে। কিছুদিন পরেই এসব ঠিক হয়ে যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু

    নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করণে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।

    বৃহস্পতিবার(৯ জুলাই)যার প্রাথমিক কাজ শুরু হয়েছে। শীঘ্রই এখান থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ফলাফল প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নীলফামারীতে পিসিআর ল্যাব স্থাপন হলে নীলফামারী জেলা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের খানসামা উপজেলা নমুনা পরীক্ষার আওতায় আসবে।

    বর্তমানে নীলফামারী জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৭৫জন। মৃত্যু হয় ৮জন।

    সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, নমুনা সংগ্রহের পর দ্রুত আমরা ফলাফল পাচ্ছি না। যার কারণে নমুনা সংগৃহিত ব্যক্তির কোয়ারেন্টিন নিশ্চিত করা যায় না। এখানে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিলো সকলের। পিসিআর ল্যাব স্থাপন হলে দ্রুত শনাক্ত করণ এবং সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ত্রুটিপূর্ণ কিট,চবিতে হয়নি করোনা পরীক্ষা

    ত্রুটিপূর্ণ কিট,চবিতে হয়নি করোনা পরীক্ষা

    চবি প্রতিনিধিঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাপিড টেস্টিং কিটগুলো ‘ত্রুটিপূর্ণ’ থাকায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। তাই কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘গত দুইদিনে হাটহাজারী ও রাউজান থেকে প্রায় ২০০টি স্যাম্পল আমাদের কাছে আসে। গতকাল বুধবার থেকে আমরা পরীক্ষা শুরু করি। কিন্তু পরীক্ষার জন্য কিটগুলো মেশিনে দেওয়া হলে সব নমুনার ফলাফলই পজিটিভ আসছিল। এতে সংশ্নিষ্টদের মধ্যে সন্দেহ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে কিটে ত্রুটি থাকার প্রমাণ মিলে।’

    তিনি আরো বলেন, ‘আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখে কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরের নিকট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকেই আমরা তা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন ত্রুটিমুক্ত কিট হস্তান্তর করলে আমরা আবারও করোনা পরীক্ষা শুরু করব।’

    উল্লেখ্য যে, ২৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • মঙ্গলবার থেকে গণস্বাস্থ্য করোনা পরীক্ষা করবে, সবার জন্য উন্মুক্ত

    মঙ্গলবার থেকে গণস্বাস্থ্য করোনা পরীক্ষা করবে, সবার জন্য উন্মুক্ত

    গণস্বাস্থ্য কেন্দ্র আগামী মঙ্গলবার থেকে করোনা শনাক্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে। ওইদিন রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে। সবাই সেখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

    শনিবার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানান।

    ডা. জাফরুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনুমোদন তো আমাদের আছেই। তারা তো আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আমাদের হাসপাতালকেও অনুমোদন দিয়েছে। সেটার বলেই আমরা করছি। ’

    ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘বিএসএমএমইউতে আমাদের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের যে পরীক্ষা চলছে, আমার মনে হয় না তারা ঈদের আগে সেটার ফলাফল দিতে পারবে। সেজন্য ঈদের পরে শুরু করছি আমাদেরটা। আমরা আর অপেক্ষা করব না। মঙ্গলবার (২৬ মে) থেকে আমরা শুরু করছি।

    ওই দিন থেকে ঢাকা ও সাভার দুই জায়গায়ই শুরু করব। দুটো টেস্টই হবে এন্টিজেন্ট ও এন্টিবডি। লালা ও রক্ত দুটোই লাগবে পরীক্ষার জন্য। যেকোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবে। ’
    তিনি বলেন, ‘হাসপাতালের প্যাথলজির পরীক্ষা কী সরকার বাধা দিতে পারবে? অনুমোদন হয়নি, সেটা তারা কোর্টে গিয়ে করবে। আমাদের হাসপাতাল তো ড্রাগের (ওধুষ প্রশাসন অধিদফতরের) অধীনে না। তারা নথি দিলে সরকারকে উত্তর দেব। বিএসএমএমইউর অনুমোদন তো আমাদের আছেই। ’

    ২৪ ঘণ্টা/এম আর