Tag: করোনা ভাইরাসের

  • করোনা : ফটিকছড়িতে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি

    করোনা : ফটিকছড়িতে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত।

    এমন পরিস্থিতিতে ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট-পিপিই) দিলেন স্থানীয় সংসদ সদস্য।

    আজ ২৯ মার্চ রবিবার বিকেলে সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলায় কর্মরত সাংবাদিকের মধ্যে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

    এসময় ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, যুগ্ন সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, প্রচার সম্পাদক দৌলত শওকত, সহযোগী সদস্য আনোয়ার হোসেন ফরিদ, নির্বাহী সদস্য এম জুনায়েদ উপস্হিত ছিলেন।

    ২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • করোনা : ঘরের সামনেই সিএমপির ডোর টু ডোর শপ, গৃহবন্দি মানুষের ঘরে পৌছে দিচ্ছে বাজার

    করোনা : ঘরের সামনেই সিএমপির ডোর টু ডোর শপ, গৃহবন্দি মানুষের ঘরে পৌছে দিচ্ছে বাজার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১০ দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর মরণঘাতী এ ভাইরাসের সংক্রমন থেকে প্রতিকারের লক্ষ্যে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে চট্টগ্রাম নগর জুড়ে মাঠে আছে সিএমপির সদস্যরা।

    শুধু ঘরে থাকা নয় এসব গৃহবন্দি মানুষদের প্রাত্যহিক চাহিদার অন্যতম খাদ্য, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সকল সেবা দিতেও প্রস্তুত চট্টগ্রামের পুলিশ প্রশাসন। করোনা চট্টগ্রামের ঘরে ঘরে সিএমপির সেবা

    ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চালু করেছে ‘হোম সার্ভিস’ সেবা। যারা সরকারি বিধিনিষেধ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকছেন সিএমপির ১৬টি থানার পক্ষ থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী চাল, ডাল, তেল, চিনি ও ওষুধ ইত্যাদি বাসায় পৌঁছে দিচ্ছে পুলিশ। এসব কাজের সরাসরি তদারকি করছেন প্রতিটি জোনের উপ-পুলিশ কমিশনাররা।

    নিচে দেওয়া ১৬ থানার নাম্বারে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসাররা ফোন রিসিভ করে গৃহবন্দি মানুষদের অর্ডার নেবেন। খুব কম সময়ের মধ্যে পুলিশ সদস্যরা নাগরিকের প্রেরিত ঠিকানায় তাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

    জরুরি প্রয়োজনে নাগরিকরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা-০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা-০১৭৬৯৬৯৫৬৬৬, চান্দগাঁও থানা-০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা-০১৭৬৯৬৯৫৬৭০, ডবলমুরিং থানা-০১৭৬৯৬৯৫৬৭১, হালিশহর থানা- ০১৭৬৯৬৯৫৬৭৩, পাহাড়তলী থানা-০১৭৬৯৬৯৫৬৭২, আকবরশাহ থানা-০১৭৬৯৬৯৫৬৭, বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, পতেঙ্গা থানা-০১৭৬৯০৫৮১৫০, কর্ণফুলী থানা-০১৭৬৯০৫৮১৫১, কোতোয়ালি থানা- ০১৭৬৯৬৯৫৬৬৫, বাকলিয়া থানা-০১৭৬৯৬৯৫৬৬৭, চকবাজার থানা-০১৭৬৯৬৯৫৬৭৯ ও সদরঘাট থানার ০১৭৬৯৬৯৫৬৮০ নাম্বার গুলোতে যোগাযোগ করে হোম সার্ভিস পাবেন।

    সিএমপি উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনায় সরকারিভাবে ১০ দিনের সাধারণ ছুটিতে গৃহবন্দি নগরবাসী। করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে নানা কৌশল গ্রহণ করছি। চালু করেছি ‘স্টে হোম’ কার্যক্রম।

    নগরীর ১৬টি থানায় যারা ঘর থেকে বের হচ্ছেন না, তাদের চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। এক্ষেত্রে সেবাগ্রহীতাকে পণ্যের নিয়মিত মূল্য পরিশোধ করতে হবে।

    এদিকে নগরীর বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নিজস্ব উদ্দ্যেগে এলাকার গরীব অসহায় দুস্থ খেটে খাওয়া দিনমজুরের পরিবারে খাদ্যদ্রব্য ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

    ডোর টু ডোর শপ : অন্যদিকে গৃহবন্দি মানুষকে প্রয়োজনীয় সেবা প্রদানে ভিন্ন এক কৌশল অবলম্বন করে রীতিমতো আলোচনায় সিএমপি। গৃহবন্দি মানুষদের সুবিধার্থে সিএমপি শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ডোর টু ডোর শপ।করোনা চট্টগ্রামের ঘরে ঘরে সিএমপির সেবা

    নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন চৌধুরী শনিবার সকাল থেকে হ্যান্ড মাইকে নিজেদের নতুন উদ্যোগের প্রচার করছিলেন।

    করোনার সংক্রমণ ঠেকাতে হ্যান্ড মাইকে মানুষকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়ে ওসি মহসীন বলেন, গৃহবন্দি মানুষের কথা মাথায় নিয়ে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা ব্যাতিক্রমী এ উদ্দ্যেগ নিয়েছি। নগরীর ১৬ থানার বিভিন্ন পাড়া মহল্লায় আপনাদের ঘরের সামনেই যাবে পুলিশের ভ্রাম্যমান দোকান ডোর টু ডোর শপ।

    তিনি বলেন, সিএমপির ০১৪০০০৪০০৪০০ এই নাম্বারে কল করলে ডোর টু ডোর শপ এর সেবা পাওয়া যাবে। নির্দ্দিষ্ট বাজার দরেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হবে এ শপে। তাছাড়া জরুরি চিকিৎসা সেবা পেতেও সিএমপির গাড়ি ব্যবহার করতে পারবেন সম্মানিত নাগরিকরা।

    ২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স..

  • করোনা : চীনকে পেছনে ফেলে ২য় মৃত্যুপুরী স্পেন, ১ দিনে ৬৫৬সহ মৃতের সংখ্যা ৩৬৪৭

    করোনা : চীনকে পেছনে ফেলে ২য় মৃত্যুপুরী স্পেন, ১ দিনে ৬৫৬সহ মৃতের সংখ্যা ৩৬৪৭

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় গত ৩১ ডিসেম্বর। এরপর রীতিমত মৃত্যুর মিছিলে মৃত্যুপুরীতে রুপ নেয় চীন।

    মাত্র কয়েক মাসের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে স্পেন। দ্বিতীয় দেশ হিসেবে বেশি মৃত্যু হারের তালিকায় যোগ হয়েছে স্পেনের নাম।

    গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। তাছাড়া গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন।

    স্পেনে এ পর্যন্ত ৫ হাজার ৩৬৭ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনও চিকিৎসাধীন ৪০ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

    স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের চেয়ে বুধবার (২৫ মার্চ) স্পেনের আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ গুণ। সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে মাদ্রিদ। ব্যাপক ঝুঁকিতে আছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের ১০ শতাংশই স্বাস্থ্যকর্মী।

    তবে মহামারি করোনা ভাইরাসে চীনে মৃত্যুর যে রেকর্ড ছিল তা অনেক আগেই অতিক্রম করেছে ইতালি। করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৬৮৩ জন, মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে। তাছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

    এছাড়া, চীনে মোট ৮১ হাজার ২১৮ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮১ জন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • অলিতে-গলিতে টহল দিচ্ছে সেনাবাহিনী,বাসা থেকে বের না হতে মাইকিং

    অলিতে-গলিতে টহল দিচ্ছে সেনাবাহিনী,বাসা থেকে বের না হতে মাইকিং

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে সেনাবাহিনীর ১৭ টিম মাঠে নেমেছে। মেজর অথবা ক্যাপ্টেন পদমর্যাদার সেনা কর্মকর্তার নেতৃত্বে সকাল ৮টার আগেই সেনানিবাস থেকে চট্টগ্রাম নগরী ও উপজেলায় এসব টিমের সদস্যরা পৌছে যায়।

    আজ ২৫ মার্চ বুধবার সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে অংশগ্রহণের পাশাপাশি নগরীর সড়ক ও অলি-গলিতে সেনাবাহিনী টহল শুরু করে।

    তাছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে লোকজনকে সচেতন করার লক্ষ্য এবং অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি না করার জন্য বুধবার সকাল ৮টা থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছেন সেনাবাহিনীর সদস্যরা।

    জেলা প্রশাসন সূত্র জানায়, বিদেশ থেকে আসা অনেক প্রবাসী সরকারি নির্দেশনা মতে হোম কোয়ারেন্টিনে থাকছে না। এসব ব্যাক্তিদের হোম কোয়ারেনটাইন ব্যবস্থা ও নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ইতিমধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনেককে জরিমানা করা হয়েছে।

    কিন্তু পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না কোয়ারান্টাইন। এ জন্য বিশেষভাবে কাজ করবে সেনাবাহিনী। তাই সরকারের নির্দেশেই আজ বুধবার (২৫) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সেনা সদস্যরা মাঠে নামেন।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে অভিযান চলে নগরীর খুলশী, আকবর শাহ ও পাহাড়তলী এলাকায়। এসময় ওই এলাকায় বিদেশি নাগরিকসহ পাঁচজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এছাড়া একটি কোরিয়ান রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল বলেন, নগরীর খুলশীর ২ নম্বর সড়কে ১২/২ নম্বর ভবনে দক্ষিণ কোরিয়ানদের ওই রেস্টুরেন্টটি গতকাল মঙ্গলবার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বুধবার সকালেও ওই রেস্টুরেন্টটি খোলা পাওয়া যায়। তাছাড়া ওই রেস্টুরেন্টে তখনও দুজন কোরিয়ান ও তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

    সেনা সদস্যদের সহযোগীতায় অভিযানকারী দল ওই পাঁচজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে পাঠিয়ে রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছে।

    চট্টগ্রাম সেনানিবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মূলত জনসমাগম ঠেকানো, বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চত করা ও আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করেছি।

    বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন অলি-গলিতে ঘুরে হোম কোয়ারেন্টিনে থাকা বাসীরা যথাযথভাবে নির্দেশনা মানছেন কিনা তা তদারকি করা হয়।

    তাছাড়া হোম কয়োরেন্টিনে থাকা ব্যক্তিদের বাসায় লাল পতাকা ও স্টিকার লাগানোর পাশাপাশি লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাসায় থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। এরপরও যারা মানবে না তাদের বিরুদ্ধে শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামে জেলা প্রশাসনের সঙ্গে অভিযানে নেমেছে সেনাবাহিনীর ১৭ টিম। নগরীর ১৬ থানা ও জেলার ১৬ থানায় জেলা প্রশাসনকে সহায়তা করতে আজ থেকে মাঠে রয়েছেন এসব টিমের সেনা সদস্যরা।

    তিন পার্বত্য জেলায় আরো ২৬টি সহ সেনাবাহিনীর মোট ৪৩টি টিম এখন করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রামের মাঠে আছে জানিয়ে তিনি বলেন, করোনা বিস্তার ঠেকাতে যা যা করা প্রয়োজন তার সবটায় করবে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টিম।

    উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মার্চ) বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মপদ্ধতি নির্ধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

    ২৪ ঘন্টা/ আর এস পি..