Tag: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব

  • যবিপ্রবি ল্যাবে কোভিড-১৯ পরিক্ষা ৩ দিনের জন্য বন্ধ

    যবিপ্রবি ল্যাবে কোভিড-১৯ পরিক্ষা ৩ দিনের জন্য বন্ধ

    নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

    বিদ্যুতের পুনঃসংযোগ স্থাপন, পিসিআর মেশিনের সঠিকতা পুনঃযাচাই এবং ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই বিরতি দেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলনেতা ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, যবিপ্রবি অ্যাকাডেমিক ভবনে বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। এর জন্য ৩ দিন সময় দরকার বলে তাকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে।

    তিনি জানিয়েছেন, যেহেতু ল্যাব ৩ দিন বন্ধ রাখতে হচ্ছে, এই সুযোগে আরো কিছু কাজ সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১ মাস যাবৎ একটানা ল্যাব চলছে। ভাইরাস নিয়ে কাজ করা ল্যাব নির্দিষ্ট সময় পর পর জীবাণুমুক্ত (ডিকন্টামিনেট) করতে হয়। এখন সেই কাজটি করা হবে। পাশাপাশি (পিসিআর) মেশিনের পুনঃযাচাইয়ের কাজটিও (ক্যালিব্রেশন) করা হচ্ছে।(যবিপ্রবির) পিসিআর মেশিনটির সরবরাহকারী ‘ওভারসিজ মার্কেটিং কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে তাদের এক্সপার্টরা এসে পুনঃযাচাই শুরু করেছে। এছাড়া ল্যাবের একাংশে কিছু মেরামত কাজও করার দরকার ছিলো। এই ফাঁকে সেটিও করে নেওয়া হচ্ছে।

    যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী হেলাল পাটোয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের জন্য নতুন ১ টি সাব স্টেশন বসানো হচ্ছে। আগে থাকা ৮০০ কেভির সাব স্টেশনের পাশাপাশি একই ক্ষমতার আরেকটি সাব স্টেশন বসানোর কাজ চলছে। আশা করা যায়, আগামীকাল নতুন সাব স্টেশন থেকে অ্যাকাডেমিক ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে।

    ড. ইকবাল কবির জাহিদ জানিয়েছেন, বিষয়টি গত মঙ্গলবার সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের লিখিতভাবে অবহিত করে অন্তর্বর্তীকালীন সময়ে খুলনা বা অন্য কোনো ল্যাবে নমুনা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী সিভিল সার্জনরা দরকারি ব্যবস্থা নিয়েছেন।

    আগামী সোমবার ল্যাব চালু করতে পারবো বলে আশা করছি। সেই ক্ষেত্রে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে,’ বলেন ড. জাহিদ।

    এদিকে, যশোর সিভিল সার্জনের দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় যে, গতকাল শুক্রবার(৩ জুলাই) যশোর থেকে সংগ্রহ করা নমুনাগুলো খুলনা ল্যাবে পাঠানো হয়েছিলো। খুলনা মেডিকেল কলেজ ল্যাবেও ক্ষমতার অতিরিক্ত নমুনা জমা পড়ছে। ফলে সেখানেও জট সৃষ্টি হচ্ছে বলে আমাদের খুলনা অফিস থেকে জানানো হয়েছে। সেই কারণে গেল সপ্তাহে সুদূর বাগেরহাট থেকেও যবিপ্রবি ল্যাবে নমুনা পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চমেকে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ৩য় ল্যাব, কাল থেকে শুরু নমুনা পরীক্ষা

    চমেকে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ৩য় ল্যাব, কাল থেকে শুরু নমুনা পরীক্ষা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে উদ্বোধন হয়েছে প্রাণঘাতী করোনা পরীক্ষার তৃতীয় ল্যাব। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে আগামীকাল রবিবার সকাল থেকেই করোনা পরীক্ষা করা যাবে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রধান ডা. এহসানুল হক কাজল তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাবটি উদ্বোধন করা হয়। আগামীকাল রবিবার থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে।

    উদ্বোধনকালে চট্টগ্রাম বিভাগের পরিচালক(স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি.জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মোহাম্মদ মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. মনোয়ারুল হক শামীম উপস্থিত ছিলেন।

    ল্যাব উদ্বোধনকালে মেয়র বলেন, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত সবাই নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। চমেকের এই ল্যাব স্থাপনের জন্য যারা সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

    অনেক প্রচেষ্টার পর এই পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে। পিসিআর ল্যাবে প্রতিদিন নমুনা টেস্ট করা হবে। জনবল ও অভিজ্ঞতা বাড়লে টেস্টের সংখ্যাও বৃদ্ধি করানো হবে।

    নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ থাকলেই করোনা পরীক্ষা করতে আসবেন। সাধারণ অসুস্থতা নিয়ে অহেতুক ভিড় করবেন না।

    যতবেশি টেস্ট করা হবে, ততবেশি রোগী সনাক্ত ও চিকিৎসা সেবা দেয়া সম্ভব। প্রয়োজন ছাড়া হাসপাতালে ভিড় করে অন্য রোগীদের ও চিকিৎসকদের অসুবিধার সৃষ্টি করবেন না।

    তিনি বলেন, শুরু থেকে আমাদের চিকিৎসা সরঞ্জামাদি কিট,পিপিই,মাক্স,গ্লাভস্ সংকট ছিল এখন আর তেমন সংকট নাই নমুনা পরীক্ষাও কিছুদিনের মধ্যে সহজলভ্য হবে এজন্য আমাদের ধৈর্য্য ধরে সংশ্লিষ্টদের পরামর্শ অনুসরণ করা জরুরী।

    মনে রাখবেন এখানে ডাক্তার ও চিকিৎসাসেবায় নিয়োজিতরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাঁদেরও জীবন আছে,পরিবার আছে।

    তিনি বলেন, এখন রাজনীতির সময় না এখন সবাই মিলে সমন্বয় করে কাজ করতে হবে। গুঞ্জন ও অপপ্রচার রোধে সংবাদ মাধ্যমকে সক্রিয় থাকতে অনুরোধ করেন তিনি।

    আজ থেকে এই ল্যাবে করোনা সহ সংশ্লিষ্ট অধিকাংশ টেস্টগুলো করা হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসান।

    তিনি জানান এটি এখন চট্টগ্রামবাসীর সেবা দিতে পুরোদমে প্রস্তুত। আগামীকাল থেকেই করোনা পরীক্ষা করতে সক্ষম এই ল্যাব।

    এর আগে গত ২০ এপ্রিল করোনা ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ঢাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সরবারাহ করে পিসিআর ল্যাবের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ওএমসি। গত ৩ মে মেশিনটি চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় কিন্তু পরীক্ষা শুরু করতে গেলে পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়লে ল্যাবটিতে করোনা পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে।

    পরে ত্রুটি সারাতে ওই দিনই মেশিনটি ঢাকায় পাঠানো হয়। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে গত মঙ্গলবার (৫ মে) সকালে সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ পিসিআর ল্যাবের মূল যন্ত্রপাতি চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. এম. শামীম হাসান-এর কাছে হস্তান্তর করেন।

    জানা যায়, গত ২৫ মার্চ ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার শুরু হয়।

    গত ২৫ এপ্রিল থেকে দ্বিতীয় ল্যাব হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রমও শুরু হয়।

    সিভাসুর পিসিআর মেশিন দিয়ে ক্যালিব্রেশন করার পর আজ শনিবার থেকে চমেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। ফলে চট্টগ্রাম মহা নগরের বাসিন্দারা করোনার পরীক্ষার জন্য আর দুরে যেতে হবে না।

    ২৪ ঘন্টা/মোর্শেদ রনী